চাকরি

DA Hike News – রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কত শতাংশ বাড়ানো হল?

পুজোর আগেই কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বাড়িয়েছে (DA Hike News). 4 শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র সরকার, এর ফলে তাদের এখন মহার্ঘ ভাতা 46%. তাই এবার কেন্দ্র সরকারের পথ অনুসরণ করে রাজ্যে সরকার ও তাদের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করলো। আর এই ঘোষণার ফলে কোটি কোটি কর্মচারীরা উপকৃত হতে চলেছেন। দীপাবলির আগেই এই সিদ্ধান্তের ফলে উপকৃত হতে চলেছেন সকল কর্মীরা।

DA Hike News For Government Employees.

কেন্দ্রীয় সরকারের তরফে যখন মহার্ঘ ভাতা বৃদ্ধির (DA Hike News) ঘোষণা করা হয়েছিল। তখন রাজ্য সরকারি কর্মীরা (State Government Employees) অপেক্ষা করছিলেন যে কবে মুখ্যমন্ত্রীর তরফে এই নিয়ে কিছু বড় ঘোষণা করা হবে। তবে সেই সব অপেক্ষার পালা এখন শেষ হতে চলেছে এবং মুখ্যমন্ত্রীর তরফে 4% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে বলে ঘোষণা করে দেওয়া হয়েছে।

এবার দুই রাজ্য তামিলনাড়ু ও উড়িষ্যা সরকার তাদের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল (DA Hike News). তামিলনাড়ু সরকার তাদের সরকারি কর্মচারী এবং শিক্ষকদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। এত দিন তারা 42 শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন আর এখন তাদের 4 শতাংশ বেড়ে 46 শতাংশ মহার্ঘ ভাতা হয়েছে। তামিলনাড়ু সরকার জানিয়েছে তারা অর্থনৈতিক সংকটে রয়েছে।

তারপরও শুধুমাত্র সরকারি কর্মীদের কথা ভেবে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। এতে খুশি তামিলনাড়ু সরকারি কর্মীরা। তামিলনাড়ু সরকারের (Tamilnadu Government) পাশাপাশি ওড়িশা সরকারও তাদের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহর্ঘ ভাতা (DA Hike News) বাড়িয়েছে। তাদের জন্য 4 শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। আগে 42 শতাংশ মহার্ঘ ভাতা পেতেন তারা। বর্তমানে তা বেড়ে হয়েছে 46 শতাংশ।

এরমধ্যে কর্ণাটক সরকার ও তাদের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়াবে (DA Hike News) বলে জানিয়েছে। তাদের মহার্ঘ ভাতা 3.75 শতাংশ বাড়ান হবে বলে জানিয়েছে কর্ণাটক সরকার। তবে কর্নাটকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা না বাড়ায় কিছুটা হতাশা রয়েছে কর্মচারীদের মধ্যে। তবে পুজোর মরসুমে সরকারের পদক্ষেপে খুশি সব সরকারি কর্মীরা।

সরকারি কর্মী (WB Government Employees)

তবে পশ্চিমবঙ্গ সরকার তাদের কর্মীদের এখনো পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike News) নিয়ে এখনো পর্যন্ত কোন ঘোষণা করেনি। বেশিরভাগ রাজ্যেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কর্মীরা শুধু কিছু রাজ্য ছাড়া। কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের DA র ব্যবধান বর্তমানে 40 শতাংশ। দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা ইস্যুতে উত্তাল বাংলা। একদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে পথে নেমে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।

Cash Withdrawal – ব্যাংক থেকে নগদ টাকা তোলার ঊর্ধ্বসীমা কমিয়ে দিলো RBI. কত টাকা তুলতে পারবেন এখন?

সর্বোচ্চ আদালতে চলছে মামলা। যদিও সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে DA মামলার শুনানি। পুজোর আগেই বকেয়া DA মিটিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। সরকার তাতেও নীরব থাকায়। তাই এবার পুজোর পর পশ্চিবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা DA আদায় (DA Hike News) করতে আরও জোরতর আন্দোলন করবেন বলে জানিয়ে দিয়েছেন তারা।
Written by Ananya Chakraborty.

Primary TET Exam – বদলে গেল টেট পরীক্ষার নিয়ম। শিক্ষক হতে চাইলে অবশ্যই দেখুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *