Ration Card KYC: একাধিক রেশন কার্ড গ্রাহকের নাম বাদ! রেশন কার্ড স্ট্যাটাস চেক অনলাইনের মাধ্যমে নাম দেখুন
রেশন কার্ড গ্রাহকদের (Ration Card KYC) জন্য ফের এক গুরুত্বপূর্ণ খবর সামনে এল। আমরা সকলেই জানি বর্তমানে ফ্রি রেশন (Free Ration) এর মাধ্যমে কোটি কোটি মানুষকে রেশন সামগ্রী (Ration Items) দেওয়া হচ্ছে। আর এই নিয়ে বিগত দিনে বিভিন্ন জায়গা থেকে দুর্নীতির খবর আসার ফলে সরকারের তরফে নানা ধরণের নিয়ম নিয়ে আসা হয়েছে এবং এই নিয়ম সকলের মানা বাধ্যতামূলক সেই সম্পর্কেও জানানো হয়েছে।
Ration Card KYC Status Check Online
এখনো দেশের অধিক সংখ্যক মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন। এই সমস্ত মানুষের পক্ষে দুই বেলা দুই মুঠো অন্ন সংস্থানের জন্য অনেকটাই কষ্ট করতে হয়। রেশন কার্ড পারিবারিক আয়ের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরির হয়, সেই অনুযায়ী খাদ্য দ্রব্য এর পরিমাণ ভিন্ন হয়। অভিযোগ উঠেছিল যে, এমন অনেক এপিএল গ্রাহক রয়েছেন যাঁরা কম আয় দেখিয়ে বিপিএল রেশন কার্ড (Ration Card KYC) ব্যবহার করে বেশি পরিমাণে খাদ্য সামগ্রীর সুবিধা নিচ্ছিলেন।
Ration Card Aadhaar Card Link
পরিবারের মৃত ব্যক্তির রেশন কার্ড বাতিল না করে সেই ব্যক্তির রেশন কার্ডে অনুযায়ী খাদ্য সামগ্রী পাওয়ার প্রক্রিয়াকে চালু রেখেছিলেন। এই সমস্ত কারচুপির অভিযোগ আসার পরেই কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিংক করা বাধ্যতামূলক করেন। এর মাধ্যমে ভুয়ো রেশন গ্রাহকদের নাম রেশন প্রকল্প থেকে বাতিল করার প্রক্রিয়াকে চালু করেছিলেন, ই-কেওয়াইসি জমা (Ration Card KYC) করার কথা জানিয়েছিলেন।
রেশন কার্ড আঁধার কার্ড লিংক
যদিও ই-কেওয়াইসি জমা দেওয়ার শেষ সময় ৩১ সেপ্টেম্বর করা হয়েছিল, তবে এরপরেও অনেক গ্রাহক এই গুরুত্বপূর্ণ কাজটি করেননি। এই সমস্ত গ্রাহকদের জন্য আরো সময় সীমা বর্ধিত করা হয়। ভারত সরকার এরপরে ৩১ নভেম্বর পর্যন্ত শেষ সময় নির্ধারণ করে দেয়। কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে অনেক গ্রাহক ই-কেওয়াইসি (Ration Card KYC) জমা দেননি।
ভারত সরকার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য শেষ ডেডলাইন দেওয়া হচ্ছে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত। এই তারিখের মধ্যে যদি কোন গ্রাহক গুরুত্বপূর্ণ কাজটি না করেন, তাহলে তাদের নাম রেশন প্রকল্প থেকে বাতিল করা হবে, সেই সাথে সেই গ্রাহক রেশন থেকে কোন রকম খাদ্য সামগ্রী (Ration Card KYC) পাবেন না।
আপনিও যদি এখনও পর্যন্ত ই-কেওয়াইসি (Ration Card KYC Update) জমা করেননি তাহলে আর দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যেই এই গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেলুন। আপনার রেশন থেকে খাদ্য সামগ্রী পাওয়ার ব্যবস্থাকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য এ গুরুত্বপূর্ণ কাজটি আপনাকে করতেই হবে নইলে আপনার নাম বাতিল করা হতে পারে আর এরই সঙ্গে ফ্রিতে পাওয়া সামগ্রীও নাও পেতে পারেন আপনি।
রেশন কার্ড স্ট্যাটাস চেক অনলাইন পদ্ধতি
আপনার নিকটবর্তী রেশন ডিলারশিপে যান। আপনার আধার কার্ড, রেশন কার্ড সঙ্গে নিয়ে যাবেন। রেশন ডিলারশিপের কাছে গিয়ে বললেই তাঁরা এই কাজটি করে দেবেন। ঘরে বসে অনলাইন মাধ্যমেই এই রেশন কার্ডের স্ট্যাটাস চেক (Ration Card KYC Check) করা যাবে। এর জন্য আপনাকে ন্যাশনাল ফুড সিকিউরিটির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে নিজের তথ্য ইনপুট করে স্ট্যাটাস চেক করতে পারবেন।
ভারতে স্টারলিংক ইন্টারনেট শুরু হতে চলেছে। Jio, Airtel-র থেকে খরচ কম?
ডিসেম্বরের মধ্যে এই কাজটি করে রাখুন নইলে আপনি রেশন সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত হবেন। কেন্দ্রীয় সরকার চাইছেন, দেশের যোগ্য ব্যক্তিরা সঠিক পরিমাণ খাদ্য উপাদান যাতে পেতে পারে, রেশন দুর্নীতি ঘোচাতে ও রেশন গ্রাহকদের তালিকা থেকে ভুয়ো নাম বাতিল করে রেশন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় সরকার। আপনিও আপনার রেশন কার্ডকে সচল রাখতে ই-কেওয়াইসি (Ration Card KYC) পূরণ করুন।Written by Shampa Debnath