ট্রেন্ডিং

LPG Gas Cylinder – রান্নার গ্যাস নিয়ে ফের বড় ঘোষণা সরকারের তরফে, উৎসবের মরশুমে খুশি সকলে।

রান্নার গ্যাস (LPG Gas Cylinder) আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ নিত্যপ্রয়োজনীয় জিনিস গুলির মধ্যে অন্যতম। আর এর দাম বৃদ্ধি পেলে আমাদের সকল মধ্যবিত্তের সংসারের বাজেট একেবারে নড়েচড়ে যায়। আর এই কারণের জন্য কিছু দিন আগে কেন্দ্রীয় সরকারের তরফে রান্নার গ্যাসে (LPG Gas) ২০০ টাকা ভর্তুকি (Subsidy) ঘোষণা করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এখনো পর্যন্ত এমন বহু কর্মসূচি গ্রহণ করেছেন যে গুলির মাধ্যমে কোন না কোন ভাবে উপকৃত হয়েছেন দেশের ১৪৩ কোটি জনগণ।

LPG Gas Cylinder Major Update By Government Of India.

শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকল স্তরের মানুষরাই সুবিধা পেয়েছেন এই সমস্ত প্রকল্পের দ্বারা। প্রধানমন্ত্রীর চালু করা বিভিন্ন প্রকল্প গুলির (LPG Gas Cylinder) মধ্যে উল্লেখযোগ্য হল সুকন্যা সমৃদ্ধি, জীবন জ্যোতি বীমা যোজনা, অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ও আরো অনেক। এছাড়াও প্রধানমন্ত্রীর চালু করা রোজগার মেলা যোজনার মাধ্যমে দু একদিন আগেই চাকরি হল ৫১ হাজার জনের। তাই দেশের কল্যাণের ক্ষেত্রে অবদান কম নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

আজ প্রধানমন্ত্রীর চালু করা এরকমই একটি জনদরদী কর্মসূচির মাধ্যমে আবার উপকৃত হতে চলেছেন দেশের একটি বিরাট অংকের জনসংখ্যা। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প ২.০ চালু করার। আগে যখন প্রথমবার এই প্রকল্পের সূচনা করা হয় তখন দেশের অনেক সংখ্যক মানুষকে বিনামূল্যে গ্যাস (LPG Gas Cylinder) পরিষেবা প্রদান করা হয়েছিল এর মাধ্যমে।

সেই প্রকল্পেরই দ্বিতীয় ভাগ এবার চালু করতে চলেছে সরকার। আর এবারেও দেশের লক্ষ লক্ষ মানুষ সুবিধা পেতে চলেছেন এর মাধ্যমে। তবে চলুন আর কথা না বাড়িয়ে দেখেনি নতুন এই উজ্জ্বলা প্রকল্পে (Ujjwala Yojana) কিভাবে আবেদন করতে হবে, কাদের দেওয়া হবে এই সুবিধা এবং কত তারিখ পর্যন্ত দেওয়া হবে উজ্জ্বলা যোজনা প্রকল্প কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ২০১৬ সালের ১ মে তারিখে উজ্জ্বলা যোজনা প্রকল্প (LPG Gas Cylinder) চালু করে।

দেশের লক্ষ লক্ষ অসহায় দরিদ্র মা বোনেদের ঘরে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) কেন্দ্রীয় সরকার প্রদান করে থাকে এই প্রকল্পের মাধ্যমে। এখনো পর্যন্ত দেশের অনেক অসহায় মহিলারা যারা কাঠ, কয়লা দিয়ে উনুন জ্বেলে কষ্ট করে রান্না করতেন তাদের সকলের ঘরে গ্যাস পরিষেবা পৌঁছে দিয়েছে সরকার। ফলে তারা চরমভাবে উপকৃত হয়েছেন প্রধানমন্ত্রীর এই উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে। আর এইবার দেশের আরো লক্ষ লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় গ্যাস পরিষেবা প্রদান করার সিদ্ধান্ত নেয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফে। কারা পাবেন নতুন এই প্রকল্পের সুবিধা?

  • শুধুমাত্র মহিলারা উজ্জ্বলা প্রকল্পের (LPG Gas Cylinder) সুবিধা নিতে পারেন।
  • যে কোনো বিভাগে দরিদ্র পরিবারের অধীনে তালিকাভুক্ত হতে হবে।
  • আবেদনকারী মহিলার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
  • একই পরিবারে এই প্রকল্পের অধীনে অন্য কোনও এলপিজি সংযোগ থাকা যাবে না।

উজ্জ্বলা যোজনা প্রকল্পে (LPG Gas Cylinder) কীভাবে আবেদন করবেন?
১. উজ্জ্বলা প্রকল্পের সুবিধা নিতে, আপনি অফিসিয়াল পোর্টাল www.pmuy.gov.in এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।
২. অনলাইন পোর্টাল www.pmuy.gov.in এ ক্লিক করার পরে, উপরে দেওয়া Apply For New Ujjwala 2.0 Connection জন্য আবেদন করুন।
৩. এখানে আপনি পৃষ্ঠার নীচে তিনটি বিকল্প পাবেন। Indane, Bharat Petroleum, Hindusthan Petroleum.

৪. আপনার সুবিধা অনুযায়ী যেকোনো একটি বিকল্প নির্বাচন করে এবং নতুন সংযোগের জন্য অনুরোধ করা তথ্য পূরণ করে জমা দিন।
৫. এ ছাড়া, আপনি চাইলে ফর্মটি ডাউনলোড করে পূরণ করে নিকটস্থ গ্যাস এজেন্সির ডিলারের কাছে জমা দিতে পারেন।
৬. নথি যাচাইয়ের পরে, আপনাকে সরকার কর্তৃক এলপিজি গ্যাস (LPG Gas Cylinder) সংযোগ প্রদান করা হবে।

Holiday List (অক্টোবরে ছুটির তালিকা)

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় (LPG Gas Cylinder) কী নথি লাগবে? কেওয়াইসি (KYC) লাগবে, বৈধ মোবাইল নম্বর, বয়সের প্রমাণপত্র, আধার কার্ড (Aadhaar Card), বিপিএল রেশন কার্ড (BPL Ration Card), বিপিএল তালিকায় থাকা নামের প্রিন্ট, রঙিন পাসপোর্ট সাইজ ছবি (Passport Size Photo), ব্যাঙ্কের পাসবইয়ের (Bank Passbook Xerox) প্রথম পাতার ফটোকপি।

Gold Price Forecast – এই তিন দিন সোনার দাম কম থাকবে। পুজোর আগে শেষ সুযোগ।

কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে? নতুন এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প 2.0 (Ujjwala Yojana 2.0) তে আবেদন করার জন্য এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ এখনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। খুব শীঘ্রই (LPG Gas Cylinder) সংশ্লিষ্ট দপ্তর মারফত এই বিষয়ে জানানো হবে। এর জন্য আগ্রহীদের অনুরোধ করা হচ্ছে নিয়মিতভাবে ওয়েবসাইট ফলো করার জন্য।

GDS Recruitment 2023 – জরুরী ভিত্তিতে 50000 গ্রামীন ডাক সেবক ও পোস্ট মাস্টার নিয়োগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *