গুরুত্বপূর্ণ খবর

Ration Card – রেশন গ্রাহকদের জন্য রাজ্য সরকারের বড় নির্দেশ, না মানলে বিনামূল্যে রেশন পাওয়া বন্ধ।

রেশন কার্ড (Ration Card) নিয়ে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) গ্রাহকদের E-KYC বাধ্যতামুলক করেছে। এই কাজ অতি দ্রুত শেষ করার জন্যে সক্রিয় হয়ে উঠেছে নবান্ন। খাদ্য দফতর কে ইতিমধ্যেই কাজ শেষ করার জন্যে নির্দেশ দিয়েছে সরকার। এখনো অনেক রেশন গ্রাহক আছে যাদের এখনো E-KYC করা হয়নি। সেই সমস্ত গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে E-KYC করার নির্দের দিয়েছে সরকার। নবান্ন জানিয়েছে ডিলাররা সেই সমস্ত গ্রাহকদের বাড়িতে গিয়ে বা দোকানে ডেকে E-KYC করিয়ে আসবে।

Ration Card E – KYC Update Is Mandatory In West Bengal.

এর জন্যে ডিলারদের আলাদা করে টাকা দেওয়া হবে। নবান্ন (Nabanna) সূত্রের খবর, গ্রাহকদের একটা বড় অংশকে আধার নম্বর দেওয়া হলেও তাঁদের ই কেওয়াইসি সম্পূর্ণ হয়নি। এই ধরনের গ্রাহকের সংখ্যা 2 কোটির মতো। রাজ্যে এখন সক্রিয় রেশন গ্রাহকের (Ration Card) সংখ্যা প্রায় 8 কোটি 85 লক্ষ। খাদ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এখন রেশনে খাদ্য বণ্টনের ক্ষেত্রে 99 শতাংশের বেশি লেনদেন আধারের বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়ার মাধ্যমেই হচ্ছে।

পরিবারের একজন সদস্যের E-KYC করা থাকলেও তিনি বাকি সদস্যদের জন্য বরাদ্দ খাদ্য সংগ্রহ (Ration Card) করতে পারেন। পরিবারের কোনও লোকের E-KYC করা না থাকলেও এটা সম্ভব। পরিবারের সকল সদস্যেরই ই-কেওয়াইসি করে নিতে চাইছে খাদ্যদপ্তর। কোনও পরিবারের যেসব সদস্যের E KYC হয়নি, পোর্টালে তাদের নাম নীল রঙে চিহ্নিত করা আছে।

খাদ্যদপ্তরের স্থানীয় অফিস গুলি থেকে রেশন ডিলারদের বলা হয়েছে, যেসব পরিবারের সকলের E-KYC হয়নি, তাদের কেউ খাদ্য সংগ্রহ করতে এলে বকেয়া কাজটি দ্রুত সেরে নিতে বলতে হবে। খাদ্যদপ্তর জানিয়েছে, পরিবারের সব সদস্যের E-KYC করা থাকলে সেই পরিবারটিরই সুবিধা হবে। কারণ পরিবারের ই-কেওয়াইসি সম্পন্ন করা একমাত্র সদস্য কোনও কারণে অনুপস্থিত থাকলে পুরো পরিবারই রেশন (Ration Card) থেকে বঞ্চিত হতে পারে।

PM Kisan (প্রধানমন্ত্রী কিষান যোজনা)

তাই সকলের E-KYC করা থাকলে এই সমস্যা এড়ানো সম্ভব। সব রেশন গ্রাহক দের E-KYC প্রক্রিয়া সম্পন্ন করার জন্য খাদ্যদপ্তর বারবার নির্দেশ দিয়েছে। প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রথম দিকে এজেন্সি নিয়োগ করে বাড়ি বাড়িও যাওয়া হয়। এলাকাভিত্তিক বিশেষ শিবির খোলা হয়েছিল একাধিক দফায়। তাও অনেকে করেন নি। তাই এবার নবান্ন সূত্রে রেশন (Ration Card) ডিলারদের মাধ্যমে দোকানে ও বাড়িতে গিয়ে E-KYC প্রক্রিয়া সম্পন্ন করার বিজ্ঞপ্তি জারি হয়।

সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা, কালীপুজোর আগে চূড়ান্ত সিদ্ধান্ত।

এজন্য অতিরিক্ত কমিশন দেওয়া হয় ডিলারদের। খাদ্যদপ্তরের (Ration Card) অফিস এবং BSK (Bangla Sahayata Kendra) গুলিতেও এটা করা যায়। তা সত্ত্বেও বহু সংখ্যক গ্রাহকের E-KYC বাকি কেন, সেই প্রশ্ন উঠেছে বার বার। তবে এও বলা হচ্ছে, আধার আপডেট (Ration Card Link With Aadhaar Card) না থাকা বা শারীরিক অসুবিধার কারণে অনেক গ্রাহক E-KYC করতে পারছেন না।
Written by Ananya Chakraborty.

Aadhaar Card Update – আধার কার্ড দেখতে বাড়িতে আসছে সরকারি আধার কর্মীরা। নিয়ম কানুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *