টেলিকম

Recharge Plan 2025: নতুন বছরে রিচার্জ প্ল্যান নিয়ে সুখবর গ্রাহকদের। BSNL, Jio, Airtel গ্রাহকরা দেখুন

অবশেষে ২০২৪ সালকে বিদায় জানিয়ে আমরা ২০২৫ কে স্বাগত জানিয়েছি। আর এবারে রিচার্জ প্ল্যান (Recharge Plan 2025) নিয়ে বছরের প্রথম দিনেই দারুণ সুখবর পাওয়া গেল। এখন মোবাইল ফোন ছাড়া একদমই চলা যায় না, আর কিছুদিন আগে সকল বেসরকারি টেলিকম কোম্পানি গুলোর তরফে এই দাম বৃদ্ধি কড়া হয়েছিল এবং এতে গ্রাহকদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

Recharge Plan 2025 with Unlimited 5G Data

বছরের শুরুতেই বিভিন্ন টেলিকম কোম্পানি গুলো রিচার্জ প্ল্যানে কিছু পরিবর্তন আনে। এমনভাবেই গ্রাহকদের জন্য নতুন বছরে বিশেষ রিচার্জ প্ল্যান উপহার দিতে চলেছে এক টেলিকম কোম্পানি। দেশের সবচেয়ে পুরনো সরকারি টেলিকম কোম্পানি BSNL (Bharat Sanchar Nigam Limited). আর সকল বেসরকারি কোম্পানির তরফে এই দাম বৃদ্ধি করে দিলেও এই রাষ্ট্রায়ত্ত কোম্পানির তরফে এই টাকাও দাম বৃদ্ধি কড়া হয়নি।

রিচার্জ প্ল্যান ২০২৫

কিছু মাস আগে যখন জিও এবং এয়ারটেল টেলিকম কোম্পানি রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছিল, তখনো BSNL গ্রাহকদের কথা চিন্তা করে রিচার্জ প্ল্যানের দাম অপরিবর্তিত রেখেছিল। বর্তমানে BSNL গ্রাহকের সংখ্যা বেশ অনেকটাই। বছরের শুভারম্ভে বিএসএনএল গ্রাহকদের জন্য অধিক সস্তায় রিচার্জ প্ল্যান (New Recharge Plan) নিয়ে এসেছে।

New Year Jio Recharge Plan

এটি এমন একটি রিচার্জ প্ল্যান, এই রিচার্জ প্ল্যানে আপনি যদি একবার রিচার্জ করেন, তাহলে সারা বছরের রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পাবেন। গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। যে সমস্ত গ্রাহকরা একবারই রিচার্জ করা পছন্দ করেন, তাদের জন্য এই প্ল্যানটি খুবই উপযোগী হবে। ৪২৫ দিনের মেয়াদে এটি একটি দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান।

সাশ্রয়ী মূল্যে দীর্ঘমেয়াদি প্ল্যান এর মধ্যে এই প্ল্যানটি খুবই পছন্দের হতে চলেছে। দীর্ঘমেয়াদি সুযোগ সুবিধা ছাড়াও এই প্ল্যানে রিচার্জ করলে আপনি অনেক অফার পাবেন। BSNL-র যে নতুন প্রিপেড প্ল্যানের কথা বলা হচ্ছে, এই রিচার্জ করতে হলে খরচ পড়বে 2398 টাকা। তাহলে গ্রাহকদের কম খরচে অনেকটা বেশি সুবিধা হবে বলেই মনে করছেন অনেকে।

Gold Price Today (আজকের সোনার দাম)

425 Recharge Plan Benefits

  • ব্যবহারকারীরা এই রিচার্জ প্ল্যানে রিচার্জ করলে সমস্ত নেটওয়ার্কের জন্য আনলিমিটেড কলিং সুবিধা পাবেন।
  • 850 GB ডেটা পাওয়া যাবে অর্থাৎ আপনি প্রতিদিন 2 GB ডেটা ব্যবহার করতে পারবেন।
  • দৈনিক ডেটা সীমা শেষ হওয়ার পরে, আপনার ইন্টারনেট গতি বন্ধ হয়ে যাবে না।
  • ডেটা শেষ হওয়ার পরেও আপনি প্ল্যানে 40 Kbps ইন্টারনেট গতি পাবেন।
  • প্রতিদিন 100 টি বিনামূল্যে SMS করার সুযোগ পাবেন।

নতুন বছরে লটারি জেতার ফর্মুলা 2025. লটারি কাটার টেকনিক জেনে পুরস্কার জিতুন

আপাতত এই রিচার্জ প্ল্যানটি জম্মু কাশ্মীর রাজ্যের জন্য চালু হয়েছে। পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যের গ্রাহকদের জন্যও খুব শীঘ্রই এই প্ল্যান চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি একজন গ্রাহক হয়ে থাকেন, তাহলে এই প্ল্যান চালু হলে উপকৃত হবেন আপনিও। ভারত সঞ্চার নিগম লিমিটেডের গ্রাহকদের জন্য এই স্কিমের মাধ্যমে অনেকটাই সুবিধা হবে।
Written by Shampa debnath

Related Articles