Employee Benefits: সরকারি কর্মীদের ‘লক্ষ্মীলাভ’ পুজোর আগেই! বোনাস নিয়ে বড় আপডেট
সরকারি কর্মীদের বোনাস (Employee Benefits) বৃদ্ধি নিয়ে এক বড় আপডেট পাওয়া গেল। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যেতে চলেছে উৎসবের মরশুম, আর ইতিমধ্যেই সাজ সাজ রব দেখা যাচ্ছে সকলের মনে। এছাড়াও কবে থেকে ছুটি শুরু হবে এই চিন্তা শুধুমাত্র সরকারি কর্মীরাই নয় এরই সঙ্গে সকল মানুষেরা ছুটির অপেক্ষায় রয়েছেন।
Government Employee Benefits
আর পুজো হলে সকলেই কিছু অতিরিক্ত বোনাসের আশা করে থাকেন (Employee Benefits). আর এই সকল কিছুর মধ্যে সরকারি কর্মীদের জন্যে ভালো খবর আসবে, অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, দীপাবলি অর্থাৎ কালীপূজার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাবেন বড় খবর।
সরকারি কর্মীদের বোনাস বৃদ্ধি
লক্ষাধিক কেন্দ্র সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা বোনাস। এই বোনাস সব কেন্দ্র সরকারি কর্মীরা পাবেন না। সম্প্রতি রাজধানী দিল্লিতে রেলওয়ে কর্মচারিদের একটি দল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করেছেন। সেখানে বোনাসের (Bonus Hike Employee Benefits) ব্যাপারে দুই পক্ষের সাথে আলোচনা হয় বলে জানা যাচ্ছে।
আলোচনায় কি বলা হয়েছে?
জানা যাচ্ছে আলোচনায় বোনাসের হিসেব ষষ্ট বেতন কমিশনের বদলে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে করার কথা বলা হয়েছে। ভারতীয় রেলের মহাসচিব সর্বজিৎ সিং একটি চিঠিতে দাবি করেছেন, প্রত্যেক মাসের নূন্যতম মাইনে অনুযায়ি গণনা করতে হয় যা কিনা সপ্তম বেতন কমিশনের সুপারিশ। রেলের কর্মচারি মহা সংঘের সূত্র থেকে জানা যাচ্ছে, সপ্তম বেতন কমিশনের অধীন রেলওয়ে কর্মীদের নূন্যতম বেতন হল 18000 টাকা (Employee Benefits).
2016 সালের 1 লা জানুয়ারি থেকে এই মাইনে পাচ্ছে। তাই সেই দিক থেকে দেখলে বোনাস দেওয়ার ক্ষেত্রে ষষ্ট বেতন কমিশনের সুপারিশ মানাটা আদতে কর্মীদের সঙ্গে অন্যায় বলে দাবি করেছেন অনেকে। ভারতীয় রেলের কর্মচারি (Railway Employee Benefits) মহা সংঘের তরফ থেকে জানান হয়েছে করোনার সময়ও রেলের কর্মীরা সুষ্ঠভাবে তাদের কাজ করেছেন। ওই ত্রৈমাসিক রিপোর্ট বলছে তাদের দুর্দান্ত কাজই আয় বেশ কয়েক গুন বাড়িয়ে দিয়েছিল।
এই বিষয়ে মহা সংঘ বিশেষভাবে জোর দিয়েছে বলে চিঠিতে জানিয়েছে মহাসচিব। এই অবস্থায় সরকারি দিশা নির্দেশের অধীন রেলের কর্মচারিদের 78 দিনের মাইনের সমান বোনাস পাওয়া দরকার। সেই হিসেবে 7000 মাসিক নূন্যতম বেতনের অধীন 17951 টাকা হচ্ছে। যা কিনা কোনো রেলকর্মীর বাস্তব বেতনকে প্রতিফলিত করে না। বর্তমানে রেলের কর্মীদের নূন্যতম বেতন 18000 টাকা।
এই দিকে 78 দিনের বেতন দাঁড়াচ্ছে 17951 টাকা। যা এক মাসের মাইনের থেকেও কম। সেক্ষেত্রে ভারতীয় রেলের কর্মচারি মহা সংঘের মহাসচিব নিজের চিঠিতে জানিয়েছেন, বর্তমানে রেলের কর্মীদের নূন্যতম বেতন 18 হাজার টাকা। সেই হিসেবে 78 দিনের বেতন দাঁড়াচ্ছে 46159 টাকা। এক্ষেত্রে সরকার যদি তাদের দাবি মেনে নেয় তাহলে 28208 টাকা বেশি পাবেন রেল কর্মীরা। এখন কেন্দ্র সরকার কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।
Written by Ananya Chakraborty.