অর্থনীতি

Home Loan: এই ব্যাঙ্ক গুলিতে সস্তায় হোম লোন পাওয়া যাচ্ছে! EMI ও সুদের তালিকা দেখে সিদ্ধান্ত নিন

নিজেদের স্বপ্নের বাড়ি কে না তৈরি করতে চায় (Home Loan). প্রায় সবারই ইচ্ছে থাকে টাকা পয়সা জমিয়ে নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করতে। কিন্তু মূল্য বৃদ্ধির বাজারে নিজেদের জমানো টাকা দিয়ে স্বপ্নের মত বাড়ি তৈরি করা অসম্ভব। তাই তখন প্রয়োজন পরে ব্যাঙ্ক থেকে হোম লোন নেওয়ার। প্রচুর মানুষ ব্যাঙ্ক থেকে ঋণ (Loan EMI) নেয় বাড়ি তৈরি করার জন্যে।

Check Home Loan Interest Rate Before Online Apply.

তবে Home Loan নিলে তা তো সুদ সমেত ফেরতও দিতে হয়। এক এক ব্যাঙ্কে সুদের হার হয় এক এক রকম। কোন ব্যাঙ্কে সুদের হার কি রকম তা আজ আপনাদেরকে বলব। এমন 11 টি ব্যাঙ্কের কথা বলব যেখানে কেউ যদি 75 লক্ষ পর্যন্ত হোম লোন নিতে চায় তাহলে কত সুদ দিতে হবে। চলুন বিস্তারিত জেনে নিন। বিগত কয়েক বছর ধরে সম্পত্তির চাহিদা খুব বাড়ছে।

ভারতে সর্বনিম্ন হোম লোনের সুদের হার

মানুষ ক্রমশ তাদের স্বপ্নের বাড়ি কিনছেন। বর্তমান সময়ে যদি কেউ একটি বাড়ি কিনতে যায় তাহলে 70 থেকে 80 লক্ষ টাকা লাগতে পারে। আপনিও যদি বাড়ি কিনতে চান এবং 75 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে চান তাহলে 11 টি ব্যাঙ্কের সুদের হার (Loan Interest Rate) দেখে নিন। আর এই সুদের হার কিছু সমত অন্তর পরিবর্তিত হয়, আর এই জন্য আপনারা ঋণ নেওয়ার আগে এই সম্পর্কে সকল খুঁটিনাটি হিসাব সম্পর্কে জেনে নেবেন।

সবচেয়ে কম সুদে হোম লোনের তালিকা

1) SBI Home Loan থেকে 75 লক্ষ টাকা পর্যন্ত নিলে 8.50% থেকে 9.85% হারে সুদ দিতে হবে।
2) Bank of Baroda থেকে 75 লক্ষ টাকার হোম লোন নিলে 8.40% থেকে 10.90% পর্যন্ত সুদ দিতে হবে।
3) UBI থেকে 75 লক্ষ টাকার Home Loan নিলে 8.35% থেকে 10.90% পর্যন্ত সুদ দিতে হবে।
4) PNB Home Loan এর থেকে 75 লক্ষ টাকার হোম লোন নিলে 8.40% থেকে 10.15% পর্যন্ত সুদ দিতে হবে।

ATM (এটিএম থেকে ছেঁড়া নোট)

5) Bank of India এর থেকে 75 লক্ষ টাকার হোম লোন নিলে 8.40% থেকে 10.85% পর্যন্ত সুদ দিতে হবে।
6) Canara Bank থেকে 75 লক্ষ টাকার হোম লোন নিলে 8.40% থেকে 12.15% পর্যন্ত সুদ দিতে হবে।
7) UCO Bank থেকে 75 লক্ষ টাকার হোম লোন নিলে 8.45% থেকে 10.30% পর্যন্ত সুদ দিতে হবে।
8) Bank of Maharashtra থেকে 75 লক্ষ টাকার Home Loan নিলে 8.35% থেকে 11.15% পর্যন্ত সুদ দিতে হবে।

Personal Loan নাকি Credit Card Loan? কোন ঋণ নিলে সুদ কম দিতে হবে

9) Punjab and Sindh bank থেকে 75 লক্ষ টাকার হোম লোন নিলে 8.50% থেকে 10.00% পর্যন্ত সুদ দিতে হবে।
10) Indian Overseas bank থেকে 75 লক্ষ টাকার হোম লোন নিলে 8.40% থেকে 10.60% পর্যন্ত সুদ দিতে হবে।
11) Central Bank of India থেকে 75 লক্ষ টাকার হোম লোন নিলে 8.45% থেকে 9.80% পর্যন্ত সুদ দিতে হবে।Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *