1লা জুন থেকে বদলে যাচ্ছে Driving License এর বড় নিয়ম! গাড়ি ও বাইক চালকরা দেখুন
1 লা জুন থেকে Driving License বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে নতুন নিয়ম চালু হতে চলেছে। এই নতুন নিয়ম চালু হলে অনেক সুবিধা হবে সাধারন মানুষদের। তাদের আর হয়রানি হতে হবে না। কি সেই নতুন নিয়ম চলুন দেখে নিন। ট্রাফিক আইন (Traffic Rules) ও গাড়ির লাইসেন্স পাওয়া নিয়ে নতুন নিয়ম চালু হবে 1লা জুন থেকে। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্যে মানুষদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় (RTO).
RTO Driving License New Rules Start.
যেমন প্রধান সমস্যা হল RTO তে গিয়ে লাইনে দাড়িয়ে পরীক্ষা দেওয়া ও নানা ধরনের ফর্ম পূরণ করা এবার এই নিয়ম থেকে মুক্তি পেতে চলেছে মানুষ 1লা জুন থেকে। ভারত সরকারের অধিনস্ত The Ministry of Road Transport And Highways চালু করেছে এই নতুন নিয়ম। Driving License পাওয়ার জন্যে এখন থেকে আর RTO তে গিয়ে পরীক্ষা দিতে হবে না। এই নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
ড্রাইভিং লাইসেন্সের নতুন নিয়ম
বর্তমানে Driving License নেওয়ার জন্য RTO অর্থাৎ The Regional Transport Office এ যেতে হয়। যার ফলে লাইসেন্স পেতে বেশি সময় লেগে যায়। আবার এই জটিল প্রক্রিয়ার মধ্যে অনেক দুর্নীতি ও অপ্রয়োজনিয় বিলম্ব দেখা যেত। কিন্তু এখন ভারত সরকারের (Government of India) পরিবহন দফতর নতুন নিয়ম জারি করেছে। এই নিয়ম চালু হবে 1 লা জুন 2024 থেকে। এই নতুন নিয়মে কি কি বলা হয়েছে বিস্তারিত জেনে নিন।
RTO তে গিয়ে পরীক্ষা দিতে হবে না
ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন হল RTO তে গিয়ে আর পরীক্ষা দিতে হবে না। এর বদলে আপনি যে কোনো সরকারি অনুমোদিত প্রাইভেট ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে বা স্কুল যেতে পারেন। মনে করা হচ্ছে এই নিয়মের ফলে আর Driving License পাওয়ার জন্য দেরি হবে না। অনেক সহজেই এই কাজ সম্পন্ন হবে এই নিয়মের মাধ্যমে।
প্রাইভেট ড্রাইভিং স্কুলের দ্বায়িত্ব
সরকার অনুমোদিত প্রাইভেট ড্রাইভিং স্কুল গুলো ড্রাইভিং পরীক্ষা করার জন্যে অনুমোদিত হবে। মানে এই স্কুল গুলোতে পরীক্ষা দিয়ে আপনি Driving License পেতে পারেন। তবে এই অনুমোদন পাওয়ার জন্য স্কুল গুলোকে কিছু শর্ত মানতে হবে তাহলে এই কাজের অনুমোদন দেওয়া হবে তাদের। Two Wheeler প্রশিক্ষণের জন্য কম পক্ষে 1 একর এবং চার চাকা প্রশিক্ষণের জন্য কমপক্ষে 2 একর জমি থাকা প্রয়োজন।
Driving License এর জন্য স্কুল গুলোকে একটি উপযুক্ত পরীক্ষার সুবিধা প্রদান করতে হবে। এই গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্যে একজন উচ্চ বিদ্যালয়ের ডিপ্লোমা, সর্বনিম্ন 5 বছরের অভিজ্ঞতা এবং IT সিস্টেমের জ্ঞান সম্পন্ন শিক্ষককে নিয়োগ করতে হবে। আর এই সকল নিয়মে কাজ হলে খুবই দ্রুত এবং দৃঢ়তার সঙ্গে এই কাজ সম্পন্ন করে নিতে পারবেন।
প্রশিক্ষণ নেওয়ার নুন্যতম সময়
Driving License এর জন্য পরীক্ষা দেওয়ার আগে কিছু সময়ের জন্যে প্রশিক্ষণ নিতে হবে তাদের। এই প্রশিক্ষণে ট্রাফিক আইনের (Traffic Rules) সম্পর্কে শেখান হবে এবং ড্রাইভিং করা ও শেখান এই সব থাকবে। হালকা মোটর গাড়ির লাইসেন্স পাওয়ার জন্য প্রশিক্ষণ নিতে হবে 29 ঘন্টা মানে 4 সপ্তাহের বেশি। আর বাস ট্রাক এই সবের মত ভারী গাড়ি চালানোর জন্য প্রশিক্ষণ নিতে হবে 38 ঘন্টা অর্থাৎ 6 সপ্তাহের বেশি।
Penalty Increase for Dont Comply on Driving License
Driving License এর নতুন নিয়মে রাস্তার নিরাপত্তার জন্য কঠোর নিয়ম আনা হয়েছে। এই নিয়ম 1লা জুন থেকে চালু হবে। বৈধ্য লাইসেন্স ছাড়া গাড়ি চালালে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত ফাইন (Traffic Fine) দিতে হবে। 18 বছরের নিচে কেউ গাড়ি চালালে 25 হাজার টাকা পর্যন্ত ফাইন দিতে হবে। তার সাথে অভিভাবকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে এবং গাড়ির রেজিস্ট্রেশন ও গাড়ির মালিকের লাইসেন্সও বাতিল করা হতে পারে। হেলমেট না পড়লে বা সিটবেল্ট না বাঁধলে 100 টাকা ফাইন নেওয়া হবে।
Written by Ananya Chakraborty.