School Holiday – পশ্চিমবঙ্গের নতুন ছুটির তালিকা প্রকাশ, কমে গেল গরমের ছুটি!! স্কুলে মোট কতদিন ছুটি থাকছে।
গত কয়েক সপ্তাহ ধরে গরমে পুড়ছিলো গোটা রাজ্য। এই জন্য কিছু দিনের জন্য School Holiday দেওয়া হয়েছিল। অবশ্য চলতি সপ্তাহের শুরুতেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে সাধারণ মানুষকে। গত কয়েকদিনে তাপপ্রবাহ এতটাই বেড়ে গিয়েছিলো যে প্রয়োজন না পড়লে সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত না বের হওয়ার পরামর্শ প্রদান করা হয়েছিল। এমনকি পড়ুয়ারা যাতে গরমে অসুস্থ না হয়ে পড়েন তার জন্য গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের তরফে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কী বিজ্ঞপ্তি?
আগামী মাসগুলিতে কোন কোন দিন স্কুল ছুটি (School Holiday) থাকবে, সেই নিয়েই তালিকা প্রকাশিত হয়েছে। অর্থাৎ সেখানে বলা রয়েছে, গরমের জন্য ১০ দিন ছুটি, পুজোর জন্য ২৬ দিন ছুটি। মোট ৬০ দিন ছুটি (School Holiday) থাকছে। তবে রাজ্যের বিভিন্ন জেলার স্কুলগুলির ভৌগলিক বৈশিষ্ট্য অনুসারে এই ছুটির পরিবর্তন করা হতে পারে। ২ মে থেকে গ্রীষ্মাবকাশ ছুটি দেওয়ার কথা ছিল, কিন্তু স্কুল খোলার পরে কিছুদিন ক্লাস চলবে তারপরে গরমের ছুটি দেওয়া হবে নাকি তা জানানো হয়নি, ২ মে থেকে গ্রীষ্মাবকাশ ছুটি এর সঙ্গেই এই ছুটি দেওয়া হবে সেই বিষয়েও এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানানো হয়নি।
আগামী মাসগুলিতে কোন কোন দিন School Holiday থাকছে দেখুন?
মে, ২০২৩-
১ মে (সোমবার)- আন্তর্জাতিক শ্রম দিবস,
৫ মে (শুক্রবার )- বুদ্ধ পূর্ণিমা,
৯ মে (মঙ্গলবার )- রবীন্দ্রনাথের জন্মদিন,
১৪ মে (রবিবার)- মাদার্স ডে,
জুন ২০২৩-
২০ জুন (মঙ্গলবার)- রথযাত্রা,
২৯ জুন (বৃহস্পতিবার)- ইদ,
জুলাই, ২০২৩-
৩ জুলাই (সোমবার)- গুরু পূর্ণিমা,
২৯ জুলাই (শনিবার)- মহরম,
গরমের ছুটি আবার বাড়লো? কাল থেকে স্কুল কলেজ খুলছে? শিক্ষা দপ্তরের বড় ঘোষণা।
আগস্ট, ২০২৩-
১৫ আগস্ট (মঙ্গলবার)- স্বাধীনতা দিবস,
১৬ আগস্ট (বুধবার)- পারসি নববর্ষ
২০ আগস্ট (রবিবার)- গণেশ চতুর্থী
৩০ আগস্ট (বুধবার)- রাখি (রক্ষা বন্ধন),
সেপ্টেম্বর, ২০২৩-
৬ সেপ্টেম্বর (বুধবার)- জন্মাষ্টমী,
৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) – জন্মাষ্টমী
২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)- ইদ,
অক্টোবর, ২০২৩-
২ অক্টোবর (সোমবার)- গান্ধী জয়ন্তী,
১৫ অক্টোবর (রবিবার)- নবরাত্রির প্রথম দিন,
২০ অক্টোবর (শুক্রবার)- দুর্গাপূজার প্রথম দিন,
২১ অক্টোবর (শনিবার)- মহাসপ্তমী,
২২ অক্টোবর (রবিবার)- মহাঅষ্টমী,
২৩ অক্টোবর (সোমবার)- মহানবমী,
২৪ অক্টোবর (মঙ্গলবার)- দশমী,
নভেম্বর, ২০২৩-
১২ নভেম্বর (রবিবার)- চতুর্দশী,
১২ নভেম্বর (রবিবার)- দীপাবলি,
১৫ নভেম্বর (বুধবার)- ভাইফোঁটা,
১৯ নভেম্বর (রবিবার)- ছট পূজা,
২৭ নভেম্বর (সোমবার)- গুরু নানক জয়ন্তী,
গরমের ছুটি কাটিয়ে স্কুল খুলতেই ছাত্র শিক্ষকদের নতুন নির্দেশ, এই 7 দিনে কি কি করতে হবে জেনে নিন।
ডিসেম্বর, ২০২৩-
২৫ ডিসেম্বর (সোমবার )- বড়দিন,
৩১ ডিসেম্বর (রবিবার)- নিউ ইয়ারের আগের দিন।
School Holiday সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।