BIS Recruitment 2024 – রাজ্যে ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইনে তাড়াতাড়ি আবেদন করুন
চাকরি প্রার্থীদের জন্য দারুন খবর। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস দফতরে কর্মী নিয়োগ (BIS Recruitment 2024) করা হবে। এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেল। যারা চাকরি খুঁজছেন এবং মোটা অঙ্কের বেতনের চাকরি খুঁজছেন তাদের জন্যে এই চাকরির খবর। কিভাবে আবেদন করবেন? কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন? এই সব নিয়েই আজ আপনাদের সাথে আলোচনা করব।
BIS Recruitment 2024.
বর্তমানে আমাদের সমাজে ভালো চাকরি পেতে সকলেই চায় এবং সেই চাকরি সরকারি চাকরি হলে তো আর কোন কথা নেই। কিন্তু সকলেই যে ভালো কাজ পাবে এমনটা নয়। কিন্তু আজকে যারা ভালো কাজ করতে চাইছেন তারা ক্রেতা সুরক্ষা দপ্তরে চাকরির (BIS Recruitment 2024) জন্য আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখে নিয়ে আবেদন করে নিতে পারবেন।
ক্রেতা সুরক্ষা দপ্তরে চাকরি
এখানে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। আর এই BIS Recruitment 2024 সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ুন বুঝুন এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিয়ে সকল চিন্তা করে নিয়ে আবেদন করুন। আর এই আবেদন করার আগে আপনারা এই সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে আপনারা আগে জেনে নিন।
BIS কি?
BIS বা Bureau of Indian Standards হল আমাদের দেশের সকল মানুষরা যাতে উচ্চ গুনমান সম্পন্ন জিনিস পায় এবং তাদেরকে কিছু অসাধু ব্যবসায়ী দ্বারা ঠকানো না হয়। এই কারণের জন্য BIS Recruitment 2024 এর মাধ্যমে কিছু কর্মী নিয়োগ করা হবে দেশের বিভিন্ন স্থানে যাতে তারা এই সকল কাজ দেখার মাধ্যমে গ্রাহকদের স্বার্থ ও সুরক্ষা সুরক্ষিত করতে পারে।
BIS Recruitment 2024 Vacancy & Post Name
এই চাকরিতে যে সব পদে নিয়োগ করা হবে সে গুলো হল IRO, KKBO-I, KKBO তে তরুন পেশাদার, ইস্ট ক্যাটারিং এর জন্যে তরুন পেশাদার, গুয়াহাটি ক্যাটারিং এর জন্যে তরুন পেশাদার, পাটনা এবং জামশেদপুরের খাবারের জন্য তরুন পেশাদার, ভুবনেশ্বর এবং রায়পুরের খাবারের জন্যে তরুন পেশাদার। এই পদ গুলোতে মোট 5 জনকে নিয়োগ করা হবে।
BIS Recruitment 2024 Age and Salary
এই পদ গুলোতে আবেদন করার জন্যে প্রার্থীর বয়স হতে হবে 35 বছরের মধ্যে। এই পদ গুলোতে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 02/06/2024 তারিখ অনুসারে হিসেব করা হবে। এই বিষয়ে আরো জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি (BIS Recruitment Official Notification) দেখে নিন। পদ গুলোতে যাচাই করনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 70,000 টাকা বেতন দেওয়া হবে।
BIS Recruitment 2024 Quaification
যে সব প্রার্থীরা আবেদন করবেন বলে ভাবছেন তাদের যোগ্যতা থাকতে হবে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে 60% নম্বর সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 60% নম্বর সহ যে কোনো বিষয়ে স্নাতক (Graduate), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (Diploma in Engineering), বিই (B.E), বিটেক (B.Tech) ডিগ্রি অর্জন করতে হবে।
How BIS Recruitment 2024 is Happen
এই পদ গুলোতে নিয়োগ করার জন্যে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে যে সব প্রার্থীরা চাকরি পাবেন তাদের 2 বছরের চুক্তিভিত্তিতে নিয়োগ (Contractual Recruitment) করা হবে। আর এর পরে পার্মানেন্ট চাকরিও দেওয়া হতে পারে যোগ্যতার ওপরে ভিত্তি করে।
BIS Recruitment 2024 Online Apply
- অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের।
- প্রথমে BIS সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Registration করতে হবে।
- এরপরে সঠিক ভাবে আবেদন পত্র পূরণ করতে হবে।
- এরপরে সব নথি পত্র সঠিকভাবে আপলোড করতে হবে।
- আর শেষ তারিখের আগে আবেদন করতে হবে।
অবশেষে রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় ঘোষণা! দীর্ঘ অপেক্ষার অবসান হল
এই চাকরির তথ্য চাকরি প্রার্থীদের কাজের উদ্দেশ্যেই দেওয়া হয়। আমরা কোনো নিয়োগ সংস্থা নই অথবা কোনো নিয়োগ পরিচালনা করিনা। আমরা সব সময় আপনাদের নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। তবুও যদি কোনো তথ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমরা ক্ষমা প্রার্থী। তাই অবশ্যই BIS Recruitment 2024 এ আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি যাচাই করে তারপরে আবেদন করুন।
Written by Ananya Chakraborty.