Term Insurance Plan: টার্ম লাইফ ইনস্যুরেন্স কিনতে চাইছেন? এই তথ্য সবার আগে জানুন
এখন প্রায় প্রত্যেকটি মানুষই জীবন বীমা (Term Insurance Plan) নিয়ে থাকে। এমন অনেক মানুষ আছে যারা চায় কম প্রিমিয়াম (Insurance Premium) দিয়ে বেশি ইন্সুরেন্স কভারেজ (Insurance Coverage) পেতে। এর জন্য জীবন বীমা নেওয়ার সময় টার্ম ইন্সুরেন্স (Term Insurance) বেছে থাকেন। টার্ম ইন্সুরেন্স বা মেয়াদি বীমা জীবন বীমার (Life Insurance) একটি অংশ।
Know Everything Before buy Term Insurance Plan in India.
এই টার্ম ইন্সুরেন্সে (Term Insurance Plan) যে শুধু কম প্রিমিয়ামে বেশি ইন্সুরেন্স কভারেজ পাওয়া যায় তা নয় এতে 80 C ধারায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সে (Income Tax) ছাড় পাওয়া যায়। কিন্তু টার্ম ইন্সুরেন্স নেওয়ার আগে অবশ্যই এই বিষয় গুলো জেনে রাখা দরকার যাতে পরে কোনো অসুবিধায় পড়তে না হয়। আর আগের থেকে জেনে নিয়েই নিজের কষ্টের টাকা বিনিয়োগ করা উচিত সকলের।
Why Term Insurance Plan is Important?
টার্ম ইন্সুরেন্স নেওয়ার আগে অবশ্যই কভারেজ নিতে চাইছেন তা সেটা নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি আপনার বেতন এর 15 বা 20 গুন অথবা 25 গুন পর্যন্ত ইন্সুরেন্স নেওয়া জরুরী। উদাহরণ স্বরূপ আপনার বার্ষিক আয় যদি 5 লক্ষ টাকা হয় তাহলে 1 কোটি 25 লক্ষ টাকা বা 1 কোটি টাকার ইন্সুরেন্স কভারেজ (Insurance Coverage) নেওয়া জরুরী।
How Many Years Should You Get Term Insurance Plan
অনেকেই বলেন 60 বছরের জন্য টার্ম ইন্সুরেন্স নেওয়া জরুরী। আবার অনেকেই 80 বছরের জন্য টার্ম ইন্সুরেন্স নিয়ে থাকে। এক্ষেত্রে বলে রাখি 60 বছর পর্যন্ত টার্ম ইন্সুরেন্স নেওয়াই যথেষ্ট। 80 বছর পর্যন্ত টার্ম ইন্সুরেন্স নিলে বাড়তি খরচ হবে এবং আপনাকে বেশি প্রিমিয়াম দিতে হবে। আর এর মাধ্যমে আপনারা সুবিধাও কম পেতে পারেন।
Know This Thinks Before Buy Term Insurance Plan
1) Term Insurance Plan নেওয়ার আগে অবশ্যই আপনার পরিবারের কথা ভেবে তারপরেই নেওয়া উচিৎ।
2) এক্ষেত্রে আপনাকে হিসেব করতে হবে যে আপনার উপরে নির্ভরশীল আপনার পরিবারের কতজন।
3) এক্ষেত্রে সেই অনুযায়ি ইন্সুরেন্স কভারেজ নেওয়া শ্রেয় হবে।
4) বর্তমান ও ভবিষ্যৎ এর চাহিদার কথা ভেবে মেয়াদি বীমা (Term Insurance) কিনুন।
গাড়ি মালিকদের জন্য উপহার ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের! ট্যাক্স কমতে চলেছে?
5) পলিসি কেনার সময় নিজের বয়সটা খেয়াল রাখবেন।
6) আপনি যদি কম বয়সী হন তাহলে মেয়াদ বেশি রাখুন।
7) টার্ম ইন্সুরেন্স কেনার সময় অনেকেই রোগ সম্পর্কে সঠিক তথ্য দেয় না। এই ধরনের কাজ করবেন না।
8) আপনি যদি ইতিমধ্যে কোনো রোগে ভুগছেন তাহলে তা বীমা কোম্পানিকে আগে জানান।
9) এই কাজ করলে পরে ক্লেইম পেতে আপনাকে বা আপনার পরিবারকে কোনো রকমের অসুবিধায় পড়তে হবে না।
Written by Ananya Chakraborty.