ATM Card – ATM কার্ড নিয়ে RBI এর ঘোষণা। নভেম্বর থেকে আর কাজ করবে না, এই সমস্ত এটিএম কার্ড। আজই ব্যাংকে যান।
এই চলতি যুগে ATM Card দিয়ে বেশিরভাগ মানুষ টাকা তোলেন। এতে টাকা তোলা খুবই সহজ, তবে এইবার শোনা যাচ্চে নভেম্বর মাস থেকে দেশের এই ব্যাংকের এটিএম কার্ড বন্ধ হয়ে যাবে। সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকরা আর ডেবিট কার্ডের (Debit Card) মাধ্যমে আর্থিক লেনদেন তো করতে পারবেনই না, এমনকী ATM থেকে টাকাও তুলতে পারবেন না। আগামী 31 শে অক্টোবর এর পর থেকেই নিষ্ক্রিয় হতে পারে ডেবিট কার্ড।
ATM Card Rule Change From November.
এর ফলে ATM থেকে টাকাও তুলতে পারবেন না গ্রাহকরা। হাতে আর বেশি দিন নেই। এই কথা শুনে ভয় পেতে পারেন এই ব্যাঙ্ক এর গ্রাহকরা। তবে ভয় বা বিচলিত হওয়ার কারন নেই। যাতে ATM Card বন্ধ না হয় তার উপায় আছে। এই লজ করতে পারলে আপনার ডেবিট কার্ড বন্ধ হবে না। এই প্রসঙ্গেই বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India).
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Bank Of India) তরফে একটি ট্যুইট করা হয়েছে। তাতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে, গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই জরুরি তথ্য প্রদান করা হচ্ছে। নির্দেশিকা অনুযায়ী, ডেবিট কার্ডের (ATM Card) পরিষেবা সচল রাখতে বৈধ মোবাইল নম্বর রেজিস্টার করা বাধ্যতামূলক। আর তা করার জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখায় আগামী 31শে অক্টোবর, 2023 তারিখের মধ্যে যেতে হবে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের এই তারিখের মধ্যে তাদের নিকটবর্তী শাখায় যেতে হবে। এবং নিজের বৈধ মোবাইল নম্বরটি সেখানে রেজিস্টার করতে হবে। আর সেটা না করানো বলে ডেবিট কার্ডটি অচল হয়ে যাবে। আর কেউ যদি অনলাইন কিংবা এটিএম (ATM Card) এর মাধ্যমেও এই কাজ করতে চান তাহলে সেটাও করতে পারেন। তবে যারা সেটা পারবেন না, তাদের ব্যাঙ্কেই যেতে হবে।
বৈধ মোবাইল নম্বর ব্যাঙ্কে জমা দিতে বা মোবাইল নম্বর পরিবর্তন করতে হলে একটি ফর্ম প্রথমে পূরণ করতে হবে। এই ফর্মে আপনার বৈধ মোবাইল নম্বর দিতে হবে এবং ফর্মের সঙ্গে পাসবুক ও আধার কার্ডের ফটোকপিও জমা দিতে হবে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ATM Card থেকে কত বারে টাকা তোলা যায়?
সারা দেশে এই ব্যাঙ্ক এর প্রচুর ATM আছে।
Toto Service – দিনে রাতে শুধু এই সময়ে চলবে টোটো। কোন টোটো গুলো রাস্তায় বেরোলেই ফাইন?
BOI এর ATM Card থেকে 10 বার বিনা চার্জে টাকা তুলতে পারবেন। তবে এই সময় পেরিয়ে গেলে ব্যাঙ্ক থেকে 21 টাকা চার্জ করা হয়। অতএব , যাদের যাদের ব্যাঙ্ক এ নিজেদের বৈধ মোবাইল নম্বর দেওয়া নেক তারা ঝটপট নিজেদের এলাকার BOI এর ব্রাঞ্চে গিয়ে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে ফেলুন। নইলে আপনারা এই গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে বঞ্চিত হতে চলেছেন।
Lakshmir Bhandar – লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট বড় ঘোষণা। মা বোনেদের পুজোর বোনাস।