Lottery: লটারি জেতার সহজ উপায়। লটারি জেতার নম্বর জেনে আজই টিকিট কিনুন
এখনকার দিনে লটারি টিকিট (Lottery Ticket) কেনা একটা প্রচলন হয়ে দাঁড়িয়েছে সেটা বলাই বাহুল্য। প্রত্যেকটি ব্যক্তি যে পরিমাণ আয় করেন, তার চেয়েও বেশি পরিমাণ আয়ের উৎস খোঁজার চেষ্টা করেন। যে কোনো কাজ থেকে অর্থ উপার্জন করা অনেকটাই কষ্টকর ব্যাপার, তবে আপনি যদি কোন রকম পরিশ্রম ছাড়াই কোটিপতি হতে চান, তার জন্য সর্বোত্তম উপায় হল লটারি টিকিট কাটা। এই লটারি টিকিট একমাত্র পারে একজন গরিব ব্যক্তিকে ধনী ব্যক্তিতে পরিণত করতে।
How to Win Lottery
অনেক ব্যক্তি রয়েছেন যাঁরা শখের কারণে লটারি টিকিট কাটেন আবার এমন অনেক ব্যক্তি রয়েছেন, যাঁরা ধনী হওয়ার জন্য প্রতিনিয়ত টিকিট কেটে যান এই ভেবে, যে কবে ভাগ্যের শিখা ছিড়বে! এমন অনেক ব্যক্তিই এই লটারি টিকিট কেটে কোটিপতি হয়েছেন। আপনিও কোন রকম পরিশ্রম ছাড়াই কোটিপতি হতে পারেন, তবে তার জন্য লটারি কাটার নিয়ম (Lottery Buying Tips) সম্পর্কে কিছু কৌশল আয়ত্ত করতে হবে।
লটারি জেতার নম্বর
লটারি এক রকম খেলা, যদিও এটাকে ভাগ্যের খেলা বলেই পর্যালোচনা করা হয়, তবে যে কোন খেলাতেই হারা বা জেতা ভাগ্যের উপর নির্ভর করলেও, কয়েকটি কৌশল আয়ত্তে থাকলে আপনার জেতার (Lottery Winning) সুযোগটা অনেকটাই বেশি থাকে। পশ্চিমবঙ্গ ছাড়াও আরো অন্যান্য রাজ্যে যেমন – কেরালা, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, অসম রাজ্যে এই লটারি খেলার প্রচলন রয়েছে।
লটারি জেতার টোটকা
আজকের এই প্রতিবেদনে কোন পদ্ধতিতে এবং কোন কোন নিয়ম অনুসরণ করে লটারি (Lottery) কাটলে আপনার ভাগ্যেও কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে জানাবো। আপনিও যদি লটারি কেটে থাকেন প্রতিনিয়ত অথচ কোনো ভাবেই লটারির অর্থ ভাগ্যে জুটছে না, তাহলে প্রতিবেদনের নিয়ম গুলো একবার চোখ বুলিয়ে নিন।
লটারি জেতার নতুন উপায়
১) আপনি যখন লটারি কাটবেন বলে মনস্থির করবেন ঠিক সেই সময় নিজেকে খুবই শান্ত এবং ধীর স্থির রাখুন। উত্তেজনা বা হঠকারিতা আনবেন না লটারি কাটার সময়
২) লটারি কাটার (Lottery) ক্ষেত্রে অনেক সময় লাকি নম্বর বিশেষ ভূমিকা রাখে। আপনার জন্মদিনের তারিখ কিংবা শুভ নম্বর লটারি কাটার সময় প্রথম দুটি সংখ্যায় রাখতে পারেন।
৩) যে সমস্ত ব্যক্তিরা লটারি জিতেছেন তাদের লটারি টিকিট পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, বেশির ভাগ পুরস্কার প্রাপ্ত টিকিটে ১ সংখ্যাটি রয়েছে। আপনারা যখন টিকিট কাটবেন তখন টিকিটের সংখ্যায় এক নম্বর রয়েছে কিনা এটি দেখে টিকিট কাটবেন।
৪) আপনার টিকিট কাটার আগে যে টিকিটের পুরস্কার পাওয়া হয়ে গিয়েছে সেই টিকিটের নাম্বারটি বাদ দিয়ে টিকিট কাটবেন
৫) আপনি যেহেতু লটারি কাটার জন্য অভিজ্ঞ নন তাই প্রথমেই বেশি টাকার টিকিট না কেটে, অল্প টাকার টিকিট কাটুন।
৬) আপনি যদি শাস্ত্র মেনে থাকেন তাহলে যে বার আপনার জন্য শুভ সেই বারেই লটারি কাটার (Lottery) চেষ্টা করুন।
৭) ০-৯ এর মধ্যে সব সংখ্যাই টিকিটে থাকে, আপনার টিকিট কাটার আগে যে টিকিট পুরস্কৃত হয়েছে সেই নাম্বারটি যত সংখ্যা দিয়ে থাকবে, আপনি টিকিট কাটার সময় ঠিক তারপরে সংখ্যা দিয়ে টিকিট কাটা শুরু করুন।
উপরিউক্ত এই কৌশল গুলো আয়ত্তের মধ্যে থাকলে এছাড়া যে সমস্ত ব্যক্তি লটারি কেটে পুরস্কৃত হয়েছেন সে সমস্ত ব্যক্তির পূর্ব অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করুন, বাদ বাকিটা ভাগ্যের উপর নির্ভর করছে। উপরের এই কৌশল গুলো আয়ত্ত করলে আপনার লটারি জেতার সম্ভাবনা অনেকটাই এগিয়ে থাকছে। একটা কথা শুধু মনে রাখবেন, যেহেতু প্রথম লটারি টিকিট কাটছেন তাই অল্প টাকা দিয়ে টিকিট কাটার চেষ্টা করুন।
লটারি টিকিট কাটতে কাটতে অভিজ্ঞতা সঞ্চার হলে তারপরে বেশি টাকা দিয়ে লটারি কাটা উচিত। এই লটারি একমাত্র পারবে কোনো পরিশ্রম ও বিনিয়োগ ছাড়াই এক জন দরিদ্র ব্যক্তিকে খুব দ্রুত ধনী ব্যক্তিতে পরিণত করতে। লটারি যেহেতু একটা খেলা, তাই এই প্রতিবেদনে দেওয়া কৌশল গুলো আয়ত্ত করে লটারি টিকিট কাটবেনতো অবশ্যই, তবে লটারি জেতার (Lottery) জন্য নিজের প্রতি বিশ্বাস সেই সাথে ভাগ্যর সাথ থাকা দরকার।
প্রধানমন্ত্রী স্বানিধি যোজনা। ব্যবসা করার জন্য ৫০,০০০ টাকা ঋণ কিভাবে পাবেন?
কৌশল গুলো আয়ত্ত করলেই আপনি জিতবেন এমনটাও বলা যায় না, সর্বোপরি এটাই বলার উপযুক্ত কৌশল গুলো কাজে লাগিয়ে নিজের দায়িত্বে লটারি (Lottery) কাটুন। আর এই লটারি কেনা যেন আপনার অভ্যাসে রূপান্তরিত না হয় সেই বিষয়ে খেয়াল রাখবেন। আমাদের কাজ শুধু পাঠকদের তথ্য সম্প্রদান করা, আমরা কোন ধরণের লটারি কিনতে কাউকে উৎসাহিত করি না।
Written by Shampa debnath