চাকরি

Dearness Allowance: সরকারি কর্মীদের DA বাড়ছে সেপ্টেম্বরের এই তারিখে! পুজোর আগেই খুশির খবর

উৎসবের মরশুমের আগেই এবার লক্ষ্মীলাভ (Dearness Allowance)! দেশের অসংখ্য কেন্দ্রীয় সরকারি চাকরিজীবিদের জন্য এসে গেল বড় সুখবর। সেপ্টেম্বর মাসেই বাড়ানো হতে চলেছে তাদের মহার্ঘ ভাতা (DA Hike), পাশাপাশি বাড়বে বেতন (Salary Hike). মূলত দীর্ঘদিন ধরেই পূর্ণ পেনশন স্কিম (Pension Scheme) ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তাদের কথা মাথায় রেখে সম্প্রতি ইউনিফাইড পেনশন স্কিমের (Unified Pension Scheme) ঘোষণা করেছে কেন্দ্র।

3 Percent Dearness Allowance Increment for Employees Benefits

যা নিয়ে খুশিতে ভাসছেন সরকারি কর্মীরা। তবে এখানেই শেষ নয়। এই সেপ্টেম্বর মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও একটি উপহার দেবে সরকার। জানা গিয়েছে, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেই Dearness Allowance অর্থাৎ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্র। এবারে ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরেই ডিএ এবং পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআরও মিলবে।

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি!

যা কার্যকর হবে ১ জুলাই ২০২৪ থেকে। নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৫০ শতাংশে পৌঁছেছে। পুজোর আবহে সেপ্টেম্বরে ফের বাড়বে ভাতা। যা নিয়ে যথেষ্টই খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তবে, মহার্ঘ ভাতার পাশাপাশি করোনাকালে ১৮ মাসের বকেয়া ডিএ এবার হাতে পেতে পারেন কর্মচারীরা।

১৮ মাসের বকেয়া DA ফেরত পাবেন?

করোনার সময় জরুরি পরিস্থিতিতে ১৮ মাসের ডিএ আটকে রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতে সেই বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি উঠেছে বারংবার। এবার সেই বকেয়াও পেতে পারেন সরকারি কর্মীরা, এমনটাই জানা যাচ্ছে। যদিও এই নিয়ে সরকারিভাবে এখনও কিছু বলা হয়নি। তবে, সেপ্টেম্বর মাসে সরকার ৩ বা ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে।

AICPI অনুসারে মহার্ঘ ভাতা বাড়বে?

মূলত সরকারি কর্মীদের Dearness Allowance নির্ণয় করা হয় AICPI-র ভিত্তিতে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সিপিআই-আইডব্লু ২.৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। ফলত মহার্ঘ ভাতা ৫০.২৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৫৩.৩৬ শতাংশে পৌঁছতে পারে। তবে পূর্বে একাধিকবার ৪% করে ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র। এবারেও তেমনটা হতে পারে।

যদি ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হয়, তাহলে সপ্তম পে কমিশনের (7th Pay Commission Dearness Allowance) আওতায় অনেকটাই লাভ হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। বর্তমানে যে সকল সরকারি কর্মচারীদের মূল বেতন ১৮ হাজার টাকা, ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পেলে প্রতি মাসে ৭২০ টাকা অর্থাৎ বছরে ৮,৬৪০ টাকা বেতন বৃদ্ধি হবে। যে সব কর্মীদের মূল বেতন ২০ হাজার, তারা প্রতি মাসে ৪০০ এবং বছরে বাড়তি ৯ হাজার ৬০০ টাকা পাবেন।

Salary Hike (সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি)

আবার যদি কোনো সরকারি কর্মচারীর মূল বেতন ২৫ হাজার টাকা হয়, তাহলে প্রতি মাসে ১০০০ টাকা এবং বছরে ১২ হাজার টাকা বেতন বৃদ্ধি (Dearness Allowance Salary Hike) হবে। যাদের মূল বেতন ৩০ হাজার টাকা তারা মাসে ১২০০ টাকা এবং বার্ষিক ১৪,৪০০ টাকা এবং যাদের মূল বেতন ৫০ হাজার টাকা তারা প্রতি মাসে ২ হাজার টাকা এবং বছরে ২৪ হাজার টাকা অতিরিক্ত পাবেন।

আবার 3% DA বৃদ্ধি হতে চলেছে এই দিন! সরকারি কর্মীরা পুজোর আগেই পাবেন?

উৎসবের মরশুম শুরুর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বেতন (Salary) এবং মহার্ঘ ভাতা (Dearness Allowance) উভয় বৃদ্ধিই একটি বড়ো সুখবর বলা যায়। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Sampriti Bose.

Related Articles