Airtel – এয়ারটেল গ্রাহকদের জন্য খুশির খবর। এখন বিনামূল্যে পাওয়া যাবে এই সুবিধা।
এয়ারটেল (Airtel) এর তরফ থেকে সুখবর তাদের গ্রাহকদের জন্যে। কিছুদিন একটি খবরে প্রকাশ হয়েছিল যে ভারতী এয়ারটেল (Bharti Airtel) এবং রিলায়েন্স জিও (Reliance JIO) তাদের Free 5G অফার আগামী বছরের আগে সরিয়ে ফেলতে পারে এবং 5G পরিষেবার জন্যে আলাদা ভাবে চার্জও নিতে পারে। আর এই খবর প্রকাশ হতেই এই দুই টেলিকম সংস্থর গ্রাহকদের মধ্যে বেশ উদ্বেগ লক্ষ্য করা যায়।
Airtel Unlimited 5G Plan Details.
তবে এই জল্পনার অবসান ঘটিয়ে ভারতি এয়ারটেল নিশ্চিত করেছেন যে ভবিষ্যতে তারা 5G পরিষেবার জন্যে আলাদা করে কোনো চার্জ নিতে চায় না। তবে তারা খুব তাড়াতাড়ি সামগ্রিক শুল্ক বৃদ্ধি করতে পারে। ইকোনমিক টাইমস (Economic Times) এর একটি রিপোর্ট অনুসারে, ভারতী এন্টারপ্রাইজের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল জানিয়েছেন, তার মতে এই মুহূর্তে Airtel 5G এর জন্য কোনো চার্জ নেওয়ার প্রয়োজন নেই।
এর বদলে সামগ্রিক শুল্ক বৃদ্ধির দিকে মনোযোগ দিলেই চলবে। প্রসঙ্ত, গতবছরের দ্বিতীয় কোয়ার্টারের শেষে এয়ারটেল এর গড় ARPU (Average Revenu Per User) অর্থাৎ গ্রাহক প্রতি আয় ছিল 203 টাকা। যদিও টেলকোটির শর্ট টার্ম ARPU এর লক্ষ্যমাত্রা ছিল 200 টাকা। তবে তারা এই আয় 300 টাকাতে নিয়ে যেতে চায়। এর আগে Airtel শেষবার 2021 সালে শুল্ক বৃদ্ধি করেছিল। আবার সম্প্রতিক তার 99 টাকার প্ল্যানটি সরিয়ে 155 টাকার প্ল্যান লঞ্চ করে।
কিন্তু মিত্তালের মতে, এই ধরনের ছোটো খাটো পরিকল্পনা নিয়ে ARPU 250 টাকায় নিয়ে যাওয়া যাবে না। তাই, শুল্ক বৃদ্ধি করে তাড়াতাড়ি 250 থেকে 300 টাকার ARPU তে পৌঁছতে হবে। কারণ এই সিদ্ধান্ত দেশের Digital India স্বপ্ন পূরণে সাহায্য করবে। পাশাপাশি গ্রাহকদের এইটাও বুঝতে হবে যে, তারা বিশ্বের যেকোনো জায়গা থেকে অল্প দামে উচ্চমানের পরিষেবা পাচ্ছেন।
জিওর এই জনপ্রিয় প্ল্যানে পাবেন 50 টাকা ছাড়। 31 তারিখের মধ্যে রিচার্জ করুন।
যার জন্যে তাদের আগের তুলনায় অল্প বেশি খরচ করতে হবে। তাই মনে করা হচ্ছে বেসরকারি টেলিকম সংস্থা গুলোর মধ্যে Airtel প্রথমবার শুল্ক বাড়াতে চলেছে। আর এই সিদ্ধান্তের পর প্রতিযোগীরা তাদের অনুসরণ করলে ভালো, কিন্তু যদি প্রতিযোগীরা অনুসরণ না করে, তাহলে Airtel কে পুনরায় পুরনো ট্যারিফ গুলি ফিরিয়ে আনতে হতে পারে।
Written by Ananya Chakraborty.
এয়ারটেল গ্রাহকদের মাথায় হাত। সমস্ত রিচার্জ প্ল্যানের দাম বেড়ে গেল।