গুরুত্বপূর্ণ খবর

Ration Card: রেশন কার্ড বাতিল হল কোটি কোটি মানুষের। নাম দেখতে রেশন কার্ড স্ট্যাটাস চেক করুন

রেশন কার্ড (Ration Card) নিয়ে মাসের শেষ সপ্তাহে এসে গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেল। গরীব ও মধ্যবিত্ত মানুষদের জন্য রেশন কার্ডের গুরুত্ব যে অপরিসীম সেটা বলাই বাহুল্য। আর যবে থেকে ২০২৮ সাল পর্যন্ত ফ্রি রেশন সামগ্রী (Free Ration Items) দেওয়ার ঘোষণা করা হয়েছে তবে থেকেই এর চাহিদা অনেকটাই বেড়ে গেছে। কিন্তু যেই জিনিসের ব্যবহার বেশি হয় সেই জিনিস নিয়ে দুর্নীতিও শুরু হয়ে যায়।

Fake Ration Card Cancellation Update

আর রেশনে দুর্নীতির কারণের জন্য ইতি মধ্যেই সরকারের তরফে রেশন আধার লিংক (Ration Card Aadhaar Link) করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে, কিন্তু এখন লিংক না করানোর জন্য এই সময় সীমা আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এরই মাঝে রেশন কার্ড বাতিল করে দেওয়ার খবর সামনে আসলো।

জাল রেশন কার্ড বাতিল

এখন রেশন কার্ড (Ration Card) অনুযায়ী খাদ্য দ্রব্য দেওয়া হয়। আয়ের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। রেশন কার্ড গুলোর উপর নির্ভর করে একজন ব্যক্তি কত পরিমাণ খাদ্য দ্রব্য পাবেন। করোনার সময় থেকেই বিনামূল্যে রেশন দেওয়ার প্রক্রিয়া চালু করেন কেন্দ্রীয় সরকার, তখন থেকে এখনো পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Fake Ration Card Cancel Breaking News

এমন অনেক ব্যক্তি রয়েছেন, যাঁরা এই রেশন কার্ডে সামগ্রী (Ration Card) পাওয়ার জন্য যোগ্য নন তারাও এই প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন দিন প্রতিদিন। কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেন শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের আর্থিক সহায়তা দানের জন্য কিন্তু এই সুবিধা গুলি কোনো অযোগ্য ব্যক্তি দিনের পর দিন নিয়ে থাকলে একজন যোগ্য ব্যক্তি বঞ্চিত হন।

রেশন প্রকল্পেও উঠে এসেছে এমন কারচুপির অভিযোগের কথা। এমন অনেক ব্যক্তি রয়েছেন যাঁরা বিপিএল ক্যাটাগরির মধ্যে পড়ে না তবুও তারা আয় কম দেখিয়ে বিপিএল ক্যাটাগরির কার্ড (BPL Ration Card) ব্যবহার করে বেশি পরিমাণে খাদ্যদ্রব্য নিচ্ছেন। বহুজাল রেশন কার্ড পেয়েছেন কেন্দ্রীয় সরকার। দেশের ৮০ কোটি পরিবারকে রেশন প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে তার মধ্যে ৫.৮ কোটি জাল রেশন কার্ড উদ্ধার করছে কেন্দ্রীয় সরকার।

এরপরই তিনি এই কারচুপি এড়াতে সচেষ্ট পদক্ষেপ নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার যাতে জাল রেশন কার্ড খুঁজে বের করা যায়। এছাড়া রেশন কার্ডের জন্য ই-কেওয়াইসি আপডেট (Ration Card e-KYC Update) করার কথাও বারংবার নির্দেশ বার্তা দিয়েছেন কেন্দ্রীয় সরকার।

Government Holiday 2025 (সরকারি ছুটির তালিকা ২০২৫)

সেপ্টেম্বর মাসে শেষ ডেডলাইন দেওয়া হয়েছিল তবে তারপরও প্রায় অনেকেই ই কেওয়াসি আপডেট করেননি তাদের জন্য আপাতত ৩১ ডিসেম্বর আপডেট করার সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যদি কোন ব্যক্তি এই গুরুত্বপূর্ণ কাজটি না করেন, তাহলে তার রেশন কার্ড বাতিল করা হবে এবং সে কোনোভাবেই আর রেশন থেকে প্রাপ্ত সামগ্রী পাবেন না।

বিদ্যুৎ বিলে ৩০০ টাকা ছাড় পাবেন ‘হাসির আলো’ প্রকল্পে। আবেদন করার উপায় জানুন

কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক প্রত্যেক ব্যক্তির ই-কেওয়াইসি আপডেট করা রয়েছে কিনা, সেই ব্যাপারে জাল রেশন কার্ড বাতিল করার জন্য যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে একটি পদক্ষেপ নিতে চলেছেন। আপনার যদি এখনো পর্যন্ত রেশন কার্ড আপডেট না হয়ে থাকে, তাহলে ৩১ ডিসেম্বরের মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করে নিন, না হলে আপনিও রেশন সুবিধা থেকে বঞ্চিত হবেন।
Written by Shampa Debnath

Related Articles