চাকরির প্রস্তুতি

BSK Recruitment – বাড়িতে কম্পিউটার থাকলেই চাকরির সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। বিস্তারিত জেনে নিন।

বেকার যুবক যুবতিদের জন্য সুযোগ! চাকরির (BSK Recruitment) জন্যে হন্ন হয়ে ঘুরে বেড়াচ্ছেন? আপনি কী কম্পিউটার জানেন? তাহলে এই খবর আপনার জন্যে। রাজ্য সরকার চাকরির খবর নিয়ে এসেছে বেকার ছেলে মেয়েদের জন্যে। যারা কম্পিউটার চালাতে যানে এবং যাদের কাছে ল্যাপটপ বা ডেস্কটপ আছে তাহলে এই চাকরি আপনি করতে পারবেন। এর মধ্যে রাজ্যের একাধিক জায়গায় বাংলা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

BSK Recruitment Latest News In West Bengal.

এবার রেশনের দোকান গুলোতে বাংলা সহায়তা কেন্দ্র (BSK Recruitment) খোলার ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য। এই নিয়ে একটি খাদ্য দফতর প্রতিটি রেশনের দোকানে বাংলা সহায়তা কেন্দ্র খোলার জন্যে একটি প্রস্তাব এর মধ্যেই নিয়ে ফেলেছে আর এই বিষয়ে প্রস্তাব মুখ্যমন্ত্রী র কাছে পাঠানো হয়েছে। এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

এখনো পর্যন্ত রাজ্যের 23টি জেলায় বর্তমানে সময়ে 3600 বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। সেখানে মোট 7120 এরও বেশি মানুষ কাজ করছে। রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে BSK (Bangla Sahayata Kendra) স্থাপনের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলে খবর। এদিকে এই রেশনের দোকানে সহায়তা কেন্দ্র (BSK Recruitment) খোলার পিছনে সরকারের একটি বিশেষ ট্রাটেজি রয়েছে।

Bank Holidays (ব্যাংকে ছুটি)

রেশন তোলার জন্য আমজনতাকে রেশনের দোকানে আসতে হয় সেখানে যদি এই বাংলা সহায়তা কেন্দ্র পরিষেবা খোলা হয় তাহলে সহজেই মানুষ সেখানে ভিড় জমাবেন আর এক্ষেত্রে ডিলাররাও কিছুটা হলো টাকার মুখ দেখবেন এবং তাদের আয়ও বাড়বে। তবে এই বঙ্গ সহায়তা কেন্দ্র (BSK Recruitment) চালু করার জন্যে পরিকাঠামো গত এবং পরিচালন ব্যয় সংক্রান্ত সব কিছুই ডিলারকেই বহন করতে হবে।

সরকারি কর্মীদের জন্য দীপাবলির অগ্রিম বোনাস ঘোষণা করলো সরকার, কবে টাকা ঢুকবে? জেনে নিন।

একাধিক জায়গায় যদি বাংলা সহায়তা কেন্দ্র (BSK Recruitment) চালু করা হয় তাহলে সেখানে সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে। এবং এর জন্য কিছু মানুষকে নিয়োগ করতে হবে। সেক্ষেত্রে এখানে কর্মসংস্থানের অনেকটাই সুযোগ চোখে পড়ছে। কমন সেন্টার এবং বাংলা সহায়তা কেন্দ্র একাধিক জায়গায় খোলা হলে যারা কম্পিউটার জানেন সেই সকল বেকার যুবক যুবতীদের জন্যে চাকরির বড় সুযোগ থাকবে।

Jan Dhan Yojana – জনধন একাউন্ট থাকলে কেন্দ্র সরকার দিচ্ছে 10,000 টাকা। কিভাবে পাবেন জেনে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *