চাকরি

Dearness Allowance – পুজোর আগেই পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে বড় খবর। এই প্রথম সিদ্ধান্ত।

বকেয়া DA (Dearness Allowance) নিয়ে আন্দলোন চলছে রাজ্যে (West Bengal) আদালতে চলছে মামলা। রাজ্য সরকারি কর্মিরা ষষ্ঠ বেতন কমিশনের (6Th Pay Commission) আওতায় ছয় শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) পান। আর সুপ্রিম কোর্টে (Supreme Court Of India) পঞ্চম বেতন কমিশনের (5Th Pay Commission) আওতায় মামলা চলছে। এবার অনেকের প্রশ্ন হচ্ছে, পঞ্চম বেতন কমিশনের আওতায় তারা কত দিনের বকেয়া মহার্ঘ ভাতা (Pending DA) পাবেন।

Dearness Allowance Update In West Bengal.

বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। 3 রা নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। রাজ্য সরকারি কর্মীদের (West Bengal Government Employees) অনুমান, সুপ্রিম কোর্ট যেহেতু আগেই বলেছিল এই মামলার অনেক কয়টি শুনানি প্রয়োজন তাই তারা মনে করছেন 3রা নভেম্বর এই মামলার চূড়ান্ত রায় হয়তো দেবে না আদালত। আরও কয় একটি শুনানি হবে তারপরে হয়তো চূড়ান্ত রায় দিতে পারে সুপ্রিম কোর্ট।

তবে অনেকে এই প্রশ্ন করছে কত দিনের DA (Dearness Allowance) বাকি আছে? বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন যে, ‘অনেক অবসরপ্রাপ্ত কর্মচারীরা জানতে চাইছেন যে রোপা 9 (ROPA 9) অনুযায়ী বকেয়া ডিএ কবে থেকে কখন পর্যন্ত পাওয়া যাবে। তাদের উদ্দেশ্যে বলছি যে 2009 সালের জুলাই থেকে 2017 সালের জানুয়ারি পর্যন্ত বকেয়া ডিএ মিলবে।

আপাতত পশ্চিমবঙ্গের (West Bengal) রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 6 শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের (7Th Pay Commission) আওতায় 42 শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। শীঘ্রই সেটা বৃদ্ধি পেয়ে 45 শতাংশ হাতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। আর সুপ্রিম কোর্টে বকেয়া DA (Dearness Allowance) সংক্রান্ত যে মামলা চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত।

2016 সাল থেকে সেই মামলা চলছে। যা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (SAT), কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) হয়ে তারপরে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তারপরেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। আর তাই এখন সেই মামলা সুপ্রিম কোর্টে চলছে।

Ration Card (রেশন কার্ড)

2022 সালের 20শে মে হাইকোর্ট রায় দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া DA (Dearness Allowance) মিটিয়ে দিতে হবে। একেবারে শেষ লগ্নে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, তা খারিজ হয়ে গিয়েছিল। তারই মধ্যে নির্দিষ্ট সময় মতো মহার্ঘ ভাতা মিটিয়ে না দেওয়ায় হাইকোর্টে মামলা করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের তিনটি সংগঠন।

LIC Policy – বাতিল হয়ে যাচ্ছে এই জনপ্রিয় পলিসি, গ্রাহকদের কি করনীয় জেনে নিন।

সেই মামলায় রাজ্য সরকারকে হলফনামা দায়ের করতে হয়েছিল। সেই হলফনামা পেশের মধ্যে রাজ্য জানায় যে হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়েছে।তবে 3রা নভেম্বরের Dearness Allowance মামলার শুনানির দিকে তাকিয়ে আছে রাজ্য সরকারি কর্মীরা। এবারে দেখা যাক সময় কি কথা বলে?

LPG Gas Price – রান্নার গ্যাস এবার অর্ধেক দামে মাস চলবে। মা বোনেদের মুখে হাসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *