চাকরির প্রস্তুতি

Civic Volunteer Recruitment – পশ্চিমবঙ্গের সব জায়গায় সিভিক ভলেণ্টিয়ার নিয়োগ, তাড়াতাড়ি আবেদন করুন।

পুজোর আগেই প্রচুর বেকার ছেলে মেয়েদের চাকরি (Civic Volunteer Recruitment) হতে চলেছে। গত সপ্তাহেই জানা গেছে, রাজ্য সরকার পুজোর আগে 30 থেকে 35 হাজার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করবে বলে ঘোষনা করেছে। এর মধ্যে 18 হাজার চাকরি হবে কলকাতায়। রাজ্যের প্রতিটি জেলাতেও হবে নিয়োগ। পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে রাজ্য। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের যে কোন জেলার বেকার ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন এই চাকরির জন্য।

Civic Volunteer Recruitment 2023.

এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগে কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। সরকার এই ঘোষনা করতেই চারিদিকে সারা ফেলেছে দারুন। WB Civic Volunteer Recruitment 2023. রাজ্যে সরকারের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গা পূজার সময়ে রাজ্যে সর্বত্র হয় লোকে লোকারণ্য।

আর সেই সাথে ভীড় নিয়ন্ত্রন ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যে প্রচুর নিরাপত্তা রক্ষা কর্মী ও প্রয়োজন পড়ে। পুলিশ বা হোম গার্ড এই ভিড় নিয়ন্ত্রন করতে হিমসিম খেয়ে যায়। তার জন্যে পুজোর সময় ভিড় ও যানবাহন নিয়ন্ত্রণের জন্য আইন-শৃঙ্খলা ঠিক মত বজায় রাখার জন্যে গোটা রাজ্যে আপতকালিন পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ার নিয়োগ (Civic Volunteer Recruitment) করা হবে।

সেখানে তাদের কাজ হবে সিভিক ভলান্টিয়ার্স এর মত। কলকাতা এলাকাতেই পুলিশের নিয়ন্ত্রনে 18 হাজার স্বেচ্ছাসেবক বা সিভিক ভলেন্টিয়ার নিয়োগ (Civic Volunteer Recruitment) করা হবে। তার মধ্যে 8 হাজারই নিয়োগ হবে ভাঙ্গড় বিধানসভা এলাকায়। দক্ষিণ 24 পরগনার জেলায় ভাঙ্গরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগে Civic Volunteer Recruitment এর মাধ্যমে নিযুক্ত প্রার্থীদের থানায় পোস্টিং হবে না।

Dearness Allowance (মহার্ঘ ভাতা)

শুধুমাত্র ট্রাফিক নিয়ন্ত্রন ও পুজো প্যান্ডেলের নিরাপত্তার কাজে ব্যবহার করা হবে। তবে প্রসাশন সুত্রে জানা গেছে, যে সকল স্বেচ্ছাসেবকরা পুজোর সময় এই বিশেষ ডিউটি দেওয়ার জন্য নিযুক্ত হবেন, তাদেরকে নির্দিষ্ট দপ্তর কর্তৃক সরকারি ইউনিফর্ম এবং টুপি প্রদান করা হবে।এই প্রশাসনের তরফ থেকে জানান হয়েছে এই স্বেচ্ছাসেবক বা সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer Recruitment) চুক্তি ভিত্তিক নিয়োগ করা হচ্ছে।

APY Scheme – স্বামী স্ত্রী কে 5000 টাকা করে দিচ্ছে কেন্দ্র সরকার। সারা দেশে সাড়া ফেলেছে এই জনপ্রিয় প্রকল্প।

এই কাজ স্থায়ী নয়। কারণ এখানে পূজো উপলক্ষে যাতে কোনো আইনশৃঙ্খলা নষ্ট না হয় তার জন্যই কন্ট্রাক্ট ভাবে নিয়োগ করা হচ্ছে। তবে মনে করা হচ্ছে পরবর্তীতে কাজ দেখে স্থায়ীকরন করা হতে পারে। তবে এই ব্যপারে নিশ্চিতভাবে কোনও তথ্য নেই। এখনো সরকারে পক্ষ থেকে অফিসিয়াল কিছু ঘোষণা করা হয়নি। চাকরি স্থায়ী (Civic Volunteer Recruitment) হবে কিনা পুরো বিষয়টা সরকারের সিদ্ধান্তের উপর। প্রায় দশ দিন অর্থাৎ পুজো চলাকলীন এই চাকরি করতে হবে। তবে প্রতিদিন নির্দিষ্ট ভাতা পাবেন ভলান্টিয়াররা।

Durga Puja Weather Update – দুর্গাপুজোর সময় কেমন থাকবে আবহাওয়া? কোন দিন বৃষ্টি,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *