ট্রেন্ডিং

Diesel Petrol Price – পেট্রোল ডিজেলের দামে বড় পরিবর্তন। মোদী সরকারের পদক্ষেপে খুশি মধ্যবিত্ত।

প্রতিদিনের জীবনে পেট্রোল ও ডিজেলের দাম (Diesel Petrol Price) গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তবে বর্তমানে গত কয়েক বছরে পেট্রল ও ডিজেলের দাম প্রচুর বেড়েছে এর ফলে সাধারন মানুষদের খুব অসুবিধায় পড়তে হয়েছে। পেট্রল ডিজেলের দাম বাড়ার কারনে জিনিসপত্রের ও দাম বাড়ছে প্রতিদিন। প্রতিদিন পেট্রল ডিজেলের দাম কেমন থাকে তা সবাই জানতে চায়।

Diesel Petrol Price In India.

চলুন তাহলে জেনে নেই আজ দেশের 4 মহানগরীতে পেট্রোল ডিজেলের দাম (Diesel Petrol Price) কেমন আছে? আজ কোন শহরে পেট্রল ডিজেলের দামে স্বস্তি? আজ কলকাতা সহ দেশের 3 বড় নগরীতে জ্বালানির দাম অপরিবর্তিত আছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে কলকাতায় পেট্রোল ডিজেলের দাম কত পড়েছে। চেন্নাই, আহমেদাবাদ, আসাম সহ একাধিক রাজ্যে জ্বালানির দামে বদল ঘটেছে।

পেট্রোল ডিজেলের দাম কেমন

কলকাতায় পেট্রোল এর লিটার প্রতি দাম (Diesel Petrol Price) 106.03 টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি 92.76 টাকা। রাজধানী দিল্লিতে পেট্রোলে লিটার প্রতি দাম 96.72 টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম 89.62 টাকা। চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম 102.63 টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম 94.24 টাকা। মুম্বাই তে পেট্রলের লিটার প্রতি দাম 106.31 টাকা এবং ডিজেলের দাম লিটার (Diesel Petrol Price) প্রতি 94.27 টাকা।

দেশের কোন রাজ্যের জ্বালানির দাম বেড়েছে? গত 9ই জানুয়ারি অসম সহ একাধিক রাজ্যের জ্বালানির দর বেড়েছে। আসামে পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছে 25 পয়সা বর্তমানে পেট্রোলের দাম (Diesel Petrol Price) 98.58 টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে দাম 24 পয়সা বর্তমানে ডিজেলের দাম 90.87 টাকা। দেশের কোন রাজ্যের জ্বালানির দাম কমেছে?

9 জানুয়ারী অর্থাৎ গতকাল চেন্নাই, আহমেদাবাদ সহ একাধিক রাজ্যে জ্বালানির দাম কমেছে। চেন্নাইতে দাম কমেছে পেট্রোল লিটার প্রতি 10 পয়সা কমেছে ও ডিজেল লিটার প্রতি 9 পয়সা বিক্রি হচ্ছে। চেন্নাই পেট্রোল ও ডিজেলের বর্তমান মূল্য পেট্রোল 102.63 টাকা এবং ডিজেল 94.24 টাকা। আহমেদাবাদ পেট্রোলের দাম (Diesel Petrol Price) লিটার প্রতি 56 পয়সা কমে ৯৬.৪২ টাকা দাম হয়েছে এবং ডিজেলেরও লিটার প্রতি দাম 56 পয়সা কমে 92.17 টাকা হয়েছে।

LPG Gas Price (রান্নার গ্যাসের দাম)

বাড়িতে বসে পেট্রোল ডিজেলের দাম (Diesel Petrol Price) জানবেন কি করে? প্রতিদিনই পেট্রল ও ডিজেলের দাম পরিবর্তন হয়। তেল কোম্পানিগুলো প্রতিদিন তাদের তেল এর দাম ঘোষনা করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধীত তেলের দামের উপরে ভিত্তি করে এই দাম নির্ধারন করা হয়। আপনারা বাড়িতে বসেই জ্বালানির দাম দেখতে পারবেন। আপনি যদি একজন BPCL গ্রাহক হন তাহলে তেলের দাম দেখার জন্য RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে SMS পাঠান।

টিভি দেখার খরচ একধাক্কায় বাড়ল। কোন চ্যানেলের কত দাম?

আপনি যদি HPCL গ্রাহক হন তাহলে আপনি HP PRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে SMS পাঠান। আপনি যদি ইণ্ডিয়াণ ওয়েল এর গ্রাহক হন তাহলে RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে SMS পাঠালে ঐসব তেল কোম্পানি গুলো আপনাকে মেসেজের মাধ্যমে জ্বালানীর দাম (Diesel Petrol Price) পাঠিয়ে দেবে। আর দাম কমলে সকলেরই সুবিধা হতে চলেছে।
Written by Ananya Chakraborty.

ভুয়ো রেশন কার্ড নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্রের! ধরা পড়লেই শাস্তিমূলক ব্যবস্থা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *