LPG Gas Price: রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমলো বছরের শুরুতেই! আপনার এলাকায় নতুন দাম কত?
রান্নার গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Price) নিয়ে কিছুটা হলেও খুশির খবর পাওয়া গেল নতুন বছর ২০২৫-র শুরুতেই। যে হারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেতে চলেছে, তাতে সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে সংসার খরচ চালানোই অনেকটাই ব্যয় সাপেক্ষ হয়ে দাড়িয়েছে। রান্নার একটি অপরিহার্য অংশ হলো রান্নার গ্যাস সিলিন্ডার (Liquefied Petroleum Gas).
19 KG Commercial LPG Gas Price Decrease
নতুন বছরের প্রথম দিনেই দেশবাসীর জন্য সুখবর এই যে, এক লাফে অনেক খানি কমলো রান্নার গ্যাসের দাম, তবে গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডারে দাম অপরিবর্তিত রয়েছে। বুধবার থেকে ১৯ কিলোর বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারে দাম অনেকটাই কমেছে। বর্তমানে ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১৪.৫০ টাকা কম করা হয়েছে।
বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডার
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলে রেস্টুরেন্ট ও হোটেলের ওপর প্রত্যক্ষ প্রভাব পরে ঠিকই কিন্তু এর ফলে খাবারের দাম অনেক সময় বৃদ্ধি করা হয়, তার জন্য সাধারণ আমজনতার পকেটের চাপ বৃদ্ধি পায়। কারণ বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর এই কারণের জন্য হোটেলে খাওয়া দাওয়া চলতেই থাকে, তাই বাণিজ্যিক গ্যাসের দাম কমায় এই খরচ কিছুটা হলেও কমে যাবে।
আপনার এলাকায় রান্নার গ্যাসের দাম
দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১৮১৮.৫০ টাকা। দাম কমায় নতুন মূল্য হয়েছে ১৮০৪ টাকা।অন্যদিকে কলকাতায় দাম কমেছে ১৬ টাকা। এখান ১৯ কেজির সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ১৯১১ টাকা। মুম্বইয়ে সিলিন্ডার মূল্য ১৬ টাকা কমে এখন দাড়িয়েছে ১৭৫৬ টাকা। বিহারে ২০৭২.৫০ টাকা থেকে দাম কমে দাঁড়িয়েছে ২০৫৭ টাকা।
বছরের শুরুতে রেশন সামগ্রীর তালিকা। কোন রেশন কার্ডে কত কিলো মাল পাবেন?
সাধারণত ৬ মাস অন্তর বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কিছুটা পরিবর্তন করা হয়। জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রত্যেক মাসেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছিল। নতুন বছরের শুরুতেই সেই দাম অনেকটাই কমে যাওয়ায় হোটেল রেস্টুরেন্টের ব্যবসায় কিছুটা সুরাহা হবে। গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ২০২৩ সালে একলাফে ১০০ টাকা কমানো হয়েছিল। এরপর ২০২৪ আর কমানো হয়নি। দেখা যাক, ২০২৫ সালে নতুন বাজেট পেশ করার সময় গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আবার কমানো হয় কিনা।
Written by Shampa debnath