চাকরি

সরকারি কর্মীদের DA, বেতন বৃদ্ধি সঙ্গে পেনশনভোগীদের জন্য সুখবর, মাসের শুরুতেই বড় ঘোষণা

DA Salary Hike News

সাম্প্রতিক সময়ে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য একাধিক নতুন ঘোষণা করেছে। এতে যেমন আর্থিক স্বস্তি মিলবে, তেমনি ভবিষ্যতের সুরক্ষাও নিশ্চিত হবে। দীর্ঘ দিন ধরে সকল কর্মীদের তরফে নানা ধরণের দাবি করা হচ্ছিলো। কিন্তু এবারে ধীরে ধীরে অনেক দাবি মিটে যাবে বলে মনে করা হচ্ছে ও অনেক দাবি মিটে যাওয়ার কথা বলাও হচ্ছে।

মাসের শুরুতেই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা

মুলত কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৪% হারে বৃদ্ধি করেছে, এই নতুন হার কার্যকর হবে চলতি মাস থেকেই এবং বকেয়া অর্থও এক সাথে প্রদান করা হবে, এর ফলে প্রায় ৪৮ লক্ষ কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন, উৎসবের মরশুমকে সামনে রেখে পেনশন ভোগীদের জন্য এককালীন বিশেষ বোনাস ঘোষণা করা হয়েছে, এই বোনাস পরিমাণ নির্ভর করবে কর্মীর গ্রেড অনুযায়ী। ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন লাগু হবে সেই নিয়েও জানানো হয়েছে।

রাজ্য সরকারি কর্মীদের জন্য বাড়তি সুবিধা

কয়েকটা রাজ্যের কিছু বিভাগে অতিরিক্ত ছুটির সুবিধা ঘোষণা করা হয়েছে, কর্মীদের জন্য ট্রাভেল অ্যালাওয়েন্স (TA) ও মেডিকেল বিল ক্লিয়ারেন্সেও দ্রুততা আনা হচ্ছে। সরকারের পক্ষ থেকে NPS (National Pension System) এবং পুরনো পেনশন স্কিম (OPS) নিয়ে বড় ঘোষণা করা হয়েছে, নির্দিষ্ট বয়স সীমার মধ্যে থাকা কর্মীরা পুনরায় OPS এ ফেরার সুযোগ পাবেন।

পেনশন স্কিম পরিবর্তনের সুযোগ, বেশি সুদের হারে রিটার্নের নিশ্চয়তা, কর্মীর অবসরের পর মাসিক স্থায়ী আয়, ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত বরাদ্দের ঘোষণা করা হয়েছে, নতুন পদ সৃষ্টির পাশাপাশি পদোন্নতির প্রক্রিয়াও সহজ করা হচ্ছে। 8th Pay Commission এর সুপারিশ অনুযায়ী আগামী কয়েক মাসের মধ্যে বেতন কাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে, নতুন গ্রেড অনুযায়ী ইনক্রিমেন্ট ও অন্যান্য সুবিধার পরিমাণ বাড়বে।

আয়কর রিটার্নে বড় পরিবর্তন সহজ পদ্ধতিতে ফেরত মিলবে টাকা

এছাড়াও বেসিক বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্টে পরিবর্তন, পেনশন ক্যালকুলেশনে নতুন ফর্মুলা। আর এই সকল কিছু সরকারি কর্মীদের জন্য আগামী বছরের আগেই ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে। আর এই নতুন পে কমিশন শুরু হলে একধাক্কায় অনেক পরিমাণ বেতন বৃদ্ধি হবে সকল কর্মীদের এবং যা অনেক বড় বড় বেসরকারি কোম্পানির বেতনের থেকে অনেকটাই বেশি ও সকল রাজ্য সরকার গুলোর তরফে এই পে কমিশন গ্রহণ করা হলে আরও সুবিধা হবে কর্মীদের।

Related Articles