Sovereign Gold Bond: টাকা ডবল করুন গোল্ড বন্ড স্কিমে! FD-র থেকেও বেশি সুদ পাবেন
ভবিষ্যৎ সুরক্ষিত ও সুন্দর করার জন্যে মানুষ বিভিন্ন স্কীমে (Sovereign Gold Bond Scheme) নিজের উপার্জিত অর্থ বিনিয়োগ করে। অর্থ বিনিয়োগ করার জন্যে বিভিন্ন ধরনের স্কীম আছে যে গুলোতে বিনিয়োগ করলে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। কিন্তু যদি এই RBI-র এই Gold Bond টাকা বিনিয়োগ করেন তাহলে টাকা দ্রুত দ্বিগুণ হবে FD-র চেয়ে (Gold as an Investment). তবে সম্প্রতি গোল্ড বন্ড দ্বিগুণ টাকা রিটার্ন হিসেবে পাওয়ার বিশেষ সুবিধা দিচ্ছে।
Sovereign Gold Bonds Scheme Investment Return.
23 শে জুলাই পুর্ণ কেন্দ্রীয় বাজেট (Budget 2024) ঘোষনা করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামান (Nirmala Sitharaman). তারপর থেকে আমদানি শুল্ক অনেকটা হ্রাস পেয়েছে। আগের থেকে অনেকটা কমেছে সোনার দাম। এরই মধ্যে সরকারের তরফ থেকে Sovereign Gold Bond এর কিছুটা অংশ চূড়ান্ত খালাস মূল্য ঘোষনা করা হয়েছে। এর দাম ঠিক করা হয়েছে 6938 টাকা।
সার্বভৌম গোল্ড বন্ড স্কিম
29 শে জুলাই থেকে 2 রা অগাস্ট পর্যন্ত এর চুড়ান্ত গড় মূল্যের সময় সীমা ঠিক করা হয়েছিল। এই ট্রাঞ্চটি প্রকাশ করা হয়েছিল 2016 সালের 5 ই অগাস্ট। সেই সময় ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 3119 টাকা দামে সোনা বাজারে এনেছিল। সে সময় Sovereign Gold Bond এর অধীনে সোনা বন্ডে বিনিয়োগকারীরা (Gold Bond Investors) অত্যন্ত ভালো রিটার্ন পেয়েছিল।
Sovereign Gold Bond Investment
RBI-র নির্দেশ অনুসারে SGB তে যে কোনো বিনিয়োগকারি অকালে সোনা বিনিয়োগ করে তার থেকে আর্জিত মুনাফা জমা করতে পারেন। এই স্কীমটি 8 বছরে 122% রিটার্ন দিয়েছে। SGB এর অধীনে সোনা বিক্রি করতে চাইলে গ্রাহকরা 2.2 গুন টাকা ফেরত পাবেন অর্থাৎ কোনো বিনিয়োগকারী যদি সার্বভৌম গোল্ড বন্ডের অধীনে যদি 2016 সালে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকে তবে তিনি বর্তমান হিসেব অনুসারে 2.2 লক্ষ টাকা রিটার্ন পাবেন। এই 8 বছরে বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছেন 144%. এক্ষেত্রে একটি 12% এর CAGR হয়েছে। এই বন্ড খালাসের তারিখ ঠিক করা হয় 5 ই অগাস্ট 2024।
অকালে বন্ড খালাস করবেন কি করে?
এই বন্ড অকালে খালাস করার জন্য বিনিয়োগকারীদের কুপন পেমেন্টের 30 দিন আগে ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অফিস, পোস্ট অফিসের এজেন্টদের সাথে যোগাযোগ করতে পারেন। বিনিয়োগকারীর অনুরোধ গ্রহণ করার পর তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। অকাল প্রত্যাহার Sovereign Gold Bond রিটার্নের উপরে কর দিতে হয় দুটি উপায়ে।
সেই দুইটি উপায় হল বন্ডের মেয়াদপূর্তিতে প্রাপ্ত মূলধন সুবিধা এবং অর্ধবার্ষিক সুদের আয়। RBI এর তরফ থেকে জানান হয়েছে, বন্ড থেকে পাওয়া আয় ভারতীয় আয়কর আইন অনুসারে করযোগ্য হবে। তবে Sovereign Gold Bond স্থানান্তর করার সময় যে কোনো ব্যক্তির দীর্ঘমেয়াদি মূলধন লাভের উপরে সূচকের মুনাফা নেওয়া হবে। এই বন্ডে TDS (Tax Deduction at Source) প্রযোজ্য নয়।
Written by Ananya Chakraborty.