চাকরি

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের পক্ষে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের (West Bengal Government Employees) পক্ষে ফের রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট (Calcutta High Court). ইতিমধ্যেই আমরা দেখেছি যে বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে সরকারি কর্মীদের দাবি অর্থাৎ বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে (Government of West Bengal) নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এই মামলা এখন সুপ্রিম কোর্টে (Supreme Court of India) বিচারাধীন।

Calcutta High Court Judgement News on Male Child Care Leave.

কিন্তু এবারে আর বকেয়া মহার্ঘ ভাতা নয়, এবারে অন্য এক খুবই গুরুত্বপূর্ণ মামলা নিয়ে আবার হাইকোর্টের রায় গেল সরকারি কর্মীদের পক্ষে। কোন মামলার রায় গেল সরকারি কর্মীদের পক্ষে? জানতে চান তো? তাহলে প্রতিবেদনটি ঝট করে দেখে নিন। সম্প্রতি সরকারি কর্মীদের রাজ্যের বিরুদ্ধে দায়ের করা বেশ কিছু মামলায় হাইকোর্ট সরকারি কর্মীদের পক্ষে গিয়ে উল্লেখ যোগ্য রায় দিয়েছে।

সরকারি কর্মীদের পক্ষে রায়

আর এই রায় গুলো নিয়ে চর্চাও হয়েছে খুব। এবারও তেমনি একটি মামলায় রায় দিল হাইকোর্ট। আর এই রায়ও সরকারি কর্মীর পক্ষেই গিয়েছে। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha) এই রায় দিয়েছে। এই রায়ে আগামী 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

কোন মামলার রায় দিল হাইকোর্ট?

নিজেদের অধিকার আদায়ের জন্যে একাধিকবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকারি কর্মীরা। তেমনই এক শিক্ষক চাইল্ড কেয়ার লিভ নিয়ে নারী ও পুরুষের মধ্যে অসমবন্টন নিয়ে মামলা দায়ের করেছিল হাইকোর্টে। পুরুষ সরকারি কর্মীরা চাইল্ড কেয়ার লিভে ছুটি পান 30 দিন আর সেখানে মহিলারা ছুটি পান 2 বছর তথা 770 দিন। শুধু যে ছুটি কম দেওয়া হয় তা হয় মহিলারা এই ছুটি সবেতন পান।

চাইল্ড কেয়ার লিভ নিয়ে এই মামলা

ছুটি থাকাকালীন তারা বেতন পান কিন্তু অপর দিকে পুরুষরা 30 দিন অর্থাৎ 1 মাস ছুটি পান কিন্তু তবুও তাদের বেতন কেটে নেওয়া হয়। এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় এক সরকারি কর্মী। এই মামলায় সরকারি কর্মীর পক্ষেই রায় দিয়েছে জাস্টিস অমৃত সিনহা। এর আগে 2018 সালে নারী পুরুষদের সমান অধিকারের জন্যে কেন্দ্র সরকারের তরফ থেকে ছুটির নিয়মে বদল আনা হয়েছিল।

Holiday (পশ্চিমবঙ্গে ছুটি)

কিন্তু রাজ্যে এখনো এই নিয়ম চালু করা হয়নি। আর তাই চাইল্ড কেয়ার লিভ (Child Care Leaves in West Bengal) নিয়ে রাজ্যের পুরুষ ও মহিলাদের মধ্যে অসমবন্টন দেখা যায়। আর এই নিয়ে এক সরকারি কর্মী হাইকোর্টের কাছে গেলে এই নিয়ে মামলা করেন এক কর্মী এবং এই মামলার পরিপ্রেক্ষিতে এক ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট, কি জানিয়েছেন দেখে নেওয়া যাক।

প্রতিমাসে 3000 টাকা পাবেন! সাধারণ মানুষদের জন্য নতুন প্রকল্প

কি রায় দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা?

হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছে আগামী 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে এই বিষয়ে গাইডলাইন তৈরি করতে হবে। এর ফলে পুরুষ সরকারি কর্মীদের আর চাইল্ড কেয়ার লিভের অসমবন্টনের শিকার আর হতে হবে না বলে মনে করছেন ওয়াকিবহল মহল। এতে খুশি পুরুষ রাজ্য সরকারি কর্মীরা। এখন রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় এটাই দেখার।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *