চাকরির প্রস্তুতি

BSF Recruitment 2024 – বিএসএফ নিয়োগ 2024. পার্মানেন্ট সরকারি চাকরির সুবর্ণ সুযোগ

সমগ্র ভারতের সকল সরকারি চাকরি পাওয়ার জন্য ইচ্ছুক প্রার্থীদের জন্য BSF Recruitment 2024 বা বিএসএফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এই চাকরির মাধ্যমে দেশ সেবা এবং নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করার সুযোগ পাবেন। যাদের BSF (Border Security Force) এর চাকরি করা স্বপ্ন, অধীর আগ্রহে বসে থাকেন কবে BSF এর কর্মী নিয়োগ শুরু হবে তাদের জন্যে এসেছে সুখবর।

BSF Recruitment 2024.

ইতিমধ্যেই তৃতীয় বারের জন্য শপথ নিয়ে ফেলেছেন নরেন্দ্র মোদী। আর এবারে নতুন করে অনেক কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ পেতে চলেছে দেশের সকল যুব সমাজ সেইটাই মনে করা হচ্ছে। আর এবারে এই BSF Recruitment 2024 এর সকল রকমের খুঁটিনাটি সম্পর্কে জেনে নেওয়া যাক, যার মাধ্যমে আপনারা সকল তথ্য জেনে নেওয়ার মাধ্যমে এই আবেদন করতে পারবেন।

BSF কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

BSF Recruitment 2024 শুরু হয়েছে। এই নিয়োগ মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়াও আরও কয়েকটি পদ ITBP, অসম রাইফেলস (Assam Rifle) আরো অনেক শূন্যপদ। আর আজকের এই আলোচনাতে আমরা মুলত বিএসএফে চাকরি সম্পর্কে জেনে নেব। তাহলে চলুন দেখে নিন আবেদনের শেষ তারিখ, আবেদন করার পদ্ধতি, যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া এই সব এর ব্যাপারে।

বিএসএফ নিয়োগে মোট শূন্যপদ ও আবেদনের তারিখ

BSF এ মোট 1526 টি শূন্যপদে নিয়োগ করা হবে। যারা এই পদ গুলোতে আবেদন কর্তে চান তাদের 4 ঠা জুলাই 2024 এর মধ্যে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর সমগ্র দেশে এই নিয়োগ করা হবে। মুলত বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান ও মায়ানমারের সঙ্গে ভারতের বর্ডারে এই নিয়োগ (BSF Recruitment 2024) করা হবে বলেই মনে করছেন অনেকে।

BSF চাকরিতে আবেদন করার জন্য যোগ্যতা

CAPE HC মিনিস্ট্রিয়াল – যারা এই পদের জন্য আবেদন করতে চান তাদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে।
CAPE ASI – এই পদের জন্য যারা আবেদন (BSF Recruitment 2024) করতে চান তাদের ও উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আর টাইপিং এর অভিজ্ঞতা থাকতে হবে।

BSF কিভাবে অনলাইন আবেদন পদ্ধতি?

BSF Recruitment 2024 জন্য আবেদন করার জন্যে BSF এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর আবেদনের লিংকে ক্লিক করে লগ ইন করতে হবে। লগইন করার পর প্রয়োজনীয় নথিপত্র দিয়ে ফর্ম পূরণ করতে হবে। সব তথ্য দেওয়ার পর আবেদন পত্র আর একবার যাচাই করে নেবেন যাতে কোনো ভুল না হয়। তারপরে অনলাইন পেমেন্টের মাধ্যমে ফী জমা করুন। আর আবেদনপত্রের কপি নিজের কাছে রাখবেন। এই পদ গুলোতে আবেদন করার জন্যে সাধারন শ্রেনীর প্রার্থীদের দিতে হবে 100 টাকা। আর SC, ST দের জন্য কোনো টাকা লাগবে না।

IBPS Recruitment (গ্রামীণ ব্যাংক নিয়োগ)

বিএসএফ চাকরিতে কিভাবে নিয়োগ করা হবে?

1) BSF Recruitment 2024 এর প্রথম ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে।
2) সেটা পাস করলে শারীরিক পরীক্ষা নেওয়া হবে।
3) সেটা পাস করলে তৃতীয় পর্যায়ে দক্ষতা পরীক্ষা নেওয়া হবে যার মধ্যে থাকবে স্টেনো ও টাইপিং।
4) চতুর্থ পর্যায়ে সব নথিপত্র যাচাই করা হবে।
5) এর পরে ফিটনেস যাচাই করার জন্যে মেডিক্যাল পরীক্ষা নেওয়া হবে। এই সব পরীক্ষায় পাস করলে আপনাকে চাকরিতে নিয়োগ করা হবে।

ডেবিট কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলতে পারবেন। এই উপায়টি জেনে নিন

আর এই সকল পদ্ধতি অনলম্বন করার মাধ্যমে আপনারা খুবই সহজে এই BSF Recruitment 2024 এর জন্য আবেদন করে নিতে পারবেন এবং আপনারা সিলেক্ট হলে আপনাদের পার্মানেন্ট সরকারি চাকরিও পেয়ে যাবেন। আর এবারে এই সম্পর্কে আপনাদের মন মত থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সঙ্গে থাকুন এই ধরতনের আরও খবরের আপডেট পাওর জন্য, ধন্যবাদ।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *