অর্থনীতি

UPI Payment: মুখ দেখালেই হয়ে যাবে UPI-র টাকা লেনদেন! নতুন ভাবনা জানালো NPCI

যত দিন এগোচ্ছে যুগ বদলাচ্ছে মানুষও নিজেদের পাল্টাচ্ছে। আমাদের দেশও ধীরে ধীরে ডিজিটাল (UPI Payment) হচ্ছে। এখনকার ডিজিটাল যুগের সবথেকে বড় হাতিয়ার হল UPI (Unified Payment Interface). সারা দেশ জুড়ে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে এই অনলাইন লেনদেন প্ল্যাটফর্ম (Online Payment Platform). শুধু যে দেশ জুড়ে জনপ্রিয় হয়েছে তা নয় এর চর্চা ফ্রান্সের প্যারিস থেকে টেক হাব আমেরিকার সিলিকন ভ্যালি পর্যন্ত।

Revolutionary Change On UPI Payment in India.

এখন এই লেনদেনের পদ্ধতিতে আরো উন্নত করতে চলেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payment Corporation of India). এবার এই প্রযুক্তিকে আরো উন্নত করে তোলার জন্য ফেস আইডি বসানোর চিন্তা ভাবনা করছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এবার মুখ দেখালেই বা ফোনের বায়োমেট্রিক (UPI Payment on Biometric) ব্যবহার করলেই হয়ে যাবে লেনদেন।

বায়মেট্রিকের মাধ্যমে হবে UPI পেমেন্ট!

এখন আমাদের দেশের বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারী মানুষ এই UPI Payment করেন। কারন এই পদ্ধতিতে লেনদেন করা খুব সহজ আর নিরাপদও। মুদির দোকানে স্বল্প মূল্যের বাজার হোক আর শপিং মলের বিল মেটানো এই পদ্ধতির মাধ্যমে পেমেন্ট করলে সময়ও লাগে কম ঝট করে টাকা লেনদেন করা যায়। যত দিন এগোচ্ছে এই UPI ব্যবহারকারীর সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে।

UPI Payment Using Face ID

বর্তমানে UPI এ লেনদেন করার জন্য একটি পিন দিতে হয় গ্রাহকদের। যদিও বেশ কয়েকটি ফিনটেক অ্যাপ UPI Lite চালু করেছে। যেখানে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা অব্দি লেনদেন করলে কোনো পিন (UPI Pin) দিতে হয় না। এই গোটা বিষয়টিতে আরো স্বচ্ছ করে তোলার জন্যে এই প্রযুক্তির উপরে কাজ করতে চলেছে কেন্দ্রীয় সংস্থা। Android Mobile এ ফেস আইডি আর আর আইফোন বায়োমেট্রিক দিলেই UPI Payment করা যাবে।

Fixed Deposit Interest Rate (ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ল)

কেন এই পদ্ধতি চালু করতে চাইছে NPCI?

বর্তমানে এই ডিজিটাল লেনদেন ঘিরে খুব আর্থিক প্রতারণা হচ্ছে। আর তাই এই নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র সরকার। গ্রাহকদের উপার্জিত অর্থ ছিনতাই করছে জালিয়াতরা। আর এই মুহুর্তে এই চার বা ছয় ডিজিটের পেমেন্ট পিনের মাধ্যমে UPI Payment করতে হয়। এই পিন জানার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সাইবার জালিয়াতিরা। আর এরই জায়গায় যদি ফেস আইডি বা বায়োমেট্রিক দিয়ে লেনদেন করা যায় তাহলে কিছুটা হলেও প্রতারণা বন্ধ করা যাবে।

Personal Loan নাকি Credit Card Loan? কোন ঋণ নিলে সুদ কম দিতে হবে

তবে কবে থেকে এই পদ্ধতি UPI Payment App গুলোতে চালু হবে তা নিয়ে এখন কোনো কিছু স্পষ্ট করে জানায়নি কেন্দ্রীয় সংস্থা। বর্তমানে ভারতে Google Pay, Phone Pe, Amazon Pay, Paytm-র মত UPI App গুলোর আধিপত্য বেশি। আশা করা হচ্ছে এই পদ্ধতি চালু হলে এই অ্যাপ গুলো গ্রাহকদের এই পরিষেবা দিতে পারবে। তবে এই পরিষেবা কতটা নিরাপদ হবে তাই এখন দেখার।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *