LPG Gas – রান্নার গ্যাস সিলিন্ডার আর কতদিন চলবে? এক নজরেই বুঝে নিন।
বর্তমানে রান্নার গ্যাস (LPG Gas) প্রতিটা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। গ্রাম থেকে শহর সব জায়গায় গ্যাস পৌছে গিয়েছে। কিন্তু সিলিন্ডারে কতটা গ্যাস (LPG Gas Cylinder) আছে তা বুঝতে অনেকের অসুবিধা হয়। গ্যাস কতটা কম আছে তা বুঝতে না পারার ফলে গ্যাস বুক করা হয়না এর ফলে রান্না করতে করতে অথবা রাতবিরেতে গ্যাস শেষ হয়ে গেলে মুশকিল হয়ে যায়। এই জন্য আমাদের কিছু টিপস জেনে রাখা উচিৎ।
LPG Gas Cylinder Checking Tips.
আজ আপনাদের সাথে এমনই একটি গ্যাস সিলিন্ডার (LPG Gas) সম্পর্কিত টিপস আলোচনা করবো যা আপনাদের খুব কাজে লাগবে। আপনার রান্নার গ্যাস কত পরিমান আছে তা বুঝতে পারেন না? চলুন আজ আপনাদের এই নিয়ে কিছু কথা বলি। কয়েকটি সহজ উপায় আছে যার মাধ্যমে আপনার সহজেই বুঝতে পারবেন আপনার সিলিন্ডারে কতটা গ্যাস আছে। এর ফলে গ্যাস ও বুকিং (LPG Gas Booking) করতে পারবেন সময়মত।
LPG Gas Tips
এই পদ্ধতির জন্যে আপনাকে একটি ভিজে কাপড় নিতে হবে। এরপরে এই ভিজে কাপড়টি মিনিট খানেক সিলিন্ডারের গায়ে জড়িয়ে রাখতে হবে। তারপর ভিজে কাপড়টি সরিয়ে নিন এবং দেখুন সিলিন্ডার এর গায়ে কি পরিবর্তন হয়। ভালো মত লক্ষ্য করলে দেখতে পাবেন সিলিন্ডার এর একটি অংশ শুকিয়ে গেছে এবং একটি অংশ ভেজা আছে।
3000 টাকা পাবেন প্রতিমাসে। মোদী সরকারের বড় সিদ্ধান্ত বাজেটের আগেই।
এর অর্থ হল সিলিন্ডার (LPG Cylinder) এর যে অংশটি ভেজা আছে ততটা গ্যাস আছে। কারন যে অংশে গ্যাস থাকে সেটি তুলনামূলক ভাবে ঠান্ডা হয় তাই শুকোতে দেরি হয়। এছাড়াও গ্যাসে আগুনের রং দেখেও অনেকে গ্যাস ফুরিয়ে এসেছে কি না তার আন্দাজ পাওয়ার চেষ্টা করেন৷ তবে এই প্রক্রিয়া খুব একটা নির্ভরযোগ্য নয়৷ সব সময় এই পদ্ধতি কাজে নাও লাগতে পারে। আপনার একবার এই ভেজা কাপড়ের পদ্ধতিটি করে দেখতে পারেন কি হচ্ছে।
Written by Ananya Chakraborty.
আধার কার্ড গ্রাহকদের এই কাজটি না করলে, ব্যাংক একাউন্টে সমস্যা হবে। ফেব্রুয়ারির মধ্যে করে নিন।