অর্থনীতি

SBI Fixed Deposit – স্টেট ব্যাংকে FD করা থাকলে নিশ্চিন্ত! গ্রাহকদের চিন্তার অবসান

স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। তারা পাবেন ফিক্সড ডিপোজিটের (SBI Fixed Deposit) ওপর চড়া সুদ। ব্যাংকের এমন অনেক গ্রাহক আছেন যারা ব্যাংকের প্রায় অর্ধেক স্কিম (SBI Scheme) সম্পর্কে অবগত নন। আর যে সকল স্কিম সম্পর্কে তারা অবগত তার সম্পূর্ণ সুবিধা সম্পর্কে জানেন না। এমন অনেক স্কিম রয়েছে যার দ্বারা আপনি বিনিয়োগের পর উচ্চ হারে রিটার্ন পেতে পারেন (State Bank Of India).

SBI Fixed Deposit Interest Rate Calculator For 10 Years.

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য প্রচুর স্কিম এনেছে। আজ আমরা কথা বলব SBI Fixed Deposit Scheme সম্পর্কে। এই স্কিমে বিনিয়োগকারীরা কীভাবে বেশি সুবিধা পেতে পারবেন। ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) হলো দীর্ঘমেয়াদী এবং ঝুঁকি মুক্ত, বেশি হারে সুদের একটি বিনিয়োগ স্কিম (Investment Scheme). নূন্যতম ১০০০ টাকা জমার ভিত্তিতে আপনি ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ (SBI Fixed Deposit Investment) করতে পারবেন।

সর্বোচ্চ বিনিয়োগের ওপর কোনো সীমাবদ্ধতা আরোপ করেনি ব্যাংক। স্থায়ী আমানতের মেয়াদ রয়েছে ৭ দিন থেকে ১০ দিন পর্যন্ত অর্থাৎ বিনিয়োগকারীরা স্টেট ব্যাংকের তরফ থেকে ৭ থেকে ১০ দিন পর্যন্ত SBI Fixed Deposit করার সুযোগ পাচ্ছেন। এর পর তাদের এই স্কিম পছন্দ না হলে তারা আমানত তুলে নিতে পারেন অথবা তা আরো দীর্ঘমেয়াদী জমাও রাখতে পারেন।

SBI নবীন গ্রাহকদের এফডির ওপর ৩.৫০ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ অব্দি সুদ (SBI Fixed Deposit Interest Rate) প্রদান করে থাকে এবং প্রবীণ গ্রাহকদের ৩.৫০ থেকে আরো ৬.৫০+০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ প্রদান করে থাকে। সুতরাং কোনো নবীন গ্রাহক যদি এই স্কিমে এককালীন ১ লক্ষ টাকা বিনিয়োগ করে ১০ বছরের জন্য ফিক্সড (Senior Citizen Fixed Deposit) করে রেখে দেন। তবে মেয়াদপূর্তির পর তিনি ১ লক্ষ টাকার ডবল ২ লক্ষ টাকা হাতে পাবেন।

যেখানে ১০ বছরের জন্য ১ লক্ষ টাকার ওপর ৬.৫০ শতাংশ সুদ প্রদান করা হয়েছে। ১ লক্ষ টাকার ওপর সুদের (SBI Fixed Deposit) পরিমাণ ৯০,৫৫৫ টাকা। এই একই পরিমাণ টাকা যদি কোনো প্রবীণ নাগরিক তার এফডি অ্যাকাউন্টে জমা রাখেন তবে ১০ বছর পর মেয়াদপূর্তিতে তিনি পাবেন ২ লাখ ১০, ২৩৪ টাকা। এখানে প্রবীণ নাগরিককে ১ লাখ টাকা এফডির ওপর ৭.৫০ শতাংশ হারে সুদ (SBI Fixed Deposit Interest For Senior Citizen) প্রদান করা হয়েছে।

Aadhaar ATM (আধার এটিএম)

এছাড়া একজন বিনিয়োগকারী এখানে বিনিয়োগকৃত মূল্যের ৯০ শতাংশ পর্যন্ত ঋণ বা ওভারড্রাফট করতে পারবেন। যে সকল ব্যাক্তি ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ (SBI Fixed Deposit Investment) করতে চাইছিলেন এই প্রতিবেনটি থেকে ফিক্সড ডিপোজিট সম্পর্কে তারা একটি সঠিক ধারণা পেয়ে যাবেন এবং নির্দ্বিধায় ফিক্সড ডিপোজিটে তারা বিনিয়োগ করতে পারবেন।

Bank Of Baroda গ্রাহকদের জন্য সুসংবাদ! RBI নিষেধাজ্ঞা তুলে নিলো

How To Open SBI Fixed Deposit Online & Offline

১) অফলাইনে ফিক্সড ডিপোজিট একাউন্ট (Fixed Deposit Account) খুলতে গেলে প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার নিকটবর্তী স্টেট ব্যাংকের কোনো শাখায়।
২) সেখানে গেলেই আপনাকে স্কিম সম্পর্কে বুঝিয়ে দেওয়া হবে। সাথে পর পর সমস্ত স্টেপ বলে দেওয়া হবে।
৩) স্টেপ ফলো করে আবেদন পত্র জমা দেওয়ার ২ দিনের মধ্যে ব্যাক্তির ব্যাংক একাউন্ট সচল হয়ে যাবে।Written by Sathi Roy.

প্রতিমাসে ATM থেকে ফ্রিতে কতবার টাকা তুলতে পারবেন? নতুন নিয়ম জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *