ATM বন্ধ! LPG সিলিন্ডার মজুত করার নির্দেশ? ভারত পাক যুদ্ধের মধ্যে কেন্দ্র এমন বার্তা দিয়েছে?
India Pakistan War Update

টানা বন্ধ থাকবে ATM? LPG সিলিন্ডার মজুত রাখার নির্দেশ? ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে কেন্দ্রের বড় বার্তা
বর্তমানে দেশ জুড়ে একাধিক গুজব এবং আতঙ্ক ছড়াচ্ছে এটিএম বন্ধ থাকবে, রান্নার গ্যাস সিলিন্ডার মজুত করতে বলা হয়েছে, এমনকি ভারত পাকিস্তান যুদ্ধ নিয়েও জল্পনা ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের তরফে কিছু গুরুত্বপূর্ণ বার্তা সামনে এসেছে। সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দূর করতে এই প্রতিবেদন।
ATM টানা বন্ধ থাকবে? কী বলছে কেন্দ্র?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে আগামী কয়েক দিন দেশের সমস্ত ATM বন্ধ থাকবে। এতে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সকল ব্যাংকিং পরিষেবা চলমান রয়েছে এবং ভবিষ্যতে বন্ধ হওয়ার কোনো পরিকল্পনা নেই, এই ধরনের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। জন সাধারণকে আতঙ্ক না ছড়ানোর অনুরোধ করা হয়েছে।
LPG সিলিন্ডার মজুত রাখার নির্দেশ কেন?
আরেকটি গুজব বলছে, কেন্দ্র থেকে নাকি নাগরিকদের বলা হয়েছে LPG সিলিন্ডার মজুত রাখতে। এর কারণ হিসেবে যুদ্ধের সম্ভাবনার কথাও বলা হচ্ছে। কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি সিলিন্ডার মজুত রাখার বিষয়ে, যুদ্ধের জল্পনার সঙ্গে এই খবরের কোনো সম্পর্ক নেই, তেলের দাম বা সরবরাহে সাময়িক কিছু সমস্যার আশঙ্কা থাকলেও, সরকার সুষ্ঠুভাবে বিষয়টি সামাল দিচ্ছে।
ভারত পাকিস্তান যুদ্ধ? কী বলল কেন্দ্র
সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দাবি করা হচ্ছে ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু বাস্তবে কী ঘটছে? প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের তরফে এখন পর্যন্ত কোনো যুদ্ধ পরিস্থিতি নিয়ে আধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, সীমান্তে স্বাভাবিক টহল এবং নজরদারি চলছে, ভুয়ো সংবাদ এবং গুজব ছড়ালে কড়া পদক্ষেপ নেওয়া হবে, জানিয়েছে কেন্দ্র।
ছড়ানো গুজবের মধ্যে কয়েকটি
- ATM এক সপ্তাহ বন্ধ থাকবে
- যুদ্ধের প্রস্তুতি চলছে
- LPG সিলিন্ডার মজুত করতে বলা হয়েছে
- জ্বালানি ঘাটতির জন্য দোকান পাট বন্ধ হবে
- এই গুজব গুলি সরকারিভাবে খণ্ডন করা হয়েছে।
রেশন কার্ডের নতুন নিয়ম। ৩১ মে এর আগে জেনে নিন গুরুত্বপূর্ণ আপডেট
কী বলছেন বিশেষজ্ঞরা?
বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়ার যুগে তথ্য যাচাই না করেই মানুষ অনেক কিছু বিশ্বাস করে ফেলেন। এর ফলে অপ্রয়োজনীয় আতঙ্ক ছড়ায়, যে কোনো তথ্য বিশ্বাস করার আগে সরকারি ওয়েবসাইট ও বিশ্বাস যোগ্য সংবাদ মাধ্যম থেকে তথ্য যাচাই করুন, ভুয়ো তথ্য ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। আর ডেলি সার্চের তরফে দেশের সকল নাগরিকদের কাছে অনুরোধ যে সকলে ভয় না পেয়ে সতর্ক থাকুন এবং সাবধানে থাকুন।



