চাকরি

DA Hike: সব বকেয়া DA মিটিয়ে দেওয়া হবে! মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা সরকারি কর্মীদের জন্য

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike News) নিয়ে ফের এক দারুণ সুখবর পাওয়া গেল। চলতি বছরের শুরুর দিকে মহার্ঘ ভাতা বেড়েছে সরকারি কর্মীদের। আগে কর্মীরা 46 শতাংশ হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পেত কিন্তু 4 শতাংশ মহার্ঘ ভাতা বাড়ার পর এখন 50 শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) বেড়েছে কেন্দ্র সরকারি কর্মীদের (Central Government Employees).

DA Hike News for Government Employees Benefits.

এই দিকে এবার দ্বিতীয় দফায় মহার্ঘ ভাতা (DA Hike) পুজোর আগেই বাড়বে বলে শোনা যাচ্ছে। সেই অপেক্ষায় আছে কর্মীরা। আর এই আবহে এবার রাজ্য সরকার ও তাদের কর্মীদের জন্যে বড় ঘোষনা করল। দেশের বিভিন্ন রাজ্যে লাগাতার মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন চলছে। এরই মাঝে এবার দেশের এই রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী 6 মাসের মধ্যে রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতা ও DA Arrear দেওয়া হবে বলে জানিয়েছে।

সরকারি কর্মীদের বকেয়া DA বৃদ্ধি!

2025 সালের শুরুর দিকেই সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা ও এরিয়ার পেয়ে যাবেন বলে জানিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু। নিজের রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির (DA Hike) আশ্বাস দিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যে সময় তাদের ক্ষমতায় আসে তখন তাদের উপরে প্রায় 1 লক্ষ কোটি টাকার বোঝা ছিল।

DA News (মহার্ঘ ভাতা নিয়ে খবর)

বকেয়া DA বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা!

সেই মুহূর্তেও তিনি সরকারি কর্মীদের কথা ভবেছেন। তখন সেই সময় কয়েক দফায় তার সরকার কর্মচারিদের 7 শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল। আর এবার খুব তাড়াতাড়ি এরিয়ার এবং মহার্ঘ ভাতা (DA Hike) দেওয়ার পাশাপাশি চলতি বছরই 75 বছরের বেশি পেনশনভোগীদের এরিয়ার দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে সুখবিন্দার সিং সুখু (Sukhvinder Singh Sukhu).

সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা করলো নবান্ন

দেশের বেশিরভাগ রাজ্য একদিকে যেমন কেন্দ্রের সাথে তাল মিলিয়ে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (DA) ঘোষনা করেছে। আর এই দিকে পশ্চিমবঙ্গ সরকার তাদের কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14 শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA Hike) দিচ্ছে তাদের কর্মীদের। বহু দিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চলিয়ে যাচ্ছেন কর্মীরা। আর এই মামলা চলছে সুপ্রিম কোর্টে কবে সেই মামলার ঝট খুলবে তা জানা নেই।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *