ট্রেন্ডিং

LPG Gas: রান্নার গ্যাসের দাম কমলো! মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর

বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষের বাড়িতেই রান্নার গ্যাসের কানেকশন (LPG Gas Connection) রয়েছে। দীর্ঘদিন ধরেই রান্নার গ্যাসের মূল্য (Gas Cylinder Price) বৃদ্ধির বিষয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন রাজ্য তথা দেশের অসংখ্য সাধারণ মানুষ। এবার সেই ক্ষোভ প্রশমনের উদ্দেশ্যেই রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে। এর পাশাপাশি, যে সব জায়গায় রান্নার গ্যাসের কানেকশন পৌঁছায়নি, সেই সকল জায়গাতেও কেন্দ্র সরকারের উদ্যোগে রান্নার গ্যাস কানেকশন পৌঁছে দেওয়ার কাজ চালানো হচ্ছে (Liquefied Petroleum Gas).

Domestic LPG Gas Cylinder Price Reduce by Government of Rajasthan

নিম্নবিত্ত পরিবার থেকে শুরু করে দেশের দুস্থ দরিদ্র পরিবারের মানুষেরাও যাতে রান্নার গ্যাস কানেকশন পান তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana). যে প্রকল্পের আওতায় কেবল মাত্র সস্তায় রান্নার গ্যাস কানেকশন দেওয়া হয় তা নয়, এর পাশাপাশি সস্তায় গ্যাস সিলিন্ডারও (LPG Gas Cylinder) দেওয়া হয়ে থাকে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাস

রান্নার গ্যাস কানেকশন এবং রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে যখন দেশের মানুষদের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করে সেই সময় রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হলো বড় উদ্যোগ। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সাথে যুক্ত রাজ্যের রান্নার গ্যাসের সুবিধাভোগী পরিবার গুলিকে ১ সেপ্টেম্বর থেকে ৪৫০ টাকায় ডোমেস্টিকে গ্যাস সিলিন্ডার (LPG Gas) দেওয়া হচ্ছে।

৪৫০ টাকায় রান্নার গ্যাস!

সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের প্রায় ৬৮ লক্ষ পরিবার উপকৃত হবে। তবে এই সুবিধা পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর জন্য নয়। রাজস্থান সরকারের তরফের সেখানকার গ্রাহকদের জন্য গৃহীত হয়েছে এই উদ্যোগ। গ্যাস সিলিন্ডারে (LPG Gas Subsidy) প্রাপ্ত ভর্তুকি সরাসরি অ্যাকাউন্টে আসবে। সরকার প্রকল্পটি প্রসারিত করেছে এবং এখন NFSA-র 68 লক্ষ নতুন পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রান্নার গ্যাসে ভর্তুকি দেবে সরকার

এর ফলে এই পরিবার গুলি কম দামে গ্যাস সিলিন্ডার পাবে। রাজ্য সরকার এই প্রকল্প বাস্তবায়নের জন্য নির্দেশিকা জারি করেছে। সিলিন্ডার নেওয়ার সময় পুরো মূল্য দিতে হবে, যা বর্তমানে ৮০৬.৫০ টাকা। সরকার অবশিষ্ট অর্থ ভর্তুকি হিসাবে সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেবে। এইভাবে সিলিন্ডারের (LPG Gas) জন্য গ্রাহকদের খরচ হবে মাত্র ৪৫০ টাকা।

রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম

প্রতিমাসে একটি এলপিজি সিলিন্ডার ৪৫০ টাকায় এই প্রকল্পের অধীনে, প্রতিটি পরিবার বছরে ১২টি পর্যন্ত সিলিন্ডার পাবে অর্থাৎ প্রতি মাসে একটি এলপিজি সিলিন্ডার ৪৫০ টাকায় পাওয়া যাবে৷ এই প্রকল্পের উদ্দেশ্য হল রাজ্যের প্রতিটি অভাবী পরিবার যাতে এই সুবিধা পেতে পারে তা নিশ্চিত করা। রাজস্থান সরকারের এই সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে দুর্বলদের জন্য গুরুত্বপূর্ণ।

Holiday (অতিরিক্ত ছুটি ঘোষণা)

এটি রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্প গুলিকে আরও শক্তিশালী করবে। রাজস্থানে বর্তমানে ১ কোটি ৭ লক্ষেরও বেশি পরিবার NFSA-র অধীনে আসে। যার মধ্যে ৩৭ লক্ষ পরিবার ইতিমধ্যেই BPL বা উজ্জ্বলা সংযোগধারক। এখন, ৬৮ লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা নিতে সক্ষম হবে। এর আগে রাজ্য সরকার বিপিএল এবং উজ্জ্বলা যোজনার অধীনে গ্যাস সিলিন্ডারের দামে ভর্তুকি (LPG Gas Price Subsidy) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

পোস্ট অফিস সেভিংস স্কিমে পাবেন 7.7% সুদ! 50 হাজার জমালে কত রিটার্ন পাবেন?

এখন, NFSA-র সাথে যুক্ত পরিবার গুলিও এই সুবিধা পাবে। এর ফলে রাজস্থানের লক্ষাধিক পরিবার সস্তায় LPG Gas সিলিন্ডার পেতে পারবে। সরকারের এই উদ্যোগে অত্যন্ত খুশি হয়েছেন রাজস্থানের পরিবার গুলি। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওর জন্য, ধন্যবাদ।
Written by Sampriti Bose.

Related Articles