শিক্ষা

Madhyamik Result – মাধ্যমিক রেজাল্ট নিয়ে হাইকোর্টের বড় রায়! চাপে মধ্যশিক্ষা পর্ষদ

সম্প্রতি কিছুদিন আগেই মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result) প্রকাশ পেয়েছে। গত 2রা মে মাধ্যমিকের পরীক্ষার (Madhyamik Pariksha) ফল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE). এই বছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে 7 লক্ষ 65 হাজার 252 জন। এই বছরের পাশের হার 86.31%. গত বছরের থেকে এই বছরের মাধ্যমিক উত্তীণ এর সংখ্যা ও পাশের হার দুই বৃদ্ধি পেয়েছে। কিন্তু এর মাঝে মাধ্যমিক পরীক্ষার ফল নিয়ে বড় ঘোষনা নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট (Calcutta High Court).

Latest Verdict on Madhyamik Result by Highcourt.

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (Madhyamik Result 2023) নিয়ে যে বড় ঘোষনা করেছে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিত বসু তা ইতিমধ্যেই সাড়া ফেলেছে। আর এই রয়ে মধ্যশিক্ষা পর্ষদের উপরে পড়েছে চাপ। তবে এই নির্দেশ 2024 সালের মাধ্যমিকের রেজাল্ট নিয়ে নয় এই নির্দেশ দেওয়া হয়েচে 2023 সালের মাধ্যমিকের রেজাল্ট নিয়ে। 2023 সালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে একটি মামলা দায়ের হয় হাইকোর্টে সেই মামলায় এমন নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

গত বছরের মাধ্যমিক রেজাল্ট নিয়ে শুনানি

2023 সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (Madhyamik Result) নিয়ে এক পড়ুয়া আদালতে মামলা করে যে সে তার মাধ্যমিক পরীক্ষায় যে নম্বর পেয়েছিল তাতে সন্তুষ্ট হয়নি তাই সে স্ক্রুটিনি করতে দেয় কিন্তু স্ক্রুটিনি করতে দিলেও মধ্যশিক্ষা পর্ষদ তার নম্বর বাড়ায়নি। তাই Right to Information Act পরীক্ষার খাতা দেখতে চাইলে দেখা যায় যে জীবন বিজ্ঞানের চারটি প্রশ্নের ঠিক উত্তর দেওয়া সত্ত্বেও পর্ষদ 4 নম্বর কেটে নিয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার জ্ঞানদ্বীপ বিদ্যাপীঠের ছাত্র সৌম সুন্দর রায় 2023 এর মাধ্যমিক পরীক্ষায় রেজাল্টে (Madhyamik Result) 682 নম্বর পেয়েছিল। Life Science এ পেয়েছিল 96 নম্বর। জীবন বিজ্ঞানে তার আশানুরূপ নম্বর না আশায় স্ক্রুটিনি করাতে দিয়েছিল কিন্তু তা সত্ত্বেও তার নম্বর বাড়ায়নি পর্ষদ। এরপর খাতার প্রতিলিপি দেখার পর জানতে পারা যায় পর্ষদ ইচ্ছাকৃত ভাবে জীবন বিজ্ঞানে 4 নম্বর কেটে নিয়েছে।

এই দিকে গত বছর 2023 সালে মাধ্যমিকে দশম স্থানাধিকারীর নম্বর ছিল 683. এর ফলে এই পড়ুয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও মেধা তালিকায় নাম ওঠেনি তার (Madhyamik Result). জার জন্যে মন কষ্টে ভুগছে পড়ুয়া সৌম সুন্দর রায়। আর তাই হাইকোর্টে মামলা দায়ের করে তার অভিভাবকরা। এই মামলা বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উঠলে সৌম সুন্দর রায়ের আইনজীবি জানান।

EDLI Insurance (ইডিএলআই ইনস্যুরেন্স)

মাধ্যমিক রেজাল্ট নিয়ে হাইকোর্টের রায়

তার মক্কেলকে মধ্যশিক্ষা পর্ষদ সম্পূর্ণ নম্বর দিলে 686 নম্বর পেয়ে মেধা তালিকায় সপ্তম স্থান আধিকার করত। কিন্তু ইচ্ছাকৃত ভাবে নম্বর না দেওয়ায় সেই পড়ুয়া মানসিক অবসাদে ভুগছে। আর তাই বিচারপতি বিশ্বজিৎ বসু মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়। আগামী 6 সপ্তাহের মধ্যে এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মধ্যশিক্ষা পর্ষদকে বিস্তারিত বক্তব্য জানানোর নিদেশ দিয়েছে বিচারপতি। আর আই পড়ুয়াকে Madhyamik Result বা মাধ্যমিক রেজাল্টে 4 নম্বর বাড়ানোরও নির্দেশ দিয়েছে আদালত।

ICDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ নিয়ে বড় পদক্ষেপ সরকারের। কবে থেকে আবেদন?

আর এই Madhyamik Result বা মাধ্যমিক রেজাল্ট নিয়ে খবর শুধুমাত্র বিগত বছরের। এবারের মাধ্যমিক রেজাল্ট নিয়ে কোন ধরণের খবর পাওয়ার যায়নি এই ধরণের। আর এই নম্বর বৃদ্ধি নিয়ে আদালতের নির্দেশে চাপে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *