রোজগার

Lottery: এই লটারি জেতার উপায় মানলে ভাগ্য বদল হবে রাতারাতি!

বহু মানুষ লটারি (Lottery) কাটেন কোটিপতি বা লাখপতি হওয়ার আশায়। রাতারাতি কোটিপতি বা লাখপতি হওয়ার একটি সহজ পদ্ধতি হল লটারি কাটা। তবে মনে রাখতে হবে মাথা ঠান্ডা রেখে সঠিক নিয়ম মেনে লটারি কাটলে লক্ষ্যভেদ করা সম্ভব হবে। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করে লটারি কাটলেই যে কোটিপতি হওয়া যাবে তা নয়, এই পদ্ধতি গুলো মেনে লটারি কাটলে জেতার সম্ভবনা বেড়ে যায়।

Dear Lottery Buying Tips & Tricks

আজকের এই প্রতিবেদনটিতে আমরা আপনাদের জানাব লটারি কাটার সঠিক পদ্ধতির ব্যাপারে। এই গুলো জানলে নিজের ভাগ্য বদলাতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নিন এই বিষয়ে। আমাদের দেশে দিন দিন বেকারদের সংখ্যা বেড়েই চলছে। আর এর ফলে লটারি কাটার পরিমান ও বেড়েছে। তাই লটারি (Lottery Ticket) কাটলে যাতে জেতা যায় তার জন্যে কি কি পদ্ধতি আছে লটারি জেতার তা জানতে চায় মানুষ।

লটারি জেতার উপায় 2024

তবে একটি বিষয় মনে রাখবেন সব জিনিস এরই অভিজ্ঞতা খুব প্রয়োজন। অভিজ্ঞতা না থাকলে ততে সফল হওয়া মুশকিল। যেই মানুষের লটারি কাটার (Lottery) অভিজ্ঞতা আছে অনেক দিনের তার জেতার সম্ভবনা বেশি। ঠিক এমনই আপনার যদি লটারি জেতার টিপস নিয়ে যদি পুর্ব অভিজ্ঞতা থাকে তাহলে বাকিদের তুলনায় সহজেই আপনি লটারি জিততে পারবেন।

লটারি জেতার টিপস

কথায় আছে অতি লাভ তাঁতি নষ্ট। বেশি লোভ করা ভালো নয়। কিছু মানুষ লোভের বশবর্তী হয়ে অন্য লোকের লটারি জেতার (Lottery Winning Tips) গল্প শুনে নিজে বেশি বেশি করে লটারি কাটতে শুরু করে এতে কোনো লাভ হয় না বরং আরো ক্ষতি হয় সংসারে। তাই সাবধানে লটারি কাটুন। তাহলে লটারি টিকিট জেতার কিছু টিপস সম্পর্কে এখনই জেনে নেওয়া যাক।

লটারি জেতার সেরা কৌশল

1) অনেকে শুভ সংখ্যা বা শুভ দিন মানেন।
2) এই শুভ সংখ্যা বা শুভ দিন মেনে আপনারা Lottery কাটতে পারেন।
3) যে দোকান থেকে লটারি কিনছেন সেই দোকানটিও ভালো মত লক্ষ রাখতে হবে।
4) যে দোকানে লটারির পরিমান বেশি থাকবে সেখানে থেকে লটারি কিনতে পারেন তাহলে ভালো মত দেখে শুনে লটারি কিনতে পারবেন।

5) মাথা ঠান্ডা করে নিজের পছন্দ মত নম্বর দেখে Lottery কাটুন।
6) লটারি কাটার সময় লটারির মিডিল নাম্বারটি প্রথমে বেছে নিন।
7) যে আগে অনেকবার লটারি জিতেছে তার কাছ থেকে টিপস নিতে পারেন।
8) লটারি কাটার আগে গত 7 দিনের লটারির রেজাল্টের উপরে নজর রাখুন।

Jio Airtel VI (জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া)

9) তাহলে একটি সম্যক ধারনা তৈরি হবে।
10) আগের বার যেই নাম্বারটি জিতেছে আপনি সেই নাম্বার কিনবেন না তার উল্টো নাম্বার কিনবেন।
11) মিডল নম্বরের বিপরীত নম্বর দেখে টিকিট কাটুন।
12) শেষের নম্বরটি সামনে এবং শেষের নম্বরের বিপরীত সংখ্যাকে ধরে শেষ করতে হবে। এই ভাবেও কাটতে পারেন লটারির টিকিট।

25 লাখের SBI Home Loan নিলে প্রতিমাসে কত টাকা EMI দিতে হবে? ঋণ শোধের সম্পূর্ণ হিসাব একনজরে

তবে এই পদ্ধতি মেনে চললেই যে Lottery জিততে পারবেন তার গ্যারেন্টি দেওয়া হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে ভাগ্যের ওপরে নির্ভর করে এই খেলায় জেতা যায়। তবে এই লটারি কাটাকে কখনোই অভ্যাসে বানিয়ে ফেলবেন না। এতে ক্ষতি হতে পারে আপনার। আমরা এই ধরনের জিনিসকে সমর্থন করি না। এই সম্পর্কে কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *