Dearness Allowance: আবার DA বাড়তে চলেছে! পুজোর আগেই ফাইনাল আপডেট
উৎসবের মরশুমের আগেই ফের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে বড় খবর পাওয়া গেল। অনেক দিন ধরেই এই DA বৃদ্ধি নিয়ে অনেক ধরণের জল্পনা দেখতে পাওয়া যাচ্ছিল। আর আজই এই নিয়ে বড় কোন ঘোষণা সরকারের (Government) তরফে করা হবে বলে মনে করা হচ্ছে। তাহলে সরকারি কর্মীদের জন্য লেটেস্ট আপডেট সম্পর্কে জেনে নেওয়া যাক।
Dearness Allowance Hike for Employee Benefits
সামনেই পুজো আর এই উৎসবের মরশুম শুরুর আগেই কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়বে বলে খবর পাওয়া গিয়েছে। তবে এই মহার্ঘ ভাতা 4 শতাংশ বাড়বে নাকি 3 শতাংশ বাড়বে তা নিয়ে জল্পনা চলছে। চলতি মাসের শেষের দিকেই বাড়বে মহার্ঘ ভাতা আর তার সাথে বাড়বে মহার্ঘ ত্রানও (Dearness Relief).
আজই বাড়বে মহার্ঘ ভাতা?
চলতি বছর জানুয়ারি মাসে 4% বেড়েছে মহার্ঘ ভাতা। এখন কেন্দ্র সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 50 শতাংশ হারে Dearness Allowance পাচ্ছেন। তবে এবার কত শতাংশ বাড়বে মহার্ঘ ভাতা তা নিয়ে অনেক মানুষ অনেক রকমের কথা বলছে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে আজ আবার 3% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে।
সরকারি কর্মীরা বেজায় খুশি
আবার কোথাও বলা হচ্ছে 4% মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। তবে 3% মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনাই বেশি। আবার সামনে যেহেতু উৎসবের মরশুম প্রায় শুরু হয়ে গেছে বলাই যায় আবার তার মধ্যে আবার হরিয়ানাতে বিধানসভা ভোট তার জন্য কেন্দ্র সরকার 4% বাড়াতে পারে Dearness Allowance বলে মনে করছেন অনেকে। এই মহার্ঘ ভাতা পাওয়া যাবে 1 লা জুলাই থেকে।
1 লা জুন AICPI সূচকে 1.5 পয়েন্ট বৃদ্ধি দেখা গিয়েছে, মে মাসে যা ছিল 139.9 পয়েন্টে, বর্তমানে তা বেড়ে হয়েছে 141.4. মহার্ঘ ভাতার স্কোর হয়েছে 53.36 %. সুত্রের খবর আগামী 25 শে সেপ্টেম্বর যে মন্ত্রীসভার বৈঠক রয়েছে তাতে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষনা করা হবে। নিয়ম অনুযায়ি বছরে দুই বার Dearness Allowance বৃদ্ধি করে কেন্দ্র।
প্রথম দফায় 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল জানুয়ারি মাসে আর এবার সেপ্টেম্বর মাসের শেষের দিকে মহার্ঘ ভাতা ঘোষনা হতে পারে। এই বৃদ্ধি কার্যকর হবে 1 লা জুলাই 2024 থেকে। 3% মহার্ঘ ভাতা বৃদ্ধি হলে কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পরিমান হবে 53%. করোনার সময় যে বকেয়া Dearness Allowance মিটিয়ে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন সরকারি কর্মীরা।
করোনার সময় জরুরিকালিন পরিস্থিতিতে পরে 18 মাসের মহার্ঘ ভাতা দেওয়া হয়নি। এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক তাই এখন মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার কথা বলছে কর্মীরা। যদিও কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি জানান, সরকার মহামারীর সময়ের বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রান নিয়ে এখনই বিবেচনা করছে না।
সরকার কর্মীদের ভাতা বাড়াচ্ছে তারা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় 50% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন আর এবার সেপ্টেম্বরের শেষের দিকে 3% বৃদ্ধি পেলে তা হবে 53%. কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এর আগে 2024 সালের 1 লা মার্চ 4% মহার্ঘ ভাতা বাড়িয়েছিল আর এপ্রিল মাসে 4% বৃদ্ধি পায়।
কিন্তু তাতেও খুশি হয়নি কর্মীরা তাদের দাবি কেন্দ্রীয় হারে Dearness Allowance এই নিতে এখন আন্দোলন চলছে। বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টে কবে কি রায় দেয় তার দিকে চেয়ে আছে রাজ্য সরকারি কর্মীরা। এবারে দেখার অপেক্ষা যে আজকে এই নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয় নাকি এই সম্পর্কে জানতে আরও অপেক্ষা করতে হবে এখন সেটাই দেখার অপেক্ষা।
Written by Ananya Chakraborty.