গুরুত্বপূর্ণ খবর

Bharat Rice – সস্তায় উন্নতমানের চাল ও আটা দেওয়ার সিদ্ধান্ত নিলো সরকার। কিভাবে পাবেন দেখুন।

এবারে দেশবাসীকে সস্তায় চাল ও আটা (Bharat Rice & Flour) দেওয়ার সিদ্ধান্ত নিলো সরকার। দিন দিন জিনিসপত্রের দাম হু হু করে বেড়েই চলছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেমন কাঁচা সব্জি, চাল, গম, ডাল, আটা এই সবের দাম (Food Price Hike) ক্রমশ বেড়েই যাচ্ছে। যার ফলে মধ্যবিত্ত মানুষদের বাজারে গিয়ে জিনিস কিনতে গেলে হিমসিম খেতে হচ্ছে।

Get Bharat Rice & Bharat Flour In Very Cheap Rate.

সাধারন মানুষদের সংসার খরচ ক্রমে বেড়েই যাচ্ছে। দুই বেলা দুই মুঠো পেট ভরে খাবার খাওয়াও দুষ্কর হয়ে উঠেছে। তবে এবার এই সব নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে কম মূল্যে (Bharat Rice) সাধারন মানুষ কিনতে পারে তার ব্যবস্থা করল কেন্দ্র সরকার। রেশন ব্যবস্থার (Ration System) মাধ্যমে যে চাল, আট দেওয়া হয় মানুষদের সেই খাদ্য সামগ্রীর (Food Items) গুণগত মান নিয়ে অনেক আভিযোগ ওঠে।

এদিকে খুচরা বাজারে এই সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় সাধারন মানুষ অনেকেই তা কিনতে পারে না। তাই এই পরিস্থিতি সামাল দিতে ও বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে (Bharat Rice) নিয়ন্ত্রণ আনতে সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের গড়ব ও নিম্ন মধ্যবিত্তদের স্বস্তি দিতে বাজারে কম দামে চাল, ডাল, আটা বিক্রি করবে কেন্দ্র সরকার (Central Government).

আর সেই জিনিস পত্র নিতে বাজারে যেতে হবে না রেলস্টেশনে গেলেই পেয়ে যাবেন এই সব জিনিস। আপনারা হয়তো ভাবছেন কিভাবে হবে এই কাজ? তাহলে প্রতিবেদনটি ভালো করে পড়ুন। কেন্দ্রীয় সরকার ভারত আটা মাত্র 27.50 টাকায় বিক্রি করা শুরু করেছে। এই জন্য 200 টি মোবাইল ভ্যান রাস্তায় নামান হয়েছে। এছারা 2 হাজারটি স্থায়ী দোকানেও ভারত ব্র্যান্ডের এই সব মুদিখানার সামগ্রী কম দামে (Bharat Rice) কিনতে পাওয়া যাবে।

বিভিন্ন রেলস্টেশনে মোবাইল ভ্যান করে প্ল্যাটফর্মে এই চাল, আটা, ডাল কং দামে বিক্রি করা হবে। বর্তমানে বাজারে 1 কেজি ব্র্যান্ডেড আটার দাম 40 থেকে 45 টাকা। আর খোলা আটার দাম 30 থেকে 32 টাকা। সেখানে কেন্দ্র সরকার ভর্তুকি (Bharat Rice Subsidy) দিয়ে তাদের ভারত ব্র্যান্ডের আটা বিক্রি করবে 27.50 টাকায়। এতে উপকৃত হবেন সাধারন মানুষ (Nafed Bharat Rice).

এছাড়া ভারত ডাল বিক্রি করা হচ্ছে 60 টাকা কেজি দরে। কেউ যদি বেশি পরিমানে ডাল কেনেন তাহলে 55 টাকায় কেজি তে তা পেয়ে যাবেন। আর এবার সাধারন মানুষদের আরো খুশি করতে স্বস্তি দিতে ভারত চাল ও বিক্রি করছে সরকার। কয়েক বছর আগে যে চাল 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সেই Bharat Rice বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজিতে।

LPG Gas Price (রান্নার গ্যাসের দাম)

এই পরিস্থিতিতে গরিব ও মধ্যবিত্ত মানুষ গুলো বাজার থেকে চাল কিনে পেত ভরে খেতেও পাচ্ছেন না। তাই কেন্দ্র সরকার 25 টাকা কেজি দরে ভারত চাল (Bharat Rice) বিক্রি করছে। ইতিমধ্যেই এই চাল বিক্রি শুরুও হয়ে গিয়েছে। দেশের বাজারে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতেই ভর্তুকি যুক্ত হারে সেই গুলি বিক্রির ব্যবস্থা করেছে সরকার। এই জন্য কেন্দ্র সরকারে দুটি সংস্থা NAFED ও NCCF কে 21.50 টাকা কেজি দরে গম বিক্রি করছে কেন্দ্র খাদ্য সরবরাহ মন্ত্রক।

বাড়ি বানাতে সবাইকে টাকা দিচ্ছে সরকার। আবেদন করলেই ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে।

তারাই সেই গম থেকে প্রস্তুত আটা 27.50 টাকা দরে দেশের আমজনতার জন্য বিক্রি করা শুরু করেছে। একই অবস্থা চাল ও ডালের ক্ষেত্রে। আর আপনারা এই Bharat Rice & Bharat Atta খুবই কম খরচে অনলাইনের মাধ্যমে কিনে নিতে পারবেন। আর খুবই কম খরচে আপনারা নিজেদের সংসার সামলাতে পারবেন। তাহলে আপনারা কি এই চাল ও আটা কিনবেন?
Written by Ananya Chakraborty.

5 লাখ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। টাকা পেতে কিভাবে আবেদন করবেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *