Fixed Deposit – মাত্র 400 দিন এই স্কীমে টাকা রাখুন, আর পেয়ে যান অবিশ্বাস্য রিটার্ন, উচ্চ সুদে ঝড়ের গতিতে বাড়বে টাকা।
ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করতে চান? তাহলে আগে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে ভুলবেন না। চলতি বছরে এই ব্যাংকের গ্রাহকেরা পাচ্ছেন সঞ্চয়ের উপর দারুন সুদের হার। বিশেষত, অনেকেই ব্যাংকের Fixed Deposit বা FD তে টাকা সঞ্চয় করে থাকেন। তাদের জন্য সুখবর। সম্প্রতি কানাড়া ব্যাংকের তরফে ব্যাংক গ্রাহকদের জন্য দারুন সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে। কত টাকা বা কত দিনের উপর কত শতাংশ সুদ মিলবে?
Fixed Deposit এর ক্ষেত্রে 666 দিনের মেয়াদে কত শতাংশ সুদের হার মিলছে? জেনে নিন।
7.75% সুদের হার মিলছে-
সংবাদ মাধ্যম সূত্রে খবর, কানাড়া ব্যাংক কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, 2 কোটি টাকার কম আমানতে সুদের হার বাড়ানো হয়েছে। এই নতুন রেট গত 18 জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে। গ্রাহকেরা 400 দিনের FD স্কিমে বিনিয়োগ করলে পাবেন বার্ষিক 7.75% সুদের হার। যদিও 15 লাখ টাকার উপরে নন-কলেবেল ডিপোজিটের উপরেই এই সুদ পাবেন প্রবীণরা। এছাড়া এই টাকার অঙ্কে সাধারণ মানুষ পাবেন 7.45% সুদ।
SBI গ্রাহকদের দিতে হবে 200 টাকা, কি কারণে ও কবে দিতে হবে জেনে নিন।
666 দিনের Fixed Deposit এর ক্ষেত্রে কত শতাংশ সুদ মিলছে?
ব্যাংক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গ্রাহকেরা 666 দিনের জন্য স্থায়ী আমানতের উপর 7% সুদ পাবেন। একই ক্ষেত্রে 7.5% হারে প্রবীণ নাগরিকরা সুদ পাবেন৷
এছাড়া FD তে 2 বছরের বেশি-3 বছরের কম সময়ের জন্য বিনিয়োগ করলে মিলবে 6.8% হারে সুদ। যেখানে প্রবীণ নাগরিকেরা পাবেন 7.3% হারে সুদ৷
3 বছরের বেশি-5 বছরের কম সময়ের জন্য বিনিয়োগ করলে মিলবে 6.5% হারে সুদ। যেখানে প্রবীণ নাগরিকেরা পাবেন 7% হারে সুদ৷
রেপো রেট বৃদ্ধি হচ্ছে?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারীতে আবারও রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বৈঠক হতে পারে৷ আশা করা হচ্ছে, এতে করে কেন্দ্রীয় ব্যাংকগুলি রেপো রেট বাড়াতে পারে।
উল্লেখ্য, এই ব্যাংকে বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে আরো বিশদে তথ্য পেতে হলে নিকটবর্তী কানাড়া ব্যাংকে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।