BSNL Bharat Fiber: আবার ফ্রি ইন্টারনেট পাবে গ্রাহকরা টানা 1 মাস! BSNL-র দাপটে ধরাশায়ী Jio, Airtel
ফের নতুন বছরের শুরুর আগেই ফ্রি ইন্টারনেট (BSNL Bharat Fiber Free Internet) নিয়ে দারুণ খবর গ্রাহকদের জন্য। আমরা সকলেই জানি যে রিলায়েন্স জিওর (Reliance Jio) তরফে কোটি কোটি গ্রাহকদের বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হয়েছিল বিগত কিছু বছর আগে। আর এখন যেই সকল মানুষদের কাছে 5G মোবাইল আছে তারা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারে।
BSNL Bharat Fiber Free Internet Recharge Plan 2025
সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল বিগত কয়েক বছর ধরে চমকপ্রদ রিচার্জ অফার দিয়ে আসছে আম জনতাকে। সম্প্রতি যখন জিও ও এয়ারটেল তাদের রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বৃদ্ধি করেছিল, সেই সময় বিএসএনএলের কম রিচার্জ প্ল্যানে অনেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন এবং অনেক গ্রাহক নতুন করে বিএসএনএলে পোর্ট করিয়েছিলেন। বর্তমানে বিএসএনএলের গ্রাহক সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
BSNL Broadband Internet 2025
যখন জিও বা এয়ারটেলের মতন টেলিকম কোম্পানি গুলো রিচার্জ প্যাকেজে অনেকটাই দাম বৃদ্ধি করেছে, সেই একই পথে হাটেনি BSNL. এখনো পর্যন্ত কম রিচার্জ প্ল্যানের মধ্যে দুর্দান্ত অফার দিচ্ছে বিএসএনএল। নতুন বছর শুরুর আগে বিএসএনএল দুর্দান্ত রিচার্জ প্যাকেজ এনেছে যা শুনলে আপনি চমকে যাবেন। আপনি যদি একজন বিএসএনএল গ্রাহক হয়ে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
BSNL ফ্রি ইন্টারনেট প্ল্যান
বিএসএনএল গ্রাহকরা পেয়ে যাচ্ছেন বিনামূল্যে ইন্টারনেটের সুযোগ। হ্যা, ঠিকই শুনছেন। এক মাস সম্পূর্ণ ফ্রি ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাচ্ছেন আপনি। যে সমস্ত গ্রাহকরা বিএসএনএলের ব্রডব্যান্ড কানেকশন নিয়েছেন, তাদের জন্য এই বিশেষ অফার। তিন মাসের জন্য ‘ফাইবার বেসিক নিও’ বা ‘ফাইবার বেসিক’ প্ল্যানে যদি আপনি রিচার্জ করেন।
তাহলে এক মাস সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। এই বিশেষ অফারটি থাকছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তাই এই সুবিধা পেতে হলে ঝটপট রিচার্জ করুন। ফাইবার বেসিক নিও এই প্ল্যানে রিচার্জ প্যাকেজের দাম পড়বে ৪৪৯ টাকা। আর এই দুই প্ল্যানের সুবিধা সম্পর্কে এখনই জেনে নিন তাহলে আরও সুবিধা হবে সকলের।
আবার শুরু হচ্ছে পাশ ফেল প্রথা! শিক্ষা মন্ত্রকের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হল?
BSNL Fiber Plan Other’s Benefit
১) 30 Mbps স্পিডে ইন্টারনেট সার্ফ করার সুযোগ, এছাড়া 50 Mbps স্পিডে ইন্টারনেট ব্যবহারের অ্যাক্সেস।
২) এক মাসে 3300 GB ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
৩) এছাড়াও থাকছে কভারেজ এরিয়া থেকে বিনামূল্যে ফোন কল করার সুবিধা।
৪) বর্তমানে বিএসএনএল গ্রাহকদের জন্য নিত্য নতুন রিচার্জ প্যাকেজ আনছে তাও আবার খুবই স্বল্প মূল্যে।
৫) আপনি যদি একজন BSNL গ্রাহক হয়ে থাকেন, তাহলে ৩১ ডিসেম্বরের আগে রিচার্জ করে এই সুবিধা উপভোগ করুন।
Written by Shampa Debnath