Indian Currency: এবারে 5 টাকার কয়েন বাতিল করবে RBI? আগের থেকে সতর্ক হয়ে যান
ভারতীয় মুদ্রা (Indian Currency) 5 টাকার কয়েন (5 Rupees Coin) কি এবারে বাতিল হতে চলেছে? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) পক্ষ থেকে কি জানালো হল এই বিষয়ে? এখন ধীরে ধীরে আমরা দেখতে পারছি যে সকল ধরণের লেনদেন অনলাইনের মাধ্যমে হচ্ছে, কিন্তু অনেকেই এখনো পর্যন্ত অনলাইনের মাধ্যমে লেনদেন করতে পারেন না সেই জন্য তাদের ক্যাশ টাকার দরকার হয় (Reserve Bank of India).
5 Rupees Coin Indian Currency Cancel News
আর এই ক্যাশ টাকার নোট বা মুদ্রা নিয়ে অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছে যে অনেকেই অনেক ধরণের জালিয়াতি করছে এবং এর ফলে দেশের অর্থনীতির অনেকটাই ক্ষতি হচ্ছে। আর এই সমস্যা মেটানোর জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনেক সময় মুদ্রা বাতিলের ঘোষণা করে। সম্প্রতি শোনা যাচ্ছে, ৫ টাকার কয়েন বাতিল হবে? এমনই জল্পনা শোনা যাচ্ছে চারিদিকে।
৫ টাকার কয়েন বাতিল হবে?
বর্তমানে ১ টাকা থেকে ২০ টাকার কয়েন বাজারে চলছে। ৫ টাকার কয়েন দুই রকম পাওয়া যায় বাজারে। একটি ৫ টাকা কয়েন পাওয়া যায় যেটা পিতলের দেখতে, হালকা ওজনের এবং মসৃণ ও চকচকে। আরেকটি ৫ টাকার কয়েন পাওয়া যায় যেটা ভারী ধাতুর তৈরি। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফে জানা যাচ্ছে, মোটা ধাতুর ৫ টাকার কয়েন আর উৎপাদন হবে না। এই মোটা ধাতুর ৫ টাকার কয়েন বন্ধ হয়ে যাওয়ার কথাই শোনা যাচ্ছে।
RBI কেন এমন সিদ্ধান্ত নিলো?
মোটা ৫ টাকার কয়েন তৈরি করতে প্রচুর পরিমাণে ধাতুর ব্যবহার হয়। আর কিছু অসাধু ব্যক্তি মোটা ৫ টাকার কয়েন গলিয়ে ব্লেড তৈরি করতে শুরু করেছে এবং এই কয়েনের চালান করে দেওয়া হচ্ছে বাংলাদেশে। জানা যাচ্ছে, একটি ৫ টাকার কয়েন থেকে চার, পাঁচটি ব্লেড তৈরি করা যায়। এই জন্য ৫ টাকার কয়েন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তবে ৫ টাকার কয়েন সম্পূর্ণ বাজার থেকে অপসারিত হচ্ছে না বা উঠে যাচ্ছে না। পিতলের যে মসৃণ হালকা ৫ টাকার কয়েন রয়েছে, সেটা বাজারে চলবে। মোটা ধাতুর যে ৫ টাকা এখনো পর্যন্ত বাজারে চালু রয়েছে, সেই ৫ টাকার কয়েন বাতিল করার চিন্তা ভাবনা করা হচ্ছে, সেই জন্য মোটা পাঁচ টাকা করেন বাজারে আর চলবে না।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, কোন টাকা বাতিলের আগে সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, আর যতদিন বিজ্ঞপ্তি প্রকাশ না পায় ততদিন ৫ টাকার কয়েন সম্পূর্ণ রূপে বাতিল হচ্ছে না। আগেকার মোটা ধাতব ৫ টাকার কয়েন বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ও এর উৎপাদন একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার কাছে এখন পর্যন্ত যদি মোটা ধাতব পাঁচ টাকার কয়েন থাকে, তাহলে আপনি আপনার নিকটবর্তী ব্যাঙ্কে নিয়ে তা জমা করতে আসতে পারেন।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোনটায় বেশি লাভ হবে?
ব্যাঙ্কে গিয়ে মোটা কোনো টাকা বা কয়েন জমা দিলে আপনাকে নতুন কয়েন বা নোট দিয়ে থাকে। এক্ষেত্র আপনি যদি ধাতব মোটা পাঁচ টাকার কয়েন ব্যাঙ্কে জমা করেন, তাহলে তার পরিবর্তে আপনাকে পিতলের মসৃণ ৫ টাকার কয়েন দিয়ে দেবে। এখনো পর্যন্ত ৫ টাকার কয়েন বাতিল করার কোন ঘোষণা পত্র দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকার বা রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে, তাই আপনি নিশ্চিন্তে থাকুন।
Written by Shampa debnath