পশ্চিমবঙ্গের খবর

Duare Sarkar Camp: রাজ্যে শুরু হবে ‘দুয়ারে সরকার ক্যাম্প’। কোথায় কবে বসবে দেখুন

বছরের শুরুতেই পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp 2025) শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) রাজ্যের জন সাধারণের জন্য একাধিক সুবিধাজনক সরকারি প্রকল্পের সূচনা করেছেন। রাজ্যের নিম্ন ও দরিদ্র মানুষ গুলো যাতে আর্থিক সহায়তা পেতে পারে, তার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করা হয় (Government of West Bengal).

Duare Sarkar Camp list 2025

পশ্চিমবঙ্গ সরকার সকল প্রকল্পের জন্য আবেদন জানাতে হলে নির্দিষ্ট এলাকার পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে আবেদন জানাতে হতো। এক্ষেত্রে যে সমস্ত ব্যক্তি অত্যন্ত গ্রামাঞ্চলের বা দূরের দিকে থাকতেন, সেখান থেকে পৌরসভা বা পঞ্চায়েত অফিস অনেকটাই দূরত্বে থাকার জন্য সেই সমস্ত মানুষের পক্ষে আবেদনপত্র জমা দেওয়া ও অন্যান্য কারণের জন্য বারংবার পঞ্চায়েত বা পৌরসভায় যাতায়াত করা সমস্যার ছিল।

দুয়ারে সরকার তারিখ 2025

এই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করেন। দুয়ারে সরকার শিবির এক একটি অঞ্চলের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত করা হয়। এর ফলে একটি অঞ্চলের মানুষ তার নিজের বাসস্থানের কাছের দুয়ারে সরকার শিবিরে গিয়ে সরকারি প্রকল্পে আবেদন পত্র সংগ্রহ করে, সেটি ফিলাপ করে খুব সহজেই সেখানে জমা দিতে পারে।

দুয়ারে সরকার হেল্পলাইন নম্বর

২০২৪ সালে দুইবার দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়েছিল। এই দুয়ারে সরকার শিবিরে রাজ্য সরকারের পরিচালিত যে সমস্ত প্রকল্পের জন্য আবেদনপত্র পাওয়া যায় তার মধ্যে উল্লেখ যোগ্য হল – লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme), স্বাস্থ্য সাথী প্রকল্প (Swasthya Sathi Scheme), কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Prakalpa), রূপশ্রী প্রকল্প (Rupashree Prakalpa), বার্ধক্য ভাতা (Old Age Pension) ইত্যাদি।

পশ্চিমবঙ্গ সরকার

সম্প্রতি একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। এই অনুষ্ঠান থেকেই তিনি ঘোষণা করেন 2025 সালে আবারো অনুষ্ঠিত হতে চলেছে দুয়ারে সরকার শিবির। প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করেন, যাদের বাড়ি থেকে সরকারি অফিস অনেকটাই দূরবর্তী স্থানে অবস্থিত, সেই সমস্ত মানুষের যাতে সরকারি প্রকল্পে আবেদন করতে অসুবিধা না হয়, তার জন্যই সরকার নিজের থেকে জনগণের কাছে আসার উদ্যোগ নিয়েছেন।

এই জন্যই দুয়ারে সরকার ক্যাম্প অনেকটাই উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে এবং এই দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হওয়ার জন্য সাধারণ জনগণ অনেকটাই সুবিধা পেয়েছেন। দুয়ারে সরকার শিবিরে পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরাও থাকেন, যারা বিভিন্ন প্রকল্পের আবেদন পত্র পূরণ করার ক্ষেত্রেও সাহায্য করে থাকে। দুয়ারে সরকার শিবির থেকে ফর্ম তুলে সরকারি আধিকারিকদের সাহায্যে সেই ফর্ম ফিলাপ করে আপনি সেই দিনেই আবেদনপত্র জমা করতে পারবেন।

দুয়ারে সরকার শিবির ২০২৫

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, সন্দেশখালির একটি অনুষ্ঠান থেকে যে, জানুয়ারি মাসের ১৪, ১৫ এবং ১৬ তারিখ গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হওয়ার সময়েই দুয়ারে সরকার শিবিরের পরিষেবা পাবেন সাধারণ জনগণ। ২৩ শে জানুয়ারি নেতাজি জন্ম দিবস উপলক্ষে এবং ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠিত হওয়ার দিনেও দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হবে। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে এবং এটি চলবে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত।

Banglar Bari Scheme (বাংলার বাড়ি প্রকল্প ২০২৫)

Duare Sarkar Camp 2025

এছাড়াও রাজ্যবাসীর জন্য আরও বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসিরহাট সহ সাতটি নতুন জেলা তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নিজেই। এছাড়াও উত্তর ২৪ পরগনার একটি নতুন মহকুমা তৈরির ঘোষণাও তিনি করেছেন। ২০২৫ সালে রাজ্যের উন্নয়ন যাতে আরো দ্রুততরভাবে এগিয়ে যেতে পারে, তার জন্যই নতুন ভাবে পরিকল্পনা নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে জানুয়ারিতে? বছরের শুরুতেই দারুণ সুখবর

আপনারা যারা সরকারি প্রকল্পে এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি অথচ আবেদন করবেন ভেবেছেন, তারা অবশ্যই জানুয়ারির শেষ সপ্তাহ থেকে একটু খোজ রাখুন যে, আপনার অঞ্চলে কোন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। সেই খানে উপস্থিত থেকে আপনার পছন্দ মতন ও প্রয়োজন মতন একটি সরকারি প্রকল্পে আবেদন করুন।
Written by Shampa Debnath

Related Articles