গুরুত্বপূর্ণ খবর

কীভাবে পাবেন PAN Card 2.0? প্যান কার্ড ২.০ নতুন আপডেট ও সুবিধাসমূহ। আধুনিক ডিজিটাল প্যান কার্ডের সম্পূর্ণ গাইড

কেন্দ্র সরকারের তরফে এবারে প্যান কার্ড ২.০ (PAN Card 2.0) আনার ঘোষণা করে দেওয়া হয়েছে বেশ কিছু দিন আগে। কিন্তু এখনও পর্যন্ত অনেকেই এই সম্পর্কে কিছু তথ্য জানেন না, তাই আজকে এই সম্পর্কে সকল তথ্য জানিয়ে দিতে চলেছি। প্যান কার্ড একটি অতি গুরুত্বপূর্ণ নথি, ব্যাংকিং ক্ষেত্র ছাড়াও চাকরির ক্ষেত্রে, পাসপোর্ট তৈরি করতে, ইনকাম ট্যাক্স, সরকারি যে কোন প্রকল্পে।

New NSDL PAN Card 2.0

এছাড়াও অন্যান্য দরকারি কাজে প্যান কার্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে প্যান কার্ডে কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। প্যান কার্ডে যুক্ত করা হচ্ছে কিউআর কোড। এছাড়াও চালু হচ্ছে আরও কয়েকটি নিয়ম। প্যান কার্ড নিয়ে এই নতুন প্রকল্পের একটি নাম দেওয়া হয়েছে, সেটি হলো প্যান ২.০ বা প্যান কার্ডের নতুন ভার্সন।

প্যান কার্ড ২.০ আপডেট কী পরিবর্তন এসেছে?

প্যান কার্ড ২.০ এই নতুন প্রকল্পে আপনি কি কি সুবিধা পাবেন প্যান কার্ড থেকে? বা কি কি পরিবর্তন হয়েছে? প্যান কার্ড ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে অর্থাৎ আয়করদাতাদের আর্থিক লেনদেনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিউআর কোড যুক্ত হওয়ার ফলে এই আর্থিক লেনদেন অনেকটাই সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে, যেটা আয়কর দাতাদের কাছে অনেকটাই সুবিধাজনক ব্যাপার হয়ে দাড়াবে।

নতুন প্যান কার্ড ২.০ আধুনিক সুবিধা ও ডিজিটাল ব্যবহার

বর্তমানে যেভাবে সাইবার ক্রাইম বা জালিয়াতি বেড়ে গিয়েছে, তার ফলে ব্যক্তিগত তথ্য বা অ্যাকাউন্ট সুরক্ষিত রাখাটা সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাড়িয়েছে। প্যান কার্ডে কিউআর কোড যুক্ত হওয়ার ফলে এই জালিয়াতির সম্ভাবনা অনেকটা কমবে, তার ফলে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা বা নিরাপত্তা বজায় থাকবে। মূলত জালিয়াতি রোখার জন্যই এই প্রকল্পটি চালু করা হচ্ছে।

সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার সুরক্ষা দেওয়াই কেন্দ্র সরকারের মূল লক্ষ্য। কেন্দ্র মন্ত্রীসভার বৈঠকে আগামীতে আসতে চলেছে প্যান ২.০ প্রকল্প যার মাধ্যমে দেশের সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হতে চলেছেন। তাহলে এবারে কীভাবে আপনারা এই সুবিধা পাবেন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক এবং সকল জনগণের উচিত এই কাজ তাড়াতাড়ি সম্পন্ন করে নেওয়া।

প্যান কার্ড ২.০ আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় ডকুমেন্টস

১) সবার প্রথমে NSDL-র অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন।
২) আপনার ব্যক্তিগত তথ্য যেমন প্যান কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, জন্মের সঠিক তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
৩) এরপরই সাবমিট বাটনে ক্লিক করুন।
৪) সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ আসবে যেই পেজে আপনাকে নিশ্চিত করানোর জন্য আরেকবার চেকিং করতে বলবে।

৫) চেক হয়ে যাওয়ার পরে একটা ওটিপি পাওয়ার জন্য আপনাকে ওটিপি অপশনে ক্লিক করতে হবে।
৬) আপনার যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সে ফোন নাম্বার ওটিপি আসলে সেই ওটিপিটি আবার যাচাই করার জন্য স্ক্রিনের ওটিপি অপশনে আবার ওটিপি লিখুন।
৬) এরপরই আপনার ইমেইলে এই নতুন প্যান প্রায় ৩০ মিনিটের মধ্যে চলে আসবে।

ডিজিটাল প্যান কার্ডের জন্য অনলাইনে আবেদন করার ৩০ দিনের মধ্যেই আপনি বাড়িতে বসেই প্যান কার্ড পেয়ে যাবেন। এছাড়া যদি রেজিস্টার্ড ইমেইল আইডিতে প্যান কার্ড না পান তাহলে অফিসিয়াল ই মেইলে যোগাযোগ করতে পারেন। রেজিস্টার্ড প্যান কার্ড পাওয়ার জন্য আপনাকে খরচ করতে হবে ৮.২৬ টাকা। তাহলে আর দেরি কেন, নতুন পদ্ধতিতে প্যান কার্ড পাওয়ার জন্য আবেদন করুন উপরে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে।

জিও কয়েন কি? Jio Coin থেকে কিভাবে আয় করবেন? জিও কয়েন কি লিগ্যাল? সম্পূর্ণ গাইড

কেন্দ্রীয় সরকারের এই প্যান কার্ড ২.০ অনেকটাই সফলতার সাথে কাজ করবে বলে মনে করা হচ্ছে, বিশেষ করে আর্থিক নিরাপত্তা ও জালিয়াতি রুখতে প্যান কার্ড ২.০ অনেক অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করবে এমনটাই মনে করছেন অনেক সাইবার বিশেষজ্ঞরা। আর দেশের ৭৫ কোটি প্যান কার্ড গ্রাহকদের জন্য দারুণ খবর, এমনটাই মনে করছেন অনেকে।
Written by Shampa debnath

Related Articles