চাকরি

DA News: সরকারি কর্মীদের জন্য DA নিয়ে খারাপ খবর! বকেয়া কি আর পাবেন না?

সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA News) নিয়ে বিগত কয়েক বছর ধরে রাজ্য রাজনীতি সর গরম রয়েছে (Dearness Allowance). কিন্তু এখন বিগত কিছু মাস ধরে কেন্দ্র সরকার সহ দেশের বাকি সকল রাজ্যের সরকারের তরফে কর্মীদের মহার্ঘ ভাতা (DA Hike News) বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এবারে এই ভাতা নিয়ে এক খারাপ খবর পাওয়া গেল।

DA News Today for Govt Employees.

সরকারি কর্মীদের জন্যে খারাপ খবর!! এবার দ্বিতীয় দফায় বেশি বাড়বে না মহার্ঘ ভাতা এমন শোনা যাচ্ছে (DA News). কানা ঘুষো শোনা যাচ্ছে এবার মাত্র 3% মহার্ঘ ভাতা বাড়তে পারে কেন্দ্র সরকারি কর্মীদের (Central Government Employees). কবে থেকে বাড়বে মহার্ঘ ভাতা? সত্যি কি 3% বাড়বে? এই প্রশ্ন গুলো নিশ্চই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তাহলে এই নিয়ে বিস্তারিত জেনে নিন।

DA নিয়ে বড় খবর!

চলতি বছরের শুরুর দিকে মহার্ঘ ভাতা বেড়েছিল কেন্দ্র সরকারি কর্মীদের। আগে কর্মীরা 46% হারে মহার্ঘ ভাতা পেত কিন্তু 4% মহার্ঘ ভাতা বাড়ার পর এখন 50% হারে মহার্ঘ ভাতা বেড়েছে কেন্দ্র সরকারি কর্মীদের। এবার দ্বিতীয় দফায় মহার্ঘ ভাতা পুজোর আগেই বাড়তে পারে (DA News). আগে কেন্দ্র সরকার প্রতিবার 4% করেই মহার্ঘ ভাতা বাড়িয়েছে। তবে এবার একটু খারাপ খবর। শোনা যাচ্ছে এবার 3% বাড়বে মহার্ঘ ভাতা।

বকেয়া অনুসারে DA বাড়বে না!

বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে 3% হারেই এবার মহার্ঘ ভাতা পাবেন কর্মীরা। সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসেই মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে (DA News). পাশাপাশি মনে করা হচ্ছে বকেয়া 18 মাসের মহার্ঘ ভাতাও পেয়ে জেতে পারে কর্মীরা এবার। এর আগে করোনার সময় 18 মাসের মহার্ঘ ভাতা বকেয়া রাখা হয়েছিল সেই ভাতাও দেওয়া হতে পারে।

তবে মহার্ঘ ভাতা যে পুজোর আগে ঘোষণা করা হবে সে নিয়ে এখন কিছু সরকারি ভাবে জানান হয়নি। ওই দিকে করোনার সময়ের বকেয়া DA নিয়ে প্রস্তাব জমা পড়েছে সম্প্রতি। সূত্রের খবর বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) চিঠি পাঠিয়েছেন ন্যাশনাল কাউন্সিল (এমপ্লোয়িজ সাইড) জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব গোপাল মিশ্র।

Dearness Allowance (মহার্ঘ ভাতা বৃদ্ধি)

বর্ষাকালীন অধিবেশনে দুই সদস্য সম্প্রতি বকেয়া নিয়ে সরকারের সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন তুলেছিল (DA News). সেই প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি বলেন, এ বিষয়ে সরকার এখনো কিছুই বিবেচনা করছে না অর্থাৎ করোনার সময় 18 মাসের বকেয়া DA ও DR দেওয়ার সম্ভবনা কম। তবে সরকারি কর্মীরা আশায় আছেন 2026 সালের আগেই অষ্ঠম পে কমিশন (8th Pay Commission) গঠন করা হতে পারে।

প্যান কার্ড নিয়ে নতুন নির্দেশ! এই নিয়ম সকলের জন্য বাধ্যতামূলক

কারন এর আগে 10 বছর পর পর নতুন বেতন কমিশন গঠন করা হয়েছে তাই এবার ও তাই হতে পারে বলে আশা করছে কর্মীরা। তাই মহার্ঘ ভাতা 50% পার হয়ে গেলেও অষ্ঠম বেতন কমিশন গঠন না হওয়া পর্যন্ত DA মূল বেতনের সাথে যুক্ত করা হবে না। আর এই খবর (DA News) পাওয়ার ফলে খুব একটা খুশি নন সরকারি কর্মীরা। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *