শিক্ষা

Madhyamik HS Exam – মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা খারাপ হলেও দ্বিতীয়বার সুযোগ পাবেন। আর কোন চিন্তা নেই।

Madhyamik HS Exam বা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে। শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশে সকল রাজ্যে এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে। কিন্তু প্রত্যেক রাজ্যে এই পরীক্ষার (Exam) নাম আলাদা আলাদা। কিন্তু এবারীই পরীক্ষা নিয়ে ঝাক্কাস খবর জানতে পাওয়া গেল। যার ফলে সকল পরীক্ষার্থীদের খুবই সুবিধা হতে চলেছে বলে মনে করছেন অনেক শিক্ষাবিদ (Madhyamik HS Exam).

Madhyamik HS Exam Big Update.

মাধ্যমিক উচ্চমাধ্যমিক (Madhyamik HS Exam) পরীক্ষার্থীদের আর চিন্তার কিছু নেই । তাদের মাথায় একগাদা চিন্তা মাথায় নিয়ে আর পরীক্ষা দিতে হবে না। আগে এই দুই বোর্ড পরীক্ষা হত একবার । একবার পরীক্ষা দিয়েই যা ফল হত তাই ধরা হত। কিন্তু এবার থেকে নিয়ম পরিবর্তন হবে এবার থেকে 2024 থেকে 25 শিক্ষাবর্ষের বোর্ড পরীক্ষার্থীদের বছরে দু বার পরীক্ষা দিতে হবে।

মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha 2024) ও হবে দুই বার উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2024) হবে দুই বার। আপনার সন্তান কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাহলে তাদের জন্যে রইল দারুন সুখবর। CBSE (Central Board Of Secondary Education) একটি বড় সিদ্ধান্তের পথে হাঁটল। সেন্ট্রাল বোর্ড এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা শুনে আপনি এবং আওপনার সন্তান ও খুশিতে নেচে উঠবে।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 2024-25 শিক্ষাবর্ষ থেকে বছরে দু’বার বোর্ড পরীক্ষার আয়োজন করবে।জানা গিয়েছে, 2024-25 সালে দশম ও দ্বাদশ শ্রেণিতে পড়ুয়ারা প্রথম ব্যাচের নতুন ফর্ম্যাট অনুসরণ করবে।
একবার কোন বিষয়ের পরীক্ষা খারাপ হলে তা নিয়ে অতিরিক্ত চাপ নেওয়ার প্রয়োজন নেই। আর একবার পরীক্ষার্থীর সুযোগ পাবে সেই পরীক্ষা দেবার (Madhyamik HS Exam).

পরীক্ষায় পড়ুয়াদের (Madhyamik HS Exam) চাপ ভীতি দূর করার জন্যে এমন সিদ্ধান্ত। যদি কোনও পরীক্ষার্থী প্রথম পরীক্ষার সেটে তাদের স্কোর নিয়ে খুশি থাকেন তাদের আর দ্বিতীয়বার পরীক্ষায় বসার দরকার নেই। 2023 এ এই ধারণাটি প্রথম চালু করা হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র (Dharmendra Pradhan Minister Of Education Of India) প্রধান একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে 2024 থেকে 25 শিক্ষাবর্ষ থেকে বছরে দুবার করে পরীক্ষা পরিচালনার ফর্ম্যাটটি কার্যকর করা হবে।

Govt Holiday (সরকারি ছুটি পশ্চিমবঙ্গে)

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান, “যদি কোনও শিক্ষার্থী মনে করে যে তাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং একটি সেটের পরীক্ষায় স্কোর নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট, তবে সে পরবর্তী পরীক্ষায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। কোনও কিছুই বাধ্যতামূলক করা হবে না।” তিনি আরও জানান, আমরা পরীক্ষার্থীদের দুটি বিকল্প বেছে নেবার সুযোগ পাবে। কেউ চাইলে একেবারে বোর্ডএর যাবতীয় পরীক্ষা দিতে পারে (Madhyamik HS Exam).

36000 টাকা পাবেন এই প্রকল্পে। মোদী সরকারের ঘোষণা। আবেদন শুরু হয়ে গেছে।

কিন্তু দুটি ধাপেও পরীক্ষা দেবার ব্যবস্থা থাকবে এই নতুন ব্যবস্থায়। এদিকে CBSE বোর্ডের আধিকারিকরা জানিয়েছেন যে, সিবিএসই বোর্ড ২০২৫ সালে প্রথমবারের জন্য একাধিক বোর্ড পরীক্ষার আয়োজন করবে। বছরে দু’বার দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা পরিচালন করা হবে। তবে এই পরীক্ষায় ছাত্র ছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। কেউ যে কোনো একটি পরীক্ষা দিতে পারে আবার একটি পরীক্ষায় ফলাফল খারাপ হলে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে (Madhyamik HS Exam).
Written by Ananya Chakraborty.

মাধ্যমিক পরীক্ষায় কম পড়ে ভালো নম্বর পেতে এই টিপসগুলি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *