DA Arrear: সরকারি কর্মীদের বকেয়া DA কবে থেকে দেবে সরকার? বড় আপডেট পাওয়া গেল
Dearness Allowance
দেশ জুড়ে সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। দীর্ঘ দিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা (DA Arrear) পাওয়ার অপেক্ষায় থাকা কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবার মিলেছে বড় আপডেট। কেন্দ্রীয় সরকার ইতি মধ্যেই DA হারের সাম্প্রতিক বৃদ্ধি কার্যকর করেছে। পাশাপাশি, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যও বকেয়া DA সংক্রান্ত বিষয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে।
Government Employees DA Arrear News
- ২০২৫ সালের শুরুতে কেন্দ্রীয় কর্মচারীদের DA ৫৫ শতাংশে উন্নীত হয়েছে।
- এই বৃদ্ধির ফলে জানুয়ারি ও ফেব্রুয়ারির বকেয়া মার্চ মাসের বেতনের সঙ্গেই পরিশোধ হয়েছে।
- তবে করোনা মহামারীর সময় স্থগিত থাকা ১৮ মাসের বকেয়া DA এখনও মেটানো হয়নি।
বর্তমানে কর্মচারীরা এই স্থগিত ১৮ মাসের বকেয়া DA Arrear দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিষয়টি আবারও সরকারের নজরে এসেছে, যদিও এখনো চূড়ান্ত কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। আর কিছু দিন পর থেকে অষ্টম বেতন কমিশন শুরু হয়ে গেলে সকল কর্মীদের বেতন বৃদ্ধির সম্ভাবনাও বৃদ্ধি পাবে।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের দীর্ঘ দিনের দাবি ছিল বকেয়া DA পরিশোধের। এই প্রেক্ষিতে সাম্প্রতিক এক রায়ে আদালত নির্দেশ দিয়েছে যে, রাজ্য সরকারকে ২৫ শতাংশ বকেয়া DA কর্মীদের পরিশোধ করতে হবে। এই নির্দেশ অনুযায়ী রাজ্যের লক্ষাধিক কর্মী এবং পেনশনভোগীরা সরাসরি উপকৃত হবেন। অনেকেই আশা করছেন, অবশিষ্ট DA Arrear-র বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার।
ভারতের অন্যান্য রাজ্য গুলিও ধাপে ধাপে DA Arrear বৃদ্ধি এবং বকেয়া পরিশোধের দিকে এগোচ্ছে। জম্মু ও কাশ্মীর সরকার তাদের কর্মীদের DA ৫৫ শতাংশ করা হয়েছে এবং জানুয়ারি থেকে বকেয়া জুন মাসে দেওয়া হবে, তেলেঙ্গানা সরকার দুটি পর্যায়ে বকেয়া DA মেটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায় তাৎক্ষণিক ও দ্বিতীয় পর্যায় ছয় মাস পর।মহারাষ্ট্র সরকার পরিবহণ বিভাগের কর্মীদের জন্য DA ৪৬% থেকে বাড়িয়ে ৫৩% করা হয়েছে, যা জুন থেকে কার্যকর হবে।
আবার 2% DA বৃদ্ধির ঘোষণা করলো সরকার। সরকারি কর্মীরা বেজায় খুশি
উপসংহার
বর্তমানে কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্যের সরকার বকেয়া DA Arrear সংক্রান্ত সিদ্ধান্ত নিচ্ছে ধাপে ধাপে। যদিও সব রাজ্যে একযোগে পরিশোধ শুরু হয়নি, তবে ভবিষ্যতে কর্মীদের দাবিকে গুরুত্ব দিয়ে সরকার আরও বড় সিদ্ধান্ত নিতে পারে বলে আশাবাদী কর্মীরা। এই পরিস্থিতির উপর নজর রাখলে বোঝা যাচ্ছে যে, বকেয়া DA নিয়ে সরকারের দৃষ্টি ভঙ্গি ধীরে ধীরে বদলাচ্ছে। তাই সরকারি কর্মীদের জন্য আগামী সময় হতে পারে আরও স্বস্তির।



