স্কলারশিপ

আর করা যাবে না স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন!! শেষ তারিখ কবে দেখে নিন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছেন? মে মাসেই প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। ইতিমধ্যে অনেকেই উচ্চশিক্ষার জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। সঙ্গে বেছে নিয়েছেন পছন্দের সাবজেক্ট। তবে অনেক পড়ুয়াই উচ্চশিক্ষার দিকে পা বাড়াতে পারছেন না, বিশেষত আর্থিক কারণে। তাদের জন্য সুখবর। চলতি মাসেই এই স্কলারশিপে আবেদন জানানোর সুযোগ পাচ্ছেন পড়ুয়ারা। যাতে তারা উচ্চশিক্ষার পথে পা বাড়াতে পারবেন। এই প্রতিবেদনে যেই স্কলারশিপ সম্পর্কে জানানো হচ্ছে, তা হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কত টাকা পাওয়া যাবে?

যার আর একটি নাম হল বিকাশ ভবন স্কলারশিপ। কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে? কিভাবে আবেদন জানাতে হবে? কত টাকা মিলবে?
স্কলারশিপের নাম-
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৩-২৪.
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের শর্ত-
১) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কমপক্ষে ৬০% নম্বর পেয়ে উত্তীর্ন হতে হবে।
৩) পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে থাকতে হবে।
৪) শিক্ষার্থীর নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে।

বৃত্তির অংক-
উচ্চমাধ্যমিক স্তরে পাওয়ার যাবে মাসিক ১,০০০ টাকা করে। অর্থাৎ বার্ষিক ১২,০০০ টাকা।
আবেদন পদ্ধতি-
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ ২০২৩ অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। এরপর ‘Registration’ অপশনে ক্লিক করে ‘Topper & Non Topper’ সিলেক্ট করতে হবে।
Topper হলে আবেদন পদ্ধতি-
যদি ১ থেকে ১০ এর মধ্যে Rank করেন, Topper অপশনে সিলেক্ট করতে হবে। নাহলে Non Topper সিলেক্ট করুন।

এরপর Application Type Select করতে হবে। অর্থাৎ ফ্রেশ এপ্লিকান্ট না রিনুয়াল। তারপর ‘Proceed’ বাটনে ক্লিক করতে হবে। DIRECTORATE (মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক)। QUALIFIED EXAM DETAILS (শেষ উত্তীর্ন পরীক্ষা, বোর্ড,সাল, মোবাইল নম্বর,রোল নম্বর ইত্যাদি) দিতে হবে। বর্তমানে কোন ক্লাসে পাঠরত, সেই তথ্য দিতে হবে। এছাড়া অন্যান্য কিছু প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পাশাপাশি ব্যাংকের পাসবুকের তথ্য। শেষে ডকুমেন্টস আপলোড করে, ফটো ও স্বাক্ষর আপলোড করে রেজিষ্ট্রেশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

এই বছর ঐক্যশ্রী স্কলারশিপে সকল পড়ুয়ারা জানাতে পারবেন আবেদন, বৃত্তি পাবেন ৩৩,০০০ টাকা।

Non- Topper আবেদন পদ্ধতি-
Non- Toppers অপশন সিলেক্ট করে নিচে দেওয়া বক্সে টিক মার্ক দিয়ে ‘Proceed for Registration’ ক্লিক করতে হবে। নতুন পেজ ওপেন হলে DIRECTORATE OF SCHOOL EDUCATION (DSE) (মাধ্যমিক পাশ শিক্ষার্থীদের জন্য)। এরপর Details of Last Eligible Qualifying Board/Council/University Examination for Scholarship অর্থাৎ আবেদনকারী কোন পরীক্ষায় পাশ করেছে, কোন বোর্ড থেকে ইত্যাদি তথ্য দিতে হবে।

এরপর বর্তমানে বর্তমানে কোন ক্লাসে পাঠরত ইত্যাদি তথ্য দিতে হবে। এছাড়া আবেদনকারীর অন্যান্য তথ্য (নাম, মোবাইল নম্বর ইত্যাদি) দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে ভেরিফাইয়ের জন্য মোবাইল নম্বরে OTP পাঠানো হবে।
সেটি ভবিষ্যতের জন্য লিখে রাখতে হবে। এরপর একনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে।

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ এর হোম পেজে গিয়ে Application Log In এ ক্লিক করে Id Password বসিয়ে দিয়ে login করতে হবে। Edit Profile এ ক্লিক করে ফটো ও স্বাক্ষর আপলোড করে Save & Continue এ ক্লিক করে আবেদনকারীর অভিভাবক, ঠিকানা, ব্যাংকের তথ্য উল্লেখ করে Save & Continue এ ক্লিক করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপর সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে নথিপত্র-
১) মাধ্যমিক পরীক্ষার মার্কশিট।
২) শেষ বোর্ড/কাউন্সিল/বিশ্ববিদ্যালয়/কলেজ পরীক্ষার মার্কশিট।
৩) স্কুল/ কলেজে ভর্তির রসিদ কপি।
৪) বসবাসের প্রমাণপত্র (আধার/ ভোটার/রেশন কার্ড)।
৫) আবেদনকারীর ব্যাংক পাসবুকের প্রথম পাতা (একাউন্ট নম্বর ও IFSC Code লেখা)।
৬) আবেদনকারীর ফটো ও স্বাক্ষর আপলোড করতে হবে।

পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল কলেজে ভর্তির প্রক্রিয়া, কিভাবে চলবে এই ভর্তি, সমস্ত নিয়ম জেনে নিন।

আবেদন প্রক্রিয়া শুরু ও শেষের তারিখ-
গত ১২ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ এখনও জানানো হয়নি।
অফিশিয়াল ওয়েবসাইট-
https://svmcm.wbhed.gov.in/
শিক্ষা বা স্কলারশিপ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *