পশ্চিমবঙ্গের খবর

Rice Price – চালের দাম কমে গেল। মাত্র 29 টাকায় মিলবে সরু মিনিকেট চাল।

বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে চালের দাম (Rice Price) থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম হু হু করে বেড়েই চলছে। গত এক বছরে চালের খুচরা দামে 15 শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ফলে সাধারন মধ্যবিত্ত মানুষদের চাল (Rice) কেনাও দুষ্কর হয়ে উঠছে। তবে এবার আর চাল কিনতে পকেটে টান পরবে না। এই সরকারি প্রকল্পে (Government Scheme) সাধারন মানুষদের জন্যে বড় সুরাহা।

Bharat Rice Price Is Now Only 29 Rupees.

মানুষদের কাছে যাতে সাশ্রয়ী মূল্যে দৈনন্দিন খাদ্য সামগ্রী (Food Items) কিনতে পারে তা নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। সংপ্রতি কেন্দ্র সরকার (Central Government) ভারত রাইসের (Bharat Rice) কথা ঘোষনা করেছে। গত এক বছরে চালের খুচরা দাম 15 শতাংশ বৃদ্ধি করা হয়েছে। তাই উপভোক্তাদের স্বস্তি দিতে সরকার মঙ্গলবারে এই প্রকল্পের ঘোষনা করেন। এই প্রকল্পের ফলে প্রতি কেজি ভর্তুকি যুক্ত চাল (Rice Price) পাওয়া যাবে 29 টাকায়।

5 ও 10 কেজির প্যাকে পাওয়া যাবে এই ভর্তুকি যুক্ত চাল (Subsidy In Rice Price). দাম কম হলেও ভালো মানের চাল পাওয়া যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। 6ই ফেব্রুয়ারি থেকে সারা দেশে ভারত রাইস (Bharat Rice) বিক্রি শুরু হয়েছে। তবে এই চাল এখনো বাজারে বা দোকানে পাওয়া যাবে না। তবে অনলাইনে কেনা যাবে সহজেই। পশ্চিমবঙ্গে কিভাবে কিনবেন 29 টাকার চাল? চলুন জেনে নিন।

এই চাল প্রথম ভারতীয় খাদ্য কর্পোরেশন (FCI) দ্বারা ন্যাশনাল এগ্রিকালচারাল কো অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (NAFED), ন্যাশনাল কো অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন অফ ইন্ডিয়া (NCCF) এর মাধ্যমে বাজার জাত করা হয়। ফলে এই চাল (Rice Price) কেনার জন্য আপনাকে নাফেডের (NAFED) ওয়েবসাইটে www.nafedbazaar.com যেতে হবে।

Govt Scheme (সরকারি প্রকল্প)

সেখানে আপনি ভারত রাইস, ডাল, চিনি এবং অন্যান্য আরো জিনিস কিনতে পারবেন। নাফেড ছাড়াও অন্যান্য ই কমার্স সাইট গুলোতেও ভারত রাইস মিলবে। নাফেডে কিনতে হলে আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে তারপরে লগ ইন করুন নাম ও ঠিকানা দিন এবং কিনুন। নাফেডে ভারত রাইস (Rice Price) বিক্রি হচ্ছে প্রতি কেজি 29 টাকায়। 5 কেজি ও 10 কেজির প্যাকে পাওয়া যাচ্ছে।

3000 টাকা পাবেন প্রতিমাসে। মোদী সরকারের বড় সিদ্ধান্ত বাজেটের আগেই।

এর পাশে নাফেডে গমের আটা বিক্রি হচ্ছে প্রতি কেজি 27.50 টাকা করে। চীনা বাদাম বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। আপনার যারা 29 টাকায় ভারত রাইস (Rice Price) কিনতে চান তারা এই সাইটে গিয়ে কিনে ফেলুন। আর অনলাইনের মাধ্যমে দেশের সকল রাজ্যের মানুষরাই এই চাল কিনতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

প্রত্যেক বেকার ছেলে মেয়েদের একাউন্টে 3000 টাকা দিচ্ছে মোদী সরকার। আজই এই কার্ড করে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *