শিক্ষা

Madhyamik HS Exam: মাধ্যমিক HS পরীক্ষা নিয়ে নয়া আপডেট। CBSE বোর্ডের দারুণ সিদ্ধান্ত

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা (Madhyamik HS Exam) সকল ছাত্র ছাত্রীদের কাছে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে অন্যতম। আর এই দুই পরীক্ষার ওপরে সকলের ভবিষ্যৎ জীবন অর্থাৎ ক্যারিয়ার নির্ভর করে থাকে। এই কারণের জন্যই পরীক্ষার বোর্ড এবং সরকারের তরফে দুটো পরীক্ষা নিয়ে অনেক ধরণের বড় বড় পদক্ষেপ নেওয়া হয়ে থাকে (Central Board of Secondary Education).

CBSE Madhyamik HS Exam 2025 New Update

আর দেশের সকল রাজ্যের বিভিন্ন বোর্ডের মাধ্যমে এই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (Madhyamik HS Exam) পরীক্ষা নেওয়া হয়ে থাকে। কিন্তু সমগ্র দেশে CBSE বা কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের তরফে তাদের দ্বারা নিয়ন্ত্রিত সকল স্কুলের পরীক্ষা নেওয়া হয়ে থাকে। আর এই সকল স্কুলকে আমরা বেসরকারি স্কুল বা ইংলিশ মিডিয়াম স্কুলের নামে চিনি বা ডাকি।

মাধ্যমিক HS পরীক্ষা ২০২৫

২০২৫ শিক্ষাবর্ষে বোর্ড পরীক্ষায় নিত্য নতুন নিয়ম চালু করা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো পড়ুয়ারা বই খুলেই পরীক্ষায় বসতে পারবে! হ্যাঁ, এটা সত্যিই। এই নিয়ম ছাড়াও আরও অনেক নতুন নিয়ম চালু করেছেন CBSE বোর্ড। আপনি যদি একজন মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক (Madhyamik HS Exam) পরীক্ষার্থী হন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।

CBSE বোর্ডের বড় সিদ্ধান্ত

১) আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫ থেকে CBSE বোর্ড ইংরেজি এবং সামাজিক বিজ্ঞান এই বিষয় গুলোর জন্য ওপেন বুক পরীক্ষার (Madhyamik HS Exam) ফরম্যাট চালু করার কথা ভেবেছেন।
২) এই ফরম্যাটে ৫০ শতাংশের বেশি প্রশ্ন থাকবে।
৩) পরীক্ষার্থীরা পরীক্ষার সময় পাঠ্য বই খুলেই লিখতে পারবেন।

৪) আর বাকি ৪০ শতাংশ অভ্যন্তরীণ মূল্যায়নের উপর ফোকাস করা হবে।
৫) সারা বছর ধরে পড়ানো বিষয় গুলোর উপর যে প্রকল্প, অ্যাসাইনমেন্ট এবং ক্লাস টেস্ট হয় সেই গুলোতে উপর ৪০ শতাংশ নাম্বার থাকবে।
৬) আগামী শিক্ষাবর্ষ থেকে সিলেবাস অনেকটাই কমিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের।
৭) পড়ুয়াদের অনেকটাই চাপমুক্ত করার কথা ভেবেছেন CBSE বোর্ড।

৮) সমস্ত সিলেবাস থেকে ১৫ শতাংশ পাঠ্যক্রম কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন বোর্ড, যাতে অল্প সিলেবাস হলেও পরীক্ষার্থীরা খুঁটিয়ে ভালো করে পড়াশুনা করে পরীক্ষা দিতে পারে।
৯) প্র্যাকটিক্যাল পরীক্ষায় (Madhyamik HS Exam) বেশিরভাগ প্রশ্ন জীবনের প্রত্যেক দিনের কাজকর্ম অভিজ্ঞতার ওপর বেশ করে নেওয়া হবে।
১০) প্রাকটিক্যাল পরীক্ষায় ডিজিটাইলেশন পদ্ধতি ব্যবহার করার কথা ভাবা হচ্ছে, যাতে পরীক্ষার্থীরা নির্ভুল ও স্বচ্ছতা বজায় রাখতে পারে।

এই পরিবর্তন গুলো ২০২৫ শিক্ষাবর্ষ থেকে করা হবে। কেন হঠাৎ করে এমন পরিবর্তন করা হচ্ছে, তার সর্বপ্রথম কারণ হলো বর্তমানে বেশিরভাগ পড়ুয়ারা মুখস্ত বিদ্যাকে কেন্দ্র করে পড়াশোনা করে। এক্ষেত্রে একজন পড়ুয়া বিষয় বস্তুটাকে না বুঝে, না পর্যালোচনা করে শুধুমাত্র মুখস্ত করে পরীক্ষায় (Madhyamik HS Exam) উগরে দেয়। এতে একজন পড়ুয়ার মানসিক বিকাশ ঘটে না, সেই সাথে পড়াশোনাকে তার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে না।

School Holiday (স্কুল ছুটি)

প্রত্যেকটি পড়ুয়া যাতে মুখস্থ বিদ্যায় পারদর্শী না হয়ে প্রযুক্তিগতভাবে বিষয় বস্তুকে বিশ্লেষণ করতে পারে, সেই দিকে নজর দেওয়ার জন্যই এই রকম নতুন নিয়ম চালু করার কথা ভেবেছেন CBSE বোর্ড। প্রত্যেকটি বিষয় বস্তুকে বুঝে বিশ্লেষণ করলে সেই বিষয় বস্তুর সম্বন্ধে একজন পড়ুয়ার গভীর চিন্তা কাজ করবে, যেটা তাদের মানসিক বিকাশে অনেকটাই সাহায্য করবে।

অতিরিক্ত ৫ দিন ছুটি ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। কারা ও কিসের জন্য পাবে?

এই নতুন পদ্ধতি পড়ুয়াদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে ও সামনে এগিয়ে নিয়ে যাবে এমনটাই আশা করা হচ্ছে। আর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (Madhyamik HS Exam) নিয়ে এই নিয়ম CBSE পড়ুয়াদের জন্য, সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য এই রকমের কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারের তরফে। এই নিয়মকি সকলের জারি করা উছিত? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Shampa debnath

Related Articles