টেলিকম

BSNL-র এই প্ল্যান টেক্কা দিচ্ছে Jio-Airtel কে! গ্রাহকদের সামনে গোল্ডেন সুযোগ

ভারতের বড় রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি হল BSNL এবং বেসরকারি ক্ষেত্রে বড় টেলিকম কোম্পানি হল Reliance Jio, এরপরে আছে এয়ারটেল ও VI. বর্তমানে দেশের সব বেসরকারি কোম্পানি গুলোকে নাকানি চোবানি খাওয়াচ্ছে দেশের সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (Bharat Sanchar Nigam Limited). কয়েক মাস আগেই এই 3 টি বেসরকারি টেলিকম সংস্থা রিচার্জ প্যাক গুলোর দাম (Mobile Recharge Plan) বাড়িয়েছে।

BSNL New Recharge Plan Before Diwali 2024

আর তাতে সাধারন মানুষদের মাথায় হাত পড়েছে। এমনিতেই মূল্য বৃদ্ধি তার উপরে মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি এতে নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারন মানুষদের। আর এই সুযোগ নিচ্ছে বিএসএনএল। তারা সাশ্রয়ি মূল্যের অনেক প্যাক নিয়ে এসেছে। আর তাই বহু মানুষ জিও, এয়ারটেল, VI (Vodafone Idea)-র সঙ্গ ছেড়ে BSNL-র সাথে যুক্ত হচ্ছে।

Diwali Recharge Plan

আপনিও যদি BSNL-র গ্রাহক হয়ে থাকেন এবং সস্তায় বেশি দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান সম্পর্কে জানতে চান তাহলে আজকেই এই প্রতিবেদন দেখুন। সকল বেসরকারি কোম্পানি গুলোর তরফে দাম বাড়ানোর পর থেকে অনেকেই পোর্ট করে বিএসএনএলে চলে এসেছেন নিজেদের খরচ বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে। এই নতুন প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

নতুন রিচার্জ প্ল্যানে ডবল সুবিধা!

আজ আপনাদের সাথে আজকে বিএসএনএলের এমন একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে আলোচনা করব যাতে আপনারা 3 মাসের ভ্যালিডিটি একদম কম দামে পাবেন। মাত্র 200 টাকা খরচ করলেই পেয়ে যাবেন এই সুবিধা। এটি শুনে আপনি হয়তো অবাক হচ্ছেন কিন্তু এটি সত্যি খবর। 200 টাকা রিচার্জ করলেই পাবেন 90 দিনের ভ্যালেডিটি। একবার রিচার্জ করেই 3 মাসের জন্য নিশ্চিত থাকতে পারবেন।

west bengal government holiday list 2025

201 Rupees Recharge Plan

সরকারি টেলিকম সংস্থা BSNL-র যে রিচার্জ প্ল্যানের কথা বলছি তার দাম হল 201 টাকা। এই প্ল্যানে গ্রাহকদের 92 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এতে সব মিলিয়ে 300 মিনিটের ফ্রি ভয়েস কলিং পাবেন গ্রাহকরা। আপনি যদি ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে তাও করতে পাবেন। কারণ এতে ফ্রি ভয়েস কলিং এর পাশাপাশি পেয়ে যাবেন 6 GB ডেটা পাবেন তাও 90 দিনের জন্যে।

১০ টাকার এই কয়েন বাতিল হতে চলেছে? RBI গ্রাহকদের কি জানালো?

এর সাথে 99 টি SMS থাকছে একদম ফ্রি। তাই যাদের BSNL SIM Card রয়েছে তারা এই প্ল্যানটি রিচার্জ করে দেখুন দারুন সুবিধা পাবেন। আর এই ধরণের আরও অনেক প্ল্যান আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে। আর সেখান থেকে এই সম্পর্কে জেনে নেওয়ার মাধ্যমে আপনারা নিজেদের ইচ্ছা ও সুবিধা অনুসারে কিনে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles