পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। না মানলে শাস্তি ও জরিমানা।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের (WB Government Employees) জন্য নতুন বছর শুরু হতেই যেমন নানা রকমের ভালো ভালো ভালো খবর নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী। তেমনি সরকার কর্মীদের জন্যে এমন এই খবর এনেছে যার ফলে কর্মীদের ঘুম উরে যেতে পারে। চলুন জেনে নেই কি সেই খবর। মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের কড়া বার্তা দিল। এখন থেকে কাজে ফাঁকি দিলেই সরাসরি পদক্ষেপ।
সরকারি কর্মীদের জন্য কড়া পদক্ষেপ নিল নবান্ন।
কোনোভাবে কোন সরকরি কর্মী ডিউটিতে গাফিলতি করলে তৎক্ষণাৎ পদক্ষেপ নেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee). জনসংযোগ কর্মসূচি এর আগেই জেলাশাসক ও সব দফতরের প্রধান সচিবদের সাথে কথা বলে এই কড়াকরি সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী। এই নির্দেশের ফলে মাথায় হত সরকারি কর্মীদের। এমনিতেই তারা তাদের কাঙ্খিত DA পাননি। মুখ্যমন্ত্রী আগের বছরের শেষের দ্দিকে 4% DA বাড়িয়েছিল সরকার ফলে তাদের DA দাড়ায় 10 শতাংশে।
কিন্তু এতেও খুশি হয়নি সরকারি কর্মীদের একাংশ। বর্তমানে কেন্দ্রের কর্মীদের DA এর পরিমাণ 46% আর এই নতুন বছরে 50% বা তার বেশিও হতে পারে। কেন্দ্রের সাথে ফারাক অনেকটা। এর ফলে 4% ঘোষণার পরও আন্দোলন চলিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে (Supreme Court Of India) চলছে এই মামলা আগামী মাসে এর শুনানি। তার উপরে এমন নির্দেশে মাথায় হাত কর্মীদের।
রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাধারন মানুষদের সঠিক ভাবে সঠিক সময়তে পরিষেবা পৌছে দেওয়া টাই প্রধান কাজ। তাই এই বিষয় টিকে নিয়েই মুখ্যমন্ত্রীর বার্তা প্রয়োজনে শনি ও রবি বার ও অফিস করতে হবে সরকারি কর্মীদের। জন সংযোগ কর্মসূচি শুরুর আগে বিভিন্ন জেলার জেলাশাসক ও সমস্ত দফতরে প্রধান সচিবদের সঙ্গে বৈঠকে কড়াকড়ি মুখ্যমন্ত্রীর।
রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিষ্কার বার্তা, ছুটির আগের দিনে শুক্রবারে যাতে কোনো কর্মী কাজ শেষের আগেই বাড়ি না চলে যায়। এমন ধারণের গাফিলতি সহ্য করবে না মুখ্যমন্ত্রী। এর ফলে মুখ্যমন্ত্রী তাদের চাকরি থেকে বরখাস্ত করতেও দুবার ভাববে না। এমনি কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। সুত্রের খবর ঐদিনের বৈঠক থেকে ভূমি ও ভূমি সংস্কার ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের নিচু তলার কর্মীদের কাজ নিয়ে রীতিমত আসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
সরকারি কর্মীদের টাকা পয়সা ও সম্পত্তির হিসাব চাইলো নবান্ন। সরকারি নির্দেশিকা দেখে নিন।
প্রসঙ্গত সরকারই কর্মীদের ছুটি থেকে শুরু করে পদোন্নতি সবসময় নিজের কর্মীদের কথা ভাবে মুখ্যমন্ত্রী। কিন্তু তাই বলে তারা পরিষেবা দিতে ঢিলেমি করলে শাস্তিও পেতে হবে। সাধারন মানুষ যেন কোন পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেদিকেও মুখ্যমন্ত্রীর নজর সর্বদা। আর এছাড়াও কর্মীদের শনিবার করে এখন থেকে আর নিজেদের ইচ্ছেমত ছুটি নিতে পারবে না।
Written by Ananya Chakraborty.
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সুখবর! আবারও বাড়তে পারে ডিএ