অর্থনীতি

PNB – সেভিংস একাউন্ট বন্ধ হবে কয়েক কোটি পিএনবি গ্রাহকের, ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দিলো।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) গ্রাহকদের জন্য ব্যাংক এর তরফে এক গুরুত্বপূর্ণ তথ্য নিজেদের কোটি কোটি গ্রাহকদের জন্য ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণার পর সমস্যায় পড়েছেন ব্যাংকের লক্ষাধিক তথা কয়েক কোটি ব্যাংক গ্রাহকদের। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank) হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক (Public Sector Bank) গুলির মধ্যে অন্যতম, ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক। কিছুদিন আগেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের উদ্দেশ্যে জরুরী বার্তা দিয়েছে।

PNB Bank Savings Account Closed Update.

এই জরুরী বার্তা না জানলে হতে পারে বরো বিপদ। আপনি আপনার PNB ব্যাংকের যাবতীয় লেনদেনের সুযোগ হারাতে পারেন। কিছুদিন আগেই সোশ্যাল প্ল্যাটফর্ম ‘এক্স’, যা পূর্বতন ট্যুইটার সেখানে একটি বার্তা পোস্ট করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের ব্যাংকের যে সব সেভিংস আর কারেন্ট একাউন্ট (Savings And Current Savings Account) আছে যে গুলোতে 2 বছর কোন রকম লেনদেন করা হয়নি সেই সব একাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হবে।

এর ফলে গ্রাহকরা লেনদেন করতে পারবেন না। বাকি আরও অন্য একাউন্ট গুলির (PNB Bank Account) ক্ষেত্রেও তারা একই কাজ করবে। তবে যে শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) নয় অন্য সব ব্যাংকও এই কাজ করে থাকে। অন্য যে কোন‌ও ব্যাংকে থাকা আপনার একাউন্ট আপনার নিজের সামান্য ভুলের কারণে বন্ধ হয়ে যেতে পারে। কারন অনেক দিন ধরে যদি আপনি আপনার একাউন্টে টাকা লেনদেন না করেন তাহলে আপনার একাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়।

এখন নতুন নিয়মে 2 বছর যাবত যদি লেনদেন না কর হয় ব্যাংক একাউন্টে (PNB) তাহলে ব্যাংকের তরফ থেকে তা নিষ্ক্রিয় করে দেওয়া হয়। তবে একাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাওয়া থেকে আটকাতে পারবেন আপনি নিজে। কিছু মাস অন্তত একবার ওই একাউন্টের মাধ্যমে লেনদেন করতে হবে। বর্তমানে অনলাইন ব্যাঙ্কিং (PNB Banking) ব্যবস্থা চলুন হওয়াতে ব্যাংক একাউন্টে কিছু টাকা পাঠানো বা প্রয়োজন মতো সেখান থেকে টাকা তোলা খুব সহজ ব্যাপার হয়ে গিয়েছে।

এইভাবে লেনদেন করে আপনার একাউন্ট (PNB Account) আপনি চালু রাখতে পারবেন। তবে এক্ষেত্রে যদি ভুল হয় অর্থাৎ 2 বছরের বেশি যদি কোন‌ও একাউন্টে লেনদেন না করেন সে ক্ষেত্রে UPI ব্যবহার করে পেমেন্ট, টাকা জমা দেওয়া বা টাকা তোলা, চেক ভাঙানো, ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার কিছুই করতে পারবেন না, এটি মাথায় রাখবেন।

DA News (পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা)

তবে ব্যাংক একাউন্ট (PNB) নিষ্ক্রিয় হয়ে গেলে তা চালু করা যায়। তার জন্য আপনাকে ব্যাংকের শাখায় গিয়ে নতুন করে KYC নথি জমা দিয়ে আবার একাউন্টটি সক্রিয় করতে পারবেন। তবে এই একাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায় সেই সব লোকেদের যাদের এক বা দুটির বেশি ব্যাংক একাউন্ট আছে। হয়তো আগে কোন প্রয়োজনে খুলেছিল কিন্তু এখন আর লেনদেন না করতে একাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়।

Ration Card – রেশন গ্রাহকদের জন্য রাজ্য সরকারের বড় নির্দেশ, না মানলে বিনামূল্যে রেশন পাওয়া বন্ধ।

তবে যাদের এমন অনেক একাউন্ট আছে যে গুলো কাজে লাগে না সে সব একাউন্ট আপনারা বন্ধ করে দিতে পারেন। যাতে পরে একাউন্ট (Punjab National Bank) সংক্রান্ত কোনো সমস্যায় আপনাদের পড়তে না হয়। আর এই সম্পর্কে আপনাদের আরও বিস্তারিত কিছু জানার দরকার হলে নিজেদের নিকট ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.

Earn Money Online – বাড়ি বসে অনলাইনে সরকারি প্রজেক্টে কাজ করে প্রতিদিন 1500 টাকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *