Civic Volunteer – সিভিক ভলেণ্টিয়ারদের পুলিশে স্থায়ী চাকরি দেওয়া হবে, রাজ্য সরকারের বড় প্রস্তাব।
আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর সিভিক ভলেণ্টিয়ার (Civic Volunteer) আছে। প্রায় ১.৫ লক্ষ সিভিক ভলেণ্টিয়ার আছেন। পুজোর জন্যে কিছু সিভিক নিয়োগ (Civic Volunteer Recruitment) করা হবে সব জেলায় তবে তাদের চাকরি স্থায়ী নয়। পুজোর আগ দিয়ে সিভিকদের সুখবর শোনালো সরকার। পুলিশে চাকরি পাওয়ার ক্ষেত্রে আলাদা করে সংরক্ষণের সুবিধা পান সিভিক ভলেণ্টিয়ার, এবার সেটা আরও বাড়তে পারে। আর তার সাথে বাড়তে পারে নিয়োগের বয়সসীমাও।
Big Update On Civic Volunteer Recruitment By West Bengal Government.
রাজ্য পুলিশের নিয়োগের (West Bengal Police Recruitment) ক্ষেত্রে সিভিক ভলেণ্টিয়ার (Civic Volunteer) যে সংরক্ষণের সুবিধা পান, সেটা বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে (Nabanna). সেই সঙ্গে বয়সসীমা বাড়ানোর প্রস্তাব গিয়েছে বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে। যে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হতে পারে।
এমনিতে আপাতত রাজ্য পুলিশে নিয়োগের ক্ষেত্রে 10 শতাংশ সংরক্ষণের সুবিধা পান সিভিক ভলেণ্টিয়াররা (Civic Volunteer) এবার সেটা আরও 5 শতাংশ বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে অর্থাৎ রাজ্য পুলিশের নিয়োগের ক্ষেত্রে সিভিক ভলেণ্টিয়ারদের কোটা বাড়িয়ে 15 শতাংশ করার প্রস্তাব গিয়েছে। সেইসাথে পুলিশে পাকা চাকরি পাওয়ার ক্ষেত্রে সিভিক ভলেণ্টিয়ারদের বয়সসীমা বাড়ানোরও প্রস্তাব দেওয়া হয়েছে।
ওই মহলের দাবি, আপাতত 30 বছর পর্যন্ত সিভিক ভলেণ্টিয়াররা (Civic Volunteer) পুলিশে পাকা চাকরি পেতে পারেন। সেটাও 5 বছর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে বলে ওই মহলের দাবি করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে কবে এই প্রস্তাব পেশ করা হতে পারে, তা এখনও স্পষ্ট নয়। সংশ্লিষ্ট মহলের ধারণা, খুব তাড়াতাড়ি সেই কাজটা করা হতে পারে।
কারণ রাজ্য পুলিশে 12000 কনস্টেবল নিয়োগের প্রস্তাবে এর মধ্যে অনুমোদন দিয়েছে। সেই নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই সিভিক ভলেণ্টিয়ারদের (Civic Volunteer) স্থায়ী চাকরি সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় পেশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে রাজ্য পুলিশে দ্রুত 12000 কনস্টেবল নিয়োগের সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
Lottery Ticket – লটারির টিকিট কিনুন এই নিয়ম ও পদ্ধতি জেনে, সব বাম্পার আপনার।
সূত্রের খবর, পুরুষ ও মহিলা দুই কনস্টেবল নিয়োগ করা হবে। এর মধ্যে 8400 জন পুরুষ কনস্টেবল নিয়োগ করা হবে। আর মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে প্রায় 3600. রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে, খুব তাড়াতাড়ি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কিন্তু এবারে দেখার অপেক্ষা যে এই নিয়ে কবে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ পুজোর মরশুম শেষ না হলে এই নিয়ে কোন সিদ্ধান্ত সম্ভব নয় বলে মনে করছেন অনেকে।
Toto Service – রাজ্যে টোটো নিয়ে আইন চালু। কোন টোটো রাস্তায় চলবে, কোন টোটো চলবে না